অ্যাপলের তৈরি স্মার্টফোনের পরবর্তী ভার্সনে অর্থাৎ আইফোন ৭’এ কোনো হেডফোন জ্যাক না থাকার সম্ভাবনা আছে। আলাদা 3.5mm হেডফোন জ্যাক না দিয়ে বরং আইফোনের লাইটনিং পোর্টের মধ্যেই হেডফোনের জন্য অডিও চ্যানেলের ব্যবস্থা করতে পারে অ্যাপল।
এটি ঘটলে আইফোনে হেডফোন ব্যবহার করার জন্য লাইটনিং পোর্টের মধ্যেই (যে পোর্টে চার্জার যুক্ত করা হয়) হেডফোন জ্যাক সংযুক্ত করতে হবে। এর ফলে আইফোনের পুরুত্ব আরও ১ মিলিমিটারের বেশি কমিয়ে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে ৩.৫মিমি সাধারণ হেডফোন ব্যবহার করতে চাইলে আলাদা কনভার্টারের সাহায্যে সেগুলো আইফোনে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। অথবা ব্লুটুথ হেডফোন চালাতে পারবেন। অবশ্য ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক না থাকার ধারণা এটাই প্রথম না। এর আগেও বিভিন্ন ফোনে চার্জিং পোর্ট ও ডেটা পোর্টে অডিও চ্যানেল দেয়া হয়েছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।