ফেসবুকের নতুন অ্যাপ ‘স্টিকার্ড ফর মেসেঞ্জার’ দিয়ে বানান মজার সব ছবি!

facebok image sticker

ফেসবুক আজ  ‘স্টিকারড ফর মেসেঞ্জার’ নামে নতুন এক অ্যাপ ঘোষণা করেছে যা ছবির ওপর স্টিকার যোগ করার সুবিধা দিবে। অর্থাৎ, আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে যেকোনো ফটোর ওপর কার্টুন বসিয়ে মজার মজার সব ইমেজ তৈরি করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জার ব্যাবহার করে বন্ধুদের কাছে এসব ফটো পাঠানো যাবে।

এই অ্যাপ এন্ড্রয়েডের জন্য আজ থেকেই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। আইওএসের জন্যও শীঘ্রই আসছে স্টিকারড ফর মেসেঞ্জার।

stickered for msngr fb

স্টিকার লাগানোর জন্য আপনি আপনার মোবাইলের ফ্রন্ট আথবা ব্যাক ক্যামেরায় তোলা ছবি ব্যাবহার করতে পারেন অথবা ক্যামেরা রোলের ফটোতেও লাগাতে পারেন।

স্টিকারগুলো হলিডে আপডেটের মধ্যে একটি যার সাথে আরও থাকবে নতুন স্টিকার প্যাক। এছাড়া বিভিন্ন ইভেন্ট অনুযায়ী স্টিকার পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *