গুগল ম্যাপস এর এন্ড্রয়েড অ্যাপে এলো অফলাইন নেভিগেশন ফিচার, ফলে এখন থেকে আপনি আগে থেকেই যেকোনো স্থানের ম্যাপ ডাউনলোড করে রেখে পরবর্তীতে ইন্টারনেট ছাড়াই ব্রাউজ ও সার্চ করতে পারবেন। এর আগেও গুগল ম্যাপের অংশবিশেষ ডাউনলোড করা যেত, তবে তাতে টার্ন-বাই-টার্ন গাইডেন্স সুবিধা ছিলনা।
অবশ্য, অফলাইন ম্যাপে আপনি লাইভ ট্রাফিক সম্পর্কিত তথ্য জানতে পারবেন না। তবুও হঠাত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা ব্যাটারির চার্জ বাঁচাতে ডেটা বন্ধ রেখে ম্যাপ ব্যবহার করার এই নতুন পদ্ধতিটি ভালোই হবে।
ডাউনলোডকৃত গুগল ম্যাপে বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর, অফিস সময় প্রভৃতি তথ্যও জানা যাবে।
এক ব্লগ পোস্টে এই ফিচারটি নিশ্চিত করেছে গুগল। আইওএস ডিভাইসের জন্য অফলাইন গুগল ম্যাপস ফিচার কবে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি কোম্পানিটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।