নতুন ৪ ইঞ্চি আইফোন আনছে অ্যাপল?

iphone 5s ...

গত কয়েক বছর ধরেই স্মার্টফোনের আকৃতি বৃদ্ধি পাচ্ছে। ২ ইঞ্চি থেকে শুরু করে ৬ ইঞ্চি স্ক্রিনের ফোনও এখন অহরহ দেখা যাচ্ছে। স্মার্টফোনের স্ক্রিনসাইজ নিয়ে বেশ কিছু মজার কৌতুকও প্রচলিত আছে (মাত্র ২ ইঞ্চি!)- নিজ দায়িত্বে মনে করে নেবেন! এবার অ্যাপল আনতে পারে ৪ ইঞ্চি আইফোন।

সবাই যখন সাইজ বড় করার চেষ্টায় ব্যস্ত, তখন অ্যাপল হয়ত একটু ভিন্নভাবে চিন্তা করছে। বিশ্লেষক প্রতিষ্ঠান জিএইসআই সিক্যুরিটিজ এর তথ্য অনুযায়ী, অ্যাপল ২০১৬ এর জানুয়ারিতে ৪ ইঞ্চি স্ক্রিনের নতুন একটি আইফোন মডেল বাজারে আনতে পারে। এতে থাকবে অ্যাপল এ৯ প্রসেসর, এনএফসি, অ্যাপল পে, মেটাল কেসিং প্রভৃতি। বিভিন্ন রঙে পাওয়া যাবে এই নতুন ছোট আইফোন। এর দাম হবে ৪০০ থেকে ৫০০ ডলার।

অ্যাপল সাধারণত মধ্যম দামের আইফোন বানাতে পছন্দ করেনা। এর আগেও কোম্পানিটি আইফোন ৫সি বানিয়েছিল যাতে প্লাস্টিকের কভার ছিল। কিন্তু খুব বেশি দিন আইফোন ৫সি বিক্রি করেনি অ্যাপল।

নতুন করে অ্যাপল আবারও মধ্যম বাজেটের মার্কেট ধরার চিন্তা করছে কিনা সেটা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি কি ৪ ইঞ্চি স্ক্রিনের মধ্যম দামের আইফোন পছন্দ করবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *