নগদ অ্যাপে গেম খেলে ১০ হাজার টাকা বোনাস জেতার সুযোগ

নগদ ফুটবল স্টার গেম খেলে প্রতি সপ্তাহে টপ ১০০ স্কোরার পেয়ে যাবেন ১০০টাকা বোনাস। আবার প্রতি সপ্তাহে একজন টপ স্কোরার পেয়ে যাবেন ১০০০০টাকা বোনাস। তো আর দেরি কিসের? চলুন জেনে নেওয়া নগদ ফুটবল স্টার গেম সম্পর্কে বিস্তারিত।

নগদ ফুটবল স্টার খেলার নিয়ম

  • নগদ অ্যাপে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে ফুটবল স্টার আইকনে ট্যাপ করুন
  • আপনার নগদ নাম্বার প্রদান করে এগিয়ে যান
  • “আমি রোবট নই” ক্যাপচা সম্পন্ন করুন
  • এরপর গেমের মেইন ইন্টারফেসে প্রবেশ করবেন

গেমের মেইন ইন্টারফেসে কুইজ, প্রেডিক্ট এন্ড উইন এবং নগদ ট্রিভিয়া, এই তিনটি অপশন দেখতে পাবেন। গেমের পাশে থাকা “খেলুন” অপশনে ট্যাপ করে আপনার পছন্দের গেম খেলতে পারেন। উল্লেখ্য যে এখানে কুইজ খেলার সময় ২২ সেকেন্ড। এই গেম চলবে নভেম্বর ২০ থেকে ডিসেম্বর ১৮, ২০২২ পর্যন্ত।

নগদ ফুটবল স্টার কুইজের রয়েছে বেশ কিছু শর্ত যা আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন।

  • নগদ গ্রাহকগণ অ্যাপের মাধ্যমে ইন-অ্যাপ ফুটবল স্টার গেমে অংশগ্রহণ করতে পারবেন
  • টপ স্কোরার ১০০জন প্রতিদিন ১০০টাকা করে বোনাস পাবেন
  • গেমে অংশগ্রহণ করার মাধ্যমে অংশগ্রহণকারীর প্রদত্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে নগদ
  • প্রতি সেশনে ৫টি প্রশ্ন থাকবে
  • রাত ১২টায় অংশগ্রহণকারীর প্রোফাইলে সেরা কুইজের স্কোর দেখানো হবে
  • পরেরদিন কোনো ম্যাচ না থাকলে প্রেডিকশন গেম খেলা যাবেনা
  • নগদ সম্পর্কিত কুইজ খেলা যাবে নগদ ট্রিভিয়া এর মাধ্যমে, প্রতিযোগী এই গেম যতবার ইচ্ছা খেলতে পারবেন
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একবারই একজন টপ স্কোরার এক সপ্তাহে ১০০০০টাকা টাকা বোনাস পাবেন
  • দ্বিতীয় বেস্ট স্কোরার হবেন সর্বনিম্ন সময়ের উপর নির্ভর করে
  • কোনো ধরনের অসদুপায় এর মাধ্যমে বিজয়ী হলে উক্ত অংশগ্রহণকারীকে পুরস্কার দেওয়া হবেনা

রয়েছে আরও বেশ কিছু শর্ত।

👉 বিকাশ বিশ্বকাপ কুইজে ৫০টাকা বোনাস জিতুন

নগদ অ্যাপে গেম খেলে ১০ হাজার টাকা বোনাস জেতার সুযোগ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • বিজয়ী একাউন্ট মেগা গিফট পেতে হলে অবশ্যই নগদ একটিভ ও ফুল একাউন্ট হতে হবে
  • একাউন্টের তথ্য জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই করা হবে
  • ক্যাম্পেইন চলবে নভেম্বর ২০ থেকে ডিসেম্বর ১৮ পর্যন্ত।
  • উল্লেখিত ক্যাম্পেইনের যেকোনো শর্ত পরিবর্তন বা সংশোধন এর সম্পূর্ণ ক্ষমতা রাখে নগদ
  • ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ কতৃক গৃহিত হবে ও সেটিই চুড়ান্ত বলে ধরে নেওয়া হবে
  • ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো বিষয় জানতে বা জানাতে ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ এই নাম্বারে কল করুন
  • উল্লেখিত গেমটি স্বাধীন কুইজ দ্বারা তৈরী ও নগদ দ্বারা পরিচালিত, এখানে নগদ শুধুমাত্র স্পন্সর ও প্রোমোটার হিসেবে কাজ করছে

এছাড়া সবসময় কিছু সাবধানতা অবলম্বন এর পরামর্শ দিয়ে থাকে নগদ, যথাঃ

  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি কখনো গ্রাহকের পিন বা ওটিপি নাম্বার চাইবেনা
  • নগদ শুধুমাত্র ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নাম্বার এর মাধ্যমে গ্রাহকের সাথে যেকোনো জরুরি বিষয়ে যোগাযোগ করে
  • কোনো ধরনের সমস্যার শিকার হলে ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ এই নাম্বারে কল করে নগদ কতৃপক্ষকে জানান

আপনি কি এই গেমটি খেলেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান!

👉 বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায় ২০২২

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *