স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে উঠবে ফেসবুকে আপলোডকৃত ছবি!

facebook logo.... 4343

ফেসবুক নিয়ে এল আটোম্যাটিক ফটো এনহ্যান্স সুবিধা। এই ফিচারটির মাধ্যমে ফেসবুক আপনার আপলোডকৃত ছবিকে নিজ থেকেই আরও সুন্দর করে তুলবে। ছবির ব্রাইটনেস, কালার প্রভৃতি অ্যাডজাস্ট করে একে একে সুন্দরভাবে উপস্থাপন করবে ফেসবুকের নতুন টুল।

এই মুহুর্তে শুধুমাত্র আইওএস ডিভাইসের জন্য ফেসবুকের অটো-এনহ্যান্স সুবিধা উপলভ্য আছে। শীঘ্রই ফিচারটি এন্ড্রয়েডেও চলে আসবে।

auto-enhance

এই ফিচার যদি আপনি না চান আপনাকে প্রতিবার ছবি আপলোড এর সময় wand নামক বাটন চাপতে হবে।আপনি ইচ্ছা করলে অ্যাপ সেটিংসে গিয়ে ডিসেবলও করে রাখতে পারেন তাহলে আর প্রতিবার কাজটি করতে হবে না।

নতুন এই ফিচার আজ থেকেই পাওয়া যাবে তবে এপ স্টোরে এখনো কোন প্রকার আপডেট আসেনি।

এই সুবিধাটি যদিও গুগল প্লাস এর আটো অসাম ফিচার এর মত ততটা জাদুকরী নয় তবে কিছুটা সুবিধাতো আশা করাই যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *