ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু হয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু শুরুতে সুবিধাটি শুধুমাত্র ভেরিফাইড ফেসবুক একাউন্ট ও কিছু সংখ্যক বিখ্যাত ব্যক্তিদের ফেসবুক প্রোফাইলে ব্যবহার করা যেত। আর এখন লাইভ ভিডিও সম্প্রচার করার এই ফিচার সবার জন্যই উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক।
লাইভ ভিডিও ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের সাহায্যে যেকোনো স্থান থেকে ফেসবুক অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচার/শেয়ার করতে পারবেন। এটি কিছুটা টেলিভিশনের লাইভ/সরাসরি সম্প্রচারের মতই ব্যবহার করা যাবে।
ফেসবুক লাইভ ভিডিও চলাকালে আপনার বন্ধুরা এতে কমেন্ট করতে পারবেন। ভিডিও স্ট্রিমিং কতজন দর্শক দেখছেন তাও জানা যাবে। পুরো ভিডিওটিই ব্যবহারকারীর (যিনি স্ট্রিমিং করবেন) প্রোফাইলে সংরক্ষিত থাকবে। তবে তিনি চাইলে এটি মুছে ফেলতে পারবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু কিছু ব্যবহারকারী তাদের আইফোনের ফেসবুক অ্যাপে লাইভ ভিডিও ফিচার উপভোগ করতে পারছেন। ফেসবুক জানিয়েছে যে, কোম্পানিটি ধীরে ধীরে সবার জন্যই ফিচারটি উন্মুক্ত করে দেবে। তবে ঠিক কবে নাগাদ সবাই এটি পাবে, তা নির্দিষ্ট করে জানায়নি ফেসবুক।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।