একটি এন্ড্রয়েড এ্যাপ ডেভলপার কোম্পানি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (FTC) কাছে স্বীকার করেছে যে,তারা একটি ফ্রি ফ্ল্যাশ লাইটের এ্যাপ দিয়ে ব্যবহারকারীদের অবস্থান শেয়ার করেছে! এর নাম হচ্ছে ব্রাইটেস্ট ফ্ল্যাশ লাইট ফ্রি, যা গুগল প্লে স্টোরে ৫০ লাখ বার ডাউনলোড করা হয়েছে! এফটিসি বলছে যে, এ্যাপটি ব্যবহারকারীর অজান্তেই বিজ্ঞাপনদাতাদের কাছে তথ্য পাঠাচ্ছে। সবচেয়ে গুরত্বপূর্ণ খবর হচ্ছে, এই এ্যাপটি চালু করার সাথে সাথেই ব্যবহারকারীদের অবস্থান নিচ্ছে আর পরে ব্যবহারকারীদের অনুমতি নিচ্ছে! এফটিসি গোল্ডেনশোরস (এ্যাপ ডেভেলপার) এর প্রাইভিসি পলিসির সমালোচনা করেছে। সংস্থাটি বলছে এটিতে গোল্ডেনশোরস উল্লেখ করে নি যে, তারা ব্যবহারকারীদের অবস্থান নিচ্ছে। এফটিসি আরো বলেছে যে এটি একটি “অর্থহীন” এ্যাপ!
এফটিসির পরিচালক জেসিকা রিচ বলেছেন, “এই এ্যাপটি তাদেরকে আলো দেখানোর কথা বললেও, অন্ধকারে নিয়ে যাচ্ছে তাদের তথ্য ব্যবহার করে”
গোল্ডেনশোরস দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তিতে কোম্পানিটি এজন্য ক্ষমা চেয়েছে। তারা আরো বলেছে শীঘ্রই তারা নতুন একটি প্রাইভেসি পলিসি বানাবে, যেটিতে ব্যবহারকারীদের সব তথ্য জানানো হবে। তারা এই এ্যাপটির একটি আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান সংগ্রহের ফিচারটি ডিলিট করে দিবে। তাছাড়া তারা পূর্বে যেসব তথ্য নিয়েছে তা রিমুভ করার কথাও জানিয়েছে এফটিসিকে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।