বিকাশে এসেছে “Request Money” নামে নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তির কাছে মানি রিকোয়েস্ট পাঠানো যাবে। অর্থাৎ এই ফিচার এর মাধ্যমে কোনো ব্যক্তির কাছ থেকে সেন্ড মানি পাওয়ার জন্য রিকোয়েস্ট পাওয়া যাবে।
পরিবারের সদস্য বা বন্ধুদের কাছে মানি রিকোয়েস্ট করা যাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে। যেকোনো সময় যে কারো কাছে রিকোয়েস্ট মানি ফিচারটি ব্যবহার করে সেন্ড মানির জন্য রিকোয়েস্ট পাঠানো যাবে। অর্থাৎ আপনি বিকাশে কারো কাছে টাকা পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করার নিয়ম
বিকাশ অ্যাপ থেকে বেশ সহজে ‘রিকোয়েস্ট মানি’ ফিচারটি ব্যবহার করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ রিকোয়েস্ট মানি ফিচারটি ব্যবহার করতে হয়।
প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করে। এরপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘Request Money’ অপশনে ট্যাপ করুন। এরপর যার কাছে রিকোয়েস্ট পাঠাতে চান তার কনটাক্ট সিলেক্ট করুন। এবার কত টাকা মানি রিকোয়েস্ট পাঠাতে চান তার এমাউন্ট প্রদান করুন। এবার নোট লিখুন (অপশনাল), বিকাশ পিন প্রদান করুন ও রিকোয়েস্ট সাববিট করুন।
এবার যাদের কাছে মানি রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা তাদের বিকাশ অ্যাপে Request Money ড্যাশবোর্ড বা নোটিফিকেশন ব্যবহার করে সেন্ড মানি রিকোয়েস্ট একসেপ্ট করলে বিকাশ একাউন্টে টাকা চলে আসবে।
বিকাশ গ্রুপ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করার নিয়ম
একাধিক ব্যক্তির কাছেও বিকাশ অ্যাপ ব্যবহার করে মানি রিকোয়েস্ট পাঠানো যাবে। চলুন জেনে যাবে বিকাশ গ্রুপ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করার নিয়ম সম্পর্কে।
বিকাশ অ্যাপে প্রবেশ করে প্রথমে ‘Request Money’ অপশনে প্রবেশ করুন, এরপর ‘Group Request Money’ সিলেক্ট করুন।
এবার যাদের এই গ্রুপে এড করতে চান, তাদের কনটাক্ট এড করুন। সর্বোচ্চ ১০ জনকে একই গ্রুপে এড করা যাবে।
চাইলে গ্রুপে এড করা প্রতি ব্যক্তির জন্য সমান এমাউন্ট মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আবার প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা এমাউন্ট সেট করার অপশনও রয়েছে।
এবার গ্রুপ এর কাছে মানি রিকোয়েস্ট পাঠাতে ট্যাপ ও হোল্ড করে রাখুন। এবার যাদের কাছে মানি রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা তাদের বিকাশ অ্যাপে প্রবেশ করে মানি রিকোয়েস্ট একসেপ্ট করতে পারবেন।
এছাড়া সেভড গ্রুপ এর কাছে রিকোয়েস্ট মানি পাঠানো যাবে বেশ সহজে এক ক্লিকে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
বিকাশ রিকোয়েস্ট মানি নিয়ম ও শর্তসমূহ
চলুন জেনে নেওয়া যাক বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার এর বিভিন্ন নিয়ম ও শর্তসমুহ সম্পর্কে।
- একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি অর্থাৎ গ্রুপ এর কাছে মানি রিকোয়েস্ট পাঠানো যাবে
- এক গ্রুপে সর্বোচ্চ ১০জন ব্যক্তিকে রাখা যাবে
- একটি গ্রুপে কমপক্ষে ২ জন ব্যক্তিকে রাখতে হবে
- নিজের নাম্বারকে কোনো গ্রুপে এড করা যাবেনা
- প্রতি ব্যক্তির কাছে সমান এমাউন্ট বা আলাদা এমাউন্টে রিকোয়েস্ট মানি করা যাবে
- একজন বিকাশ গ্রাহক চাইলে একাধিক গ্রুপ তৈরি করতে পারবেন
- রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাড়তি ফি কাটা হবেনা
- মানি রিকোয়েস্ট একসেপ্ট করার পর সাধারণ ট্রানজেকশন ফি প্রযোজ্য হবে। উল্লেখ্য যে এখানে সেন্ড মানি ফি এর ক্ষেত্রে প্রিয় নাম্বার বা অন্যান্য বিষয়গুলো কাজ করবে
- মাসিক ও দৈনিক সেন্ড মানি সীমাবদ্ধতার নিয়ম রিকোয়েস্ট মানি ফিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে
- রিকোয়েস্ট মানি ফিচারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে অ্যাকসেস করা যাবে
- মানি রিকোয়েস্ট যদি ক্যান্সেল করে দেওয়া হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি রিকোয়েস্ট পাঠিয়েছেন তিনি নোটিফিকেশন পাবেন
- আপনি চাইলে রিকোয়েস্টার অর্থাৎ মানি রিকোয়েস্ট পাঠাচ্ছে বা ভবিষ্যতে পাঠাবে এমন কাউকে ব্লক করতে পারবেন
- প্রতিদিন সর্বোচ্চ ১০বার রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করা যাবে
- প্রতিদিন সর্বোচ্চ তিনটি মানি রিকোয়েস্ট রিসিভ করা যাবে
- প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত মানি রিকোয়েস্ট পাঠানো যাবে
বিকাশে রিকোয়েস্ট মানি ফিচারটি আসার মাধ্যমে যেমন সুবিধা হয়েছে, তেমনটি এটির কিছু ঝুঁকিও রয়েছে। প্রতারক যদি আপনাকে মানি রিকোয়েস্ট পাঠিয়ে তা আপনার কাছে টাকা এসেছে বলে একসেপ্ট করতে বলে, তবে ভুল করেও একসেপ্ট করবেন না।
বন্ধু, পরিবারের সদস্য কিংবা পরিচিত কারো কাছ থেকে হঠাৎ মানি রিকোয়েস্ট পেলে অবশ্যই আগে তাদের সাথে ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করুন, তবেই মানি রিকোয়েস্ট একসেপ্ট করবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।