ট্রুকলার অ্যাপ ব্যবহার করার নিয়ম

ট্রুকলার ব্যবহার করার নিয়ম

ট্রুকলার অ্যাপকে অনেকে সেরা কন্টাক্ট ম্যানেজার ও ডায়ালার অ্যাপ বলে থাকেন। অ্যাপটি এতোটাই ফিচারসমৃদ্ধ যে অধিকাংশ ফিচার ব্যবহার করাই হয়ে উঠেনা অনেক ব্যবহারকারীর। এই পোস্টে ট্রুকলার একাউন্ট খোলার নিয়ম ও ট্রুকলার অ্যাপ এর প্রয়োজনীয় কিছু ফিচারসমূহ সম্পর্কে বিস্তারিত জানবেন।

ট্রুকলার কি?

ট্রুকলার হলো একটি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ, যা ফোনে আসা কল কে করছে তা জানায়। ধূর্ত টেলিমার্কেটার, স্পাম কল বা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ট্রুকলার বেশ কাজে আসতে পারে।

ট্রু কলার ব্যবহারকারী ও বিভিন্ন প্রোভাইডারদের কাছ থেকে কনটাক্ট ইনফরমেশন সংগ্রহ করে সেগুলোর তথ্য ব্যবহার করে স্পাম ও নিরাপদ কলসমূহকে আলাদা করতে পারে। স্পাম কল এর পাশাপাশি অপরিচিত কলার এর পরিচয় জানতেও ট্রুকলার বেশ কাজের একটি অ্যাপ।

ট্রুকলার মূলত সকল ব্যবহারকারীর ফোনবুকে থাকা ফোনবুকের সাহায্যে নাম্বার আইডেন্টিফাই করে। অনেকের চোখে এটি একটি প্রাইভেসি ইস্যু। তবে অপরিচিত কলার এর পরিচয় জানতে ট্রুকলার এর বিকল্প মেলা ভার।

ট্রুকলার অ্যাপ কি ফ্রি?

ট্রুকলার অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করা যাবে বিনামূল্যে। তবে প্রিমিয়াম কিছু ফিচার ব্যবহার করতে ও বিজ্ঞাপন বন্ধ করতে পেইড প্ল্যান কিনতে হবে।

ট্রুকলার একাউন্ট তৈরির নিয়ম

ট্রুকলার অ্যাপ ব্যবহার করতে হলে আগে ট্রু কলার একাউন্ট তৈরি করতে হয়। ট্রুকলার একাউন্ট তৈরি করতেঃ

  • ট্রুকলার ডাউনলোড করুনঃ অ্যান্ড্রয়েড | আইওএস
  • ট্রুকলার অ্যাপ ইন্সটল করে ওপেন করুন
  • দেশ সিলেক্ট করুন ও ফোন নাম্বার প্রদান করুন, Continue চাপুন
  • নাম, ইমেইল ও এড্রেস প্রদান করুন, Continue চাপুন
  • স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রসেস সম্পন্ন করুন
  • এছাড়াও গুগল বা ফেসবুক ব্যবহার করেও একাউন্ট তৈরির অপশন ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন

ট্রুকলার অ্যাপ এর সেরা ফিচারসমূহ

একাউন্ট তৈরি করার পর ট্রুকলার অ্যাপ ব্যবহার করতে পারবেন। অ্যাপটিতে অসংখ্য ফিচার থাকলেও আমার কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানবো যেগুলো দৈনন্দিন জীবনে কাজে আসবে।

👉 ট্রুকলার কীভাবে কাজ করে জানুন

ফোন কল রেকর্ড করা

ট্রুকলার অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ইউজারগণ ইনকামিং ও আউটগোয়িং কল রেকর্ড করতে পারবে। ট্রুকলার অ্যাপ যদি ডিফল্ট ফোন ও কন্টাক্ট অ্যাপ হিসেবে সেট করা থাকে, তাহলে এই ফিচারটি সুন্দরভাবে কাজ করে।

সকল কল অটোমেটিক রেকর্ড করা যাবে, আবার চাইলে ম্যানুয়ালি যেকোনো কল রেকর্ড করা যাবে। এছাড়াও ট্রুকলার অ্যাপে ব্যাকাপ নিয়ে রাখলে সেক্ষেত্রে কল রেকর্ডিং ও সেভ হয়ে থাকে ব্যাকাপে।

ম্যানুয়ালি রেকর্ড করা অনেক সহজ। কল এর সময় শুধুমাত্র কল রেকর্ড করার ফিচারটিতে ট্যাপ করলে হবে। কল পিক করার আগে ও কলে থাকা অবস্থাতে কল রেকর্ড করা যাবে।

ট্রুকলার অ্যাপের অটো কল রেকর্ডিং ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে। ফিচারটি চালু করতেঃ

  • সাইড মেন্যু থেকে Call Recordings সিলেক্ট করুন
  • Settings এ প্রবেশ করুন
  • Auto Record ফিচারটি চালু করে দিন

এছাড়া সাইড মেন্যু থেকে Call Recordings এ প্রবেশ করে রেকর্ড হওয়া কলসমূহ শোনা বা ডিলিট করা যাবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কন্টাক্ট ও কল লিস্ট ব্যাকাপ নেওয়া

ফোনের সকল ডাটা ব্যাকাপ নেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। ট্রুকলার অ্যাপে রয়েছে কনটাক্ট, কল হিস্টোরি, ব্লক লিস্ট, কল লগ, সেটিংস, ইত্যাদি ব্যাকাপ নেওয়ার সুযোগ। এই ব্যাকাপ গুগল ড্রাইভ একাউন্টে সেভ হয়ে থাকে।

ট্রুকলার অ্যাপের ব্যাকাপ চালু করতেঃ

  • অ্যাপে প্রবেশ করুন ও বামদিকের টপে থাকা মেন্যুতে ট্যাপ করুন
  • Settings সিলেক্ট করুন ও তারপর Backup এ ট্যাপ করুন
  • Enable Backup সিলেক্ট করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে গুগল একাউন্টে ব্যাকাপ নিন

নতুন ফোনে ট্রুকলার ব্যাকাপ রিস্টোর করতেঃ

  • ট্রুকলার অ্যাপ এর মেন্যু থেকে Settings এ ট্যাপ করুন
  • Backup সিলেক্ট করুন ও পূর্বে লগিন করা গুগল একাউন্ট দিয়ে লগিন করুন
  • স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসারে ব্যাকাপ রিস্টোর করুন

👉 এন্ড্রয়েড ফোন ব্যাকআপ নেয়ার উপায়

ক্যামেরা ব্যবহার করে নাম্বার লুক-আপ করা

ট্রুকলার অ্যাপের একটি মজার ফিচার হলো অ্যাপ ব্যবহার করে ক্যামেরা দিয়ে নাম্বার স্ক্যান করার সুবিধা। যখন কোনো কাগজে বা রাস্তায় কোনো পোস্টারে নাম্বার দেখতে পাবেন, ট্রুকলার অ্যাপের এই ফিচারটি ব্যবহার করে উক্ত নাম্বার স্ক্যান করতে পারবেন।

এই ফিচারটি ব্যবহার করা বেশ সহজ। অ্যাপে প্রবেশ করে সার্চ বার এর শেষে থাকা কিউআর স্ক্যান চিন্হে ট্যাপ করলে ক্যামেরা ওপেন হবে। কোনো নাম্বারের দিকে ক্যামেরা তাক করলে উক্ত নাম্বারের তথ্য দেখতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করে নাম্বার টাইপ করার ঝামেলা এড়ানো যায়।

ট্রুকলার সিম্বলসমূহ

ট্রুকলারের সবচেয়ে সাধারণ কিন্তু কার্যকরী ফিচার হলো প্রতি কলের সাথে প্রদর্শিত সিম্বলসমূহ। এই সিম্বলসমূহ দ্বারা ফোনের অপর পাশে থাকা ব্যাক্তির স্ট্যাটাস জানা যাবে।

উদাহরণস্বরুপ  কোনো কনটাক্টে গ্রিন অর্থাৎ সবুজ ডট থাকলে উক্ত ব্যাক্তিতে কল করা যাবে। লাল ডট দেখালে বুঝতে হবে উক্ত ব্যাক্তি ইতিমধ্যে একটি কলে আছেন।

কলের কারণ জানানো

কিছু মানুষ অপরিচিত নাম্বার থেকে আসা কল মোটেই রিসিভ করেন না। এমনকি ট্রুকলারে নাম প্রদর্শন করার পরও অনেকে কল এড়িয়ে চলেন। এমন অবস্থায় “Caller Reason” অর্থাৎ যিনি কল করছেন তার কল করার কারণ সেট করার ফিচার রয়েছে ট্রুকলার অ্যাপে।

কলের কারণ সেট করলে যাকে কল করা হচ্ছে তিনি কলের কারণ জানবেন ও কল তুলতে আগ্রহী হতে পারেন। Call Reason ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসসমূহে ব্যবহার করা যাবে। ফিচারটি চালু করতেঃ

  • অ্যাপে প্রবেশ করে মেন্যু থেকে Settings সিলেক্ট করুন
  • এরপর General অপশনে প্রবেশ করে Call Reason এ ট্যাপ করুন
  • এরপর সুবিধামত সকল কল বা নির্দিষ্ট কনটাক্টের জন্য Call Reason সেট করুন

👉 হোয়াটসঅ্যাপে গোপনীয় মেসেজ অটো-ডিলিট করার উপায়

কল এলার্ট

কল এসে রিং পড়ার আগেই ইনকামিং কল সম্পর্কে ট্রুকলার অ্যাপ জানিয়ে দেয়। যার ফলে কোনো কল হঠাৎ বেজে উঠার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এই ফিচারটি ব্যবহার করতে নোটিফিকেশন পারমিশন চালু রাখতে হয়।  আবার ফোনের সেটিংসে প্রবেশ করে নোটিফিকেশন বন্ধ করে দিলে ফিচারটি বন্ধ হয়ে যাবে।

কারো প্রোফাইল ট্রুকলারে সার্চ করলে সে কি জানতে পারবে?

ট্রুকলার পেইড সাবস্ক্রাইবারগণ তাদের প্রোফাইল যদি অ্যাপে কেউ সার্চ করে তবে একটি নোটিফিকেশন পাবেন।

ট্রুকলার থেকে নিজের নাম্বার মুছার উপায়

ট্রুকলার এর ডাটাবেজ থেকে নিজের নামসহ নাম্বার মুছে ফেলা সম্ভব। নিজের নাম্বার ট্রুকলার থেকে মুছে ফেলতে বা আনলিস্ট করতে প্রথমে নিজের ট্রুকলার অ্যাকাউন্ট (যদি থাকে) ডিঅ্যাক্টিভ করতে হবে ও তারপর অ্যাপ আনইন্সটল করে ট্রুকলার ওয়েবসাইটের আনলিস্টিং পেজ থেকে নিজের নাম্বার আনলিস্ট করতে হবে।

👉 অ্যান্ড্রয়েড ডেভলপার অপশনে লুকানো ফিচারগুলো জেনে নিন

👉 হোয়াটসঅ্যাপের কিছু উপকারী ফিচার যা আপনার কাজে লাগবে

ট্রুকলার থেকে নাম্বার আনলিস্ট করতে প্রথমে ট্রুকলার একাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হবে। ট্রুকলার একাউন্ট ডিঅ্যাক্টিভ করতেঃ

  • অ্যাপের মেন্যু থেকে Settings এ প্রবেশ করুন
  • Privacy Center সিলেক্ট করুন
  • এরপর Deactivate এ ট্যাপ করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে একাউন্ট ডিঅ্যাক্টিভ করুন

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পর ট্রুকলার অ্যাপ আনইন্সটল করে দিন। এরপর ট্রুকলার অ্যাপ থেকে নিজের নাম্বার মুছতে বা আনলিস্ট করতেঃ

  • ট্রুকলার আনলিস্টিং পেজে প্রবেশ করুন
  • দেশ ও ফোন নাম্বার টাইপ করুন
  • এরপর Unlist বাটনে ট্যাপ করুন
  • এরপর আনলিস্টিং প্রক্রিয়া নিশ্চিত করতে আবার Unlist এ ট্যাপ করুন

পরবর্তী ২৪ঘন্টার মধ্যে আপনার ফোন নাম্বার ট্রুকলার এর ডাটাবেস থেকে মুছে যাবে।

👉 ট্রুকলার অ্যাপের নতুন ফিচারগুলো জেনে নিন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *