সাপোর্ট সার্কেল থেকে নিয়মিত স্মার্টফোন বাদ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ২০২২ থেকে ৫০টির মত ফোনে আর চলবেনা জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মত বিশাল সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইসের জন্য সাপোর্ট শেষ করার ঘোষণা দিলো হোয়াটসঅ্যাপ।
এর আগে অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপ কিছু জনপ্রিয় অ্যাপল ডিভাইস, যথাঃ আইফোন এসই, আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস এর জন্য সাপোর্ট শেষ করার ঘোষণা করে। এর পাশাপাশি স্যামসাং, হুয়াওয়ে, এলজি, সনি, জেডটিই, এইচটিসি, লেনোভো ও এলকাটেল এর মোট ৪০টি ডিভাইসের জন্যও সাপোর্ট শেষ এর ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ।
এইবারের ঘোষণায় ৫০টির অধিক ফোনের জন্য সাপোর্ট শেষ করার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই তালিকায় রয়েছে আইফোন ৫ ও আইফোন ৫সি। এছাড়া এই তালিকায় স্যামসাং, হুয়াওয়ে, এলজি, সনি, লেনোভো ও জেডটিই এর ডিভাইসও রয়েছে।
উল্লিখিত ফোনসমূহে হোয়াটসঅ্যাপ আর না চলার কারণ হলো এই ফোনগুলো লম্বা সময় ধরে আপডেট করা হয়নি। একটি অ্যাপ আপডেট করতে কিছু প্রয়োজনীয় ফিচারের প্রয়োজন হয় ফোনের অপারেটিং সিস্টেমে যা না থাকলে কোনো অ্যাপ আপডেট করা সম্ভব হয়না। এর পাশাপাশি সাপোর্ট রিকোয়ারমেন্টস আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপ চলবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ও আইওএস ১২ বা এর চেয়ে নতুন ভার্সনে।
তবে এখনো হোয়াটসঅ্যাপ FAQ তে দেখতে পাবেন অ্যাপটি অ্যান্ড্রয়েড ৪.১ সাপোর্ট করে। উল্লেখিত ঘোষণার পর অ্যান্ড্রয়েড ৪.১ চালিত সকল ফোন এর জন্য সাপোর্ট শেষ হচ্ছেনা, যেহেতু হোয়াটসঅ্যাপ নিজ থেকে পরিস্কার করে কিছু জানায়নি তাই কিছুটা বিভ্রান্তি রয়েছে এখানে।
GizChina এর মাধ্যমে প্রাপ্ত এই তালিকায় রয়েছে এন্ট্রি-লেভেল ও মিড-রেঞ্জ স্মার্টফোন। আপনি যদি উল্লেখিত ডিভাইসগুলোর মধ্যে কোনোটি ব্যবহার করে থাকেন, তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চাইলে ফোন পরিবর্তন করতে হবে।
Apple
- iPhone 5
- iPhone 5c
LG
- LG Enact
- LG Lucid 2
- LG Optimus 4X HD
- LG Optimus F3
- LG Optimus F3Q
- LG Optimus F5
- LG Optimus F6
- LG Optimus F7
- LG Optimus L2 II
- LG Optimus L3 II
- LG Optimus L3 II Dual
- LG Optimus L4 II
- LG Optimus L4 II Dual
- LG Optimus L5
- LG Optimus L5 Dual
- LG Optimus L5 II
- LG Optimus L7
- LG Optimus L7 II
- LG Optimus L7 II Dual
- LG Optimus Nitro HD
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
👉 হোয়াটসঅ্যাপে দারুণ সব স্টিকার তৈরি করুন সহজেই
Archos
- Archos 53 Platinum
ZTE
- ZTE Grand S Flex
- ZTE Grand X Quad V987
- ZTE Memo V956
HTC
- HTC Desire 500
Lenovo
- Lenovo A820
Samsung
- Samsung Galaxy Ace 2
- Samsung Galaxy Core
- Samsung Galaxy S2
- Samsung Galaxy S3 mini
- Samsung Galaxy Trend II
- Samsung Galaxy Trend Lite
- Samsung Galaxy Xcover 2
Wiko
- Wiko Cink Five
- Wiko Darknight ZT
👉 আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে হতে পারে বিপদ!
উল্লেখিত ফোনগুলোর মধ্যে অধিকাংশ ইতিমধ্যে তৈরী বন্ধ করে দিয়েছে ম্যানুফ্যাকচারার কোম্পানি। শেষ হয়েছে সাপোর্টও। তাই এসব ফোনের জন্য হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট শেষ করার ঘোষণা দেওয়ার বিষয়টি মোটেই অস্বাভাবিক নয়। উল্লেখিত ফোনগুলোতে ৩১ ডিসেম্বর থেকে আর হোয়াটসঅ্যাপ চলবেনা। তবে, ব্যবহারকারীগণ চাইলে বিভিন্ন আনঅফিসিয়াল উপায়ে হয়ত অ্যাপটি চালাতে পারবে কিন্তু এইভাবে অ্যাপটি ব্যবহারে নিরাপত্তাগত ঝুঁকি রয়েছে।
হোয়াটসঅ্যাপ এর তথ্যমতে যখন কোনো ডিভাইস ও এর সফটওয়্যার পুরোনো হয় ও খুব কম মানুষ সেগুলো ব্যবহার করছে বলে জানা যায়, তখন উক্ত ডিভাইস এর জন্য সাপোর্ট শেষ করা হয়। এর মানে হলো আপনার ডিভাইস পুরোনো হলেও যদি অনেক মানুষ এটি ব্যবহার করে থাকে, তাহলে উক্ত ডিভাইসে হোয়াটসঅ্যাপ ঠিকই চলবে।
স্বাভাবিকভাবে স্যামসাং, শাওমি, অ্যাপল প্রভৃতি কোম্পানি অনেক ডিভাইসের জন্য আপডেট প্রদান করা বন্ধ করে দিবে। একইভাবে হোয়াটসঅ্যাপও পুরোনো ডিভাইসগুলোর জন্য সাপোর্ট শেষ করবে। তাই হোয়াটসঅ্যাপ এর লেটেস্ট ফিচারগুলো নিরাপদে ব্যবহার করতে চাইলে নতুন ডিভাইসে আপগ্রেড করাই শ্রেয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Vivo list….
জানতে পারলে আপডেট করে দেওয়া হবে। ধন্যবাদ।