ডেস্কটপ পিসি’র দিন শেষ – টিম কুক

অ্যাপল সিইও টিম কুক সম্প্রতি দ্যা টেলিগ্রাফের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে, ডেস্কটপ ও নোটবুক কম্পিউটারের দিন ফুরিয়ে এসেছে। এখন আপনার আর পিসি (PC) কেনার দরকার নেই, বরং অ্যাপলের আইপ্যাড প্রো দিয়েই কম্পিউটারের কাজ চালাতে পারবেন- এমনটিই মনে করেন টিম কুক।

১২.৯ ইঞ্চি স্ক্রিনের আইপ্যাড প্রো বাজারে আসার ঠিক আগমুহুর্তে ডিভাইসটি সম্পর্কে এমন কথা বললেন মিঃ কুক।

আপনার জানা থাকার কথা, পিসি বা পারসোনাল কম্পিউটার (PC) বলতে অনেকে আনঅফিসিয়ালি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারকেও বুঝিয়ে থাকেন। টিম কুক কি তবে উইন্ডোজের দিকেও আঙুল তুললেন?

তিনি বলেন, “আপনি যদি একটি পিসি কিনতে চান, আমি মনে করি, আপনি এখনও কেনো পিসি কিনতে যাবেন? না, আসলেই আপনি কেনো একটি পিসি কিনবেন?”

টিম কুক আরও বলেন, অনেকের জন্যই আইপ্যাড প্রো হচ্ছে তাদের ডেস্কটপ বা নোটবুকের বিকল্প। তাদের ফোন এবং আইপ্যাড প্রো ছাড়া আর কোনো কিছু (পড়ুন ডেস্কটপ পিসি) দরকার নেই।

যদিও অ্যাপল নিজেই ডেস্কটপ কম্পিউটার (আইম্যাক)ল্যাপটপ (ম্যাকবুক) তৈরি করে। আর এখন কোম্পানিটির প্রধান নির্বাহী বলছেন পিসি (ডেস্কটপ ঘরানার) এর দিন শেষ।

আপনারও কি তাই মনে হয়?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *