ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম

এই আধুনিক সময় এসে প্রায় সকলেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি। ফেসবুক অ্যাকাউন্ট এখন ডিজিটাল দুনিয়ায় একটি পরিচয়ের মতো হয়ে গিয়েছে। ফলে বন্ধু, আত্মীয় বা কাজের ক্ষেত্রেও ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই অনেকে যোগাযোগ রক্ষা করছেন।

আর ফেসবুক অ্যাকাউন্টে কাউকে সহজে চিনে নেয়ার সবথেকে বড় উপায় হচ্ছে নাম। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলবার সময় না বুঝেই বিভিন্ন নাম ব্যবহার করে ফেলি যা দ্বারা আমাদেরকে আমাদের পরিচিত মানুষ চেনেন না। ফলে ফেসবুকে নাম পরিবর্তন করা অনেক সময়েই জরুরি হয়ে পরে। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে ফেসবুক নাম পরিবর্তন করার জন্য সহজ উপায় রেখেছে।

ফেসবুকে নাম পরিবর্তন করতে চাইলে যে কোন মাধ্যমে থেকেই করা যেতে পারে। ফেসবুক ওয়েব বা অ্যাপ থেকে খুব সহজেই চাইলে নিজের ডিসপ্লে নাম ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে ফেসবুকের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা মেনেই নাম পরিবর্তন করতে হয়।

ফেসবুকে বারবার নাম পরিবর্তন করা ঠিক নয়। ফেসবুক আপনাকে ৬০ দিনে একবার নাম পরিবর্তন করার সুযোগ দেবে। নাম পরিবর্তনের ক্ষেত্রে সবাই চিনবে এমন নামই ব্যবহার করা উচিত। এছাড়া আইডি কার্ডে আছে এমন নাম ব্যবহার করাই ভালো।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে হয়। এই পোস্টে জানবেনঃ

  • ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন পলিসি কি
  • ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
    • কম্পিউটারে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
    • মোবাইলে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
  • ফেসবুক একাউন্টে নিকনেম ব্যবহারের নিয়ম

ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন পলিসি কি?

ফেসবুকে আপনার লিগ্যাল বা অফিসিয়াল নাম ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তবে কি ধরনের নাম ব্যবহার করতে পারবেন না, তা নিয়ে ফেসবুকের বেধে দেওয়া কিছু নিয়ম রয়েছে।

ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নাম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে ফেসবুক কতৃপক্ষ। ফেসবুক একাউন্টের নাম যে ধরনের বিষয়সমুহ ব্যবহার করা যাবেনাঃ

  • চিহ্ন, সংখ্যা, নন-স্ট্যান্ডার্ড ক্যাপিটালাইজেশন, পুনরাবৃত্তি করা অক্ষর, বা বিরাম চিহ্ন (যেমনঃ R4him, Sak1b, Sad!a)
  • একাধিক ভাষার অক্ষর
  • যেকোনো ধরনের ধর্মীয় বা প্রফেশনাল টাইটেল (Dr, Mrs, Lord, Enginner)
  • নামের পরিবর্তে শব্দ বা বাক্যাংশ
  • ফেসবুক কমিনিউটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন শব্দ বা বাক্যাংশ
  • ব্যাক্তির বদলে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে এমন শব্দ বা বাক্যাংশ

মনে রাখবেন, ফেসবুক প্রোফাইল হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য। অর্থাৎ আপনার বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ রাখতে ফেসবুক প্রোফাইল ব্যবহার করুন। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ফেসবুক একাউন্ট নয়, বরং ফেসবুক পেজ ব্যবহার করুন। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কমিনিউটি তৈরি করতে চাইলে ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারেন।

উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয়পত্র বা সরকার কতৃক অনুমোদিত নাম ফেসবুক একাউন্টের নাম হিসেবে ব্যবহার করা শ্রেয়। এক্ষেত্রে আপনার ফেসবুক একাউন্ট ব্লক বা লক হয়ে গেলে ভেরিফিকেশন মেথড হিসেবে এনআইডি কার্ড, পাসপোর্ট, ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম

মোবাইল অ্যাপ কিংবা ডেস্কটপ ব্রাউজার ব্যবহার করে প্রতি ৬০দিনে একবার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কম্পিউটারে ব্রাউজার ও মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে হয়।

কম্পিউটারে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন

কম্পিউটার থেকে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতেঃ

  • ফেসবুকে প্রবেশ করুন, লগিন করা না থাকলে লগিন করুন
  • ফেসবুকে প্রবেশের পর হোমপেজের ডানদিকে উপরের কোনায় নিজের ব্যবহৃত প্রোফাইল ছবি ছোট আকারে দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
Click Profile Pic
  • নতুন অপশনগুলো থেকে Settings & Privacy অপশনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।
Settings and Privacy
  • এবার আবারও নতুন কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings এ ক্লিক করুন।
Settings
  • Name এর পাশে থাকা Edit এ ক্লিক করুন
Name Edit
  • ফেসবুক একাউন্টের নতুন নাম লিখুন ও প্রদত্ত নাম ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন
  • নাম চেঞ্জ করতে Review Changes এ ক্লিক করুন

উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুকে একাউন্টের নাম পরিবর্তন হয়ে যাবে। তবে আপনি যদি উল্লেখিত উপায়ে নাম পরিবর্তনে ব্যার্থ হোন, তবে এই ফর্মটি পূরণ করে নাম পরিবর্তনের আবেদন করতে পারেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মোবাইলে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন

ফেসবুক এর অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ ব্যবহার করে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যাবে। এছাড়াও ব্রাউজার ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। মোবাইল থেকে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • অ্যান্ড্রয়েডের টপে ও আইওএস এর বোটমে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
Android Hamburger Menu
  • নিচের দিকে স্ক্রল করে নতুন অপশনগুলো থেকে Settings & Privacy অপশনটি খুঁজে বের করে সেখানে ট্যাপ করুন।
Android Settings and Privacy
  • এবার আবারও নতুন কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings এ ট্যাপ করুন।
Android Settings
  • Personal and Account Information এ ট্যাপ করুন
Android Personal and account information
  • Name এ ট্যাপ করুন
Android Name
  • নতুন নাম প্রদান করুন ও ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন
  • এরপর Review Changes এ ট্যাপ করে নাম পরিবর্তন সেভ করুন
  • প্রয়োজন হলে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save Changes এ ট্যাপ করুন।

👉 ফেসবুক ইমেইল পরিবর্তন করার উপায়

ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম

ফেসবুক একাউন্টে নিকনেম ব্যবহারের নিয়ম

ফেসবুক একাউন্টের নামের পাশে ব্র‍্যাকেটে নিকনেম প্রদর্শন করা হয়। নিকনেম এড করা বেশ সহজ। ফেসবুক নিকনেম এড করতেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • অ্যান্ড্রয়েডের টপে ও আইওএস এর বোটমে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
Android Hamburger Menu
  • নিচের দিকে স্ক্রল করে নতুন অপশনগুলো থেকে Settings & Privacy অপশনটি খুঁজে বের করে সেখানে ট্যাপ করুন।
Android Settings and Privacy
  • এবার আবারও নতুন কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings এ ট্যাপ করুন।
Android Settings
  • Personal and Account Information এ ট্যাপ করুন
Android Personal and account information
  • Name এ ট্যাপ করুন
Android Name
  • Add a nickname, a birthname… এ ট্যাপ করুন
Android Add Nickname
  • এরপর একটি নিকনেম যুক্ত Save এ ট্যাপ করুন
Android Save Nickname
  • নিকনেম প্রোফাইলে নামের পাশে প্রদর্শন করতে Show at top of profile অপশনটি চালু করে দিন।

মনে রাখবেন বার বার নাম পরিবর্তন করতে চাইলে ফেসবুক সেটা অনুমোদন নাও দিতে পারে। তাই প্রতি ২ মাস পর পর নাম পরিবর্তন করার চেষ্টা করলে সফল নাও হতে পারেন। এজন্য আপনার ফেসবুক নামে ভুল থাকলে তা সতর্কভাবে সংশোধন করে নিন যাতে বার বার পরিবর্তনের অনুরোধ রাখতে না হয়।

আপনি কি ফেসবুকে আপনার আসল নাম ব্যবহার করেন? ফেসবুকে নাম সম্পর্কিত নীতিমালা নিয়ে আপনার মতামত জানান কমেন্টে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *