হোয়াটসঅ্যাপ পোল তৈরী করার নিয়ম

অবশেষে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পোল ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীগণ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এর পাশাপাশি পার্সোনাল চ্যাটেও পোল বা ভোট তৈরী করতে পারবেন। হোয়াটসঅ্যাপ Poll ফিচারটি বর্তমানে শুধুমাত্র মোবাইল অ্যাপে ব্যবহার করা যাবে, হোয়াটসঅ্যাপ এর ওয়েব ভার্সনে এই ফিচারটি শীঘ্রই আসবে।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ পোল ফিচার ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোনে অন্যদের মতামত গ্রহণ তৈরি করবেন।

হোয়াটসঅ্যাপ পোল তৈরী করার নিয়ম

হোয়াটসঅ্যাপ পোল অনেক পরিস্থিতিতে কাজে আসতে পারে। যেমনঃ কোথাও যাওয়ার জন্য স্থান ঠিক করার ক্ষেত্রে বন্ধুদের গ্রুপ পোল তৈরি করতে পারেন। আবার পরিবারিক কোনো প্রোগ্রামে কোনো বিষয়ে সবার মতামত নিতে পোল তৈরি করা যেতে পারে। মোট কথায় হোয়াটসঅ্যাপ পোল অনেক কাজে আসতে পারে।

এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে পোল তৈরী করবেন।

  • অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত ফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
  • এবার যে চ্যাট বা গ্রুপে পোল তৈরি করতে চান উক্ত চ্যাট বা গ্রুপে প্রবেশ করুন
  • নিচে ক্যামেরা বাটনের পাশে থাকা এটাচমেন্ট (🧷) আইকনে ট্যাপ করুন
  • এবার Poll আইকন সিলেক্ট করুন
  • Create Poll উইন্ডো থেকে পোল এর প্রশ্ন ও অপশন লিখুন। সর্বোচ্চ ১২টি অপশন দেওয়া যাবে
  • এছাড়া পোল এর ডানদিকে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করে অপশন এর অর্ডার পরিবর্তন করা যাবে
  • প্রশ্ন ও অপশন এড করা হয়ে গেলে সবুজ Send বাটনে ট্যাপ করুন
  • ব্যাস! এভাবে বেশ সহজে হোয়াটসঅ্যাপ পোল তৈরী করতে পারবেন

👉 একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ একাউন্টে লগিন করার সুবিধা

হোয়াটসঅ্যাপ পোল তৈরী করার নিয়ম

প্রতিটি পোলে সর্বোচ্চ ১২টি অপশন প্রদানের সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ পোলে। এই ফিচারের মাধ্যমে পোল তৈরী করে অন্যদের মতামত নেওয়া যায় বেশ সহজে। পোল এ থাকা যেকোনো অপশন সিলেক্ট করা যাবে। এছাড়া একাধিক অপশন সিলেক্ট করা সুবিধাও রয়েছে।

যখন নতুন কেউ ভোট করবে তখন পোল আপডেট হয়ে যাবে অটোমেটিক। ব্যবহারকারীগণ views votes অপশনে ট্যাপ করে পোল সম্পর্কিত তথ্য দেখতে পাবেন। View Votes অপশনে ট্যাপ করে কে কোন অপশনে ভোট করেছে তা দেখতে পাবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *