ফেসবুক বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল মূলত আমেরিকার সকল শিক্ষার্থীদেরকে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসার জন্য। তবে ধীরে ধীরে ফেসবুককে সকলের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়। ফলে আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আমেরিকার যে কোন বিশ্ববিদ্যালয়ের .edu যুক্ত ইমেইলের প্রয়োজন হলেও এখন যে কোন ইমেইল থেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলা যায়।
ফেসবুক অ্যাকাউন্ট খুলতে অনেকেই ইমেইল ব্যবহার করে তার তথ্য ভুলে যান। ফলে অনেক সময়েই ইমেইল পরিবর্তনের দরকার হয়ে পরে। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ইমেইল পরিবর্তন জরুরি হয়ে যায়।
এসব কথা মাথায় রেখেই ফেসবুক ফোন নম্বরের মতো ইমেইল পরিবর্তনও অনেকটাই সহজ করেছে। এর ফলে নিজস্ব যে কোন ইমেইলেকে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেয়া যাবে। পরবর্তীতে যে কোন সমস্যায় এই ইমেইলের মাধ্যমেই ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা যাবে।
ফেসবুক অ্যাকাউন্টে ইমেইল সবসময় আপডেটেড রাখা অত্যন্ত জরুরি। সাধারনত যে ইমেইল নিয়মিত ব্যবহার করা হয় এমন ইমেইল ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করে রাখা ভালো। ইমেইলের মাধ্যমে ফেসবুক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারকারীকে জানায়। তাছাড়া অ্যাকাউন্ট লক হয়ে গেলে বা পাসওয়ার্ড রিসেট করতে চাইলেও ইমেইল খুবই গুরুত্বপূর্ণ।
আজকের পোস্টে আলোচনা করা হবে কীভাবে সহজে ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল পরিবর্তন করা যায়। পিসি বা স্মার্টফোন থেকে সহজেই ইমেইল পরিবর্তন করা যায়। এই পোস্টে দুটি স্থান থেকেই ইমেইল পরিবর্তনের বিস্তারিত নির্দেশনা পেয়ে যাবেন।
কম্পিউটারে ফেসবুক ইমেইল পরিবর্তন করার নিয়ম
কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে বেশ সহজে ফেসবুক ইমেইল পরিবর্তন করা যাবে। কম্পিউটার থেকে ফেসবুক ইমেইল পরিবর্তন করতেঃ
- কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং বর্তমান ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড প্রদান করে ফেসবুক একাউন্টে লগিন করুন
- ফেসবুকে প্রবেশের পর হোমপেজের ডানদিকে উপরের কোনায় নিজের ব্যবহৃত প্রোফাইল ছবি ছোট আকারে দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
- নতুন অপশনগুলো থেকে Settings & Privacy অপশনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।
- এবার আবারও নতুন কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings এ ক্লিক করুন।
- Contact এর পাশে আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন, এর পাশে থাকা Edit এ ক্লিক করুন
- + Add another email or mobile number এ ক্লিক করুন
- এরপর নতুন ইমেইল প্রদান করুন ও Next বাটনে ক্লিক করুন
- পাসওয়ার্ড প্রবেশ করুন।
- এরপর নতুন এড করা ইমেইলে যাওয়া কনফার্মেশন ইমেইল এর মাধ্যমে উক্ত ইমেইল একাউন্টে যুক্ত করুন
- আগের ইমেইলটিকে বাদ দিতে নতুন ইমেইল এড্রেসটিকে আপনার প্রাইমারি ইমেইলে পরিবর্তন করতে হবে
- এরপর নতুন যুক্ত করা ইমেইল এর পাশে Make Primary লেখায় ক্লিক করুন
- এরপর আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন
- এরপর আগের ইমেইলের পাশে থাকা Delete এ ক্লিক করুন
- এরপর উক্ত ইমেইল রিমুভ করতে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন
উল্লিখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্টে থাকা ইমেইল সফলভাবে পরিবর্তন করতে পারবেন।
মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করার নিয়ম
মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ব্যবহার করে কয়েক ধাপে ফেসবুক ইমেইল এড্রেস পরিবর্তন করা যাবে। মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করতেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও থ্রি-লাইন আইকনে ক্লিক করে মেন্যুতে প্রবেশ করুন
- নিচের দিকে স্ক্রল করে নতুন অপশনগুলো থেকে Settings & Privacy অপশনটি খুঁজে বের করে সেখানে ট্যাপ করুন।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- এবার আবারও নতুন কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings এ ট্যাপ করুন।
- Personal and Account Information এ ট্যাপ করুন
- Contact Info তে ট্যাপ করুন
- Add Email Address এ ট্যাপ করুন
- নতুন ইমেইল এড্রেস প্রদান করুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন ও Add email এ ট্যাপ করুন
- এরপর ইমেইলের মাধ্যমে আসা কোড প্রদান করে নতুন ইমেইল যুক্ত করার ব্যাপারটি কনফার্ম করুন
- এরপর আবার Contact Info তে ট্যাপ করুন ও নতুন ইমেইলটি সিলেক্ট করুন ও Make Primary তে ট্যাপ করুন
- এরপর Contact Info তে আবার প্রবেশ করে পুরাতন ইমেইল সিলেক্ট করে Remove সিলেক্ট করুন
- পাসওয়ার্ড প্রদান করুন ও Remove Email এ ট্যাপ করুন।
উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ইমেইল প্রাইমারি ইমেইল হিসেবে যুক্ত হয়ে যাবে ও পুরোনো ইমেইল এড্রেস ফেসবুক একাউন্ট থেকে মুছে যাবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।