এটাই কি তাহলে আইফোনের ভবিষ্যত ডিজাইন?

অ্যাপল আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছে। কারও কারও মতে অনেক কিছুই সম্পন্ন করতে পারেনি এই মার্কিন প্রতিষ্ঠান। যদিও অ্যাপল এই পর্যন্ত অনেক চমৎকার কিছু প্রোডাক্টস বানিয়েছে। এর মধ্যে অন্যতম একটি ডিভাইস হচ্ছে আইফোন। অবশ্য শুরু থেকে এখন পর্যন্ত স্মার্টফোনটির চেহারায় তেমন বড় কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আর এই যখন অবস্থা, তখন ইউটিউবে আইফোন এয়ার এর কনসেপ্ট ভিডিও প্রকাশ করা হয়েছে। অবশ্য এটি অফিসিয়াল কোন ভিডিও নয়।

এই ভিডিওটিতে ফোনটি খুবই চিকন এবং হালকা। আমাদের পৃথিবীতে এত চিকন কোনো ব্যাটারী এখনও আবিষ্কৃত হয়নি। দেখে নিন এই ভিডিওটি।

দ্বিতীয় ভিডিওটিতে একটি বাঁকানো স্ক্রীনের আইফোন দেখানো হয়েছে। কিছুদিন আগে গুজব ছড়ায় যে, অ্যাপল একটি বাঁকানো স্ক্রীনের আইফোন মডেল নিয়ে কাজ করছে ও তারা এই সঙ্ক্রান্ত পেটেন্টও রেজিস্টারও করেছে! ফোনটি দেখতে আইফোন ৫সির মতোই। তবে এর রয়েছে একটি অসাধারন ডিসপ্লে! দেখে নিন এই কল্পনাটিও!

বিদ্রঃ এই ভিডিওগুলো অ্যাপলের নয়। এগুলো ইউটিউবে থার্ড-পার্টি একাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

Via: TechieRevive

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *