নগদ টি২০ কুইজ খেলে ১০০টাকা বোনাস জেতার সুযোগ

টি২০ ক্রিকেট কুইজ খেলে সর্বোচ্চ স্কোরার প্রথম ১০০জন নগদ গ্রাহক জিতে নিতে পারবেন প্রতিদিন ১০০টাকা বোনাস। এই পোস্টে নগদ টি২০ কুইজ খেলে ১০০টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানবেন। 

নগদ টি২০ কুইজ ক্যাম্পেইন

সকল নগদ গ্রাহক নগদ অ্যাপ থেকে টি২০ কুইজে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ১০০জন টপ স্কোরার ১০০টাকা বোনাস পেয়ে যাবেন এই কুইজে অংশগ্রহণ করে। এখানে স্কোরকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সহজ ১ রান, সাধারণ ২ রান ও কঠিন ৪ রান হিসেবে ধরা হবে।

  • কুইজ খেলার সময় ২০সেকেন্ড
  • ১০টি সহজ, ৫টি সাধারণ ও ৫টি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মোট ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, ভুল উত্তর প্রদানে খেলা শেষ হয়ে যাবে
  • তিন ধাপে কুইজের প্রশ্নগুলো আসবে
  • সহজ প্রশ্নের উত্তরে ১রান, সাধারণ প্রশ্নের উত্তরে ২রান, এবং কঠিন প্রশ্নের উত্তরে ৪রান
  • লিডারবোর্ড থেকে সেরা স্কোরার দেখতে পাবেন  

উল্লেখ্য যে নগদ টি২০ কুইজে অংশগ্রহণ করলে সকল অংশগ্রহণকারীকে কিছু শর্তে সম্মত হতে হবে। সেসব শর্ত ও নিয়মসমূহ আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন। যথাযথ নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে জয়ী হওয়ার সুযোগ থাকবে।

  • গ্রাহক প্রদত্ত সকল তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে নগদ
  • একজন প্রতিযোগী সর্বোচ্চ ২০সেকেন্ড সময় পাবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
  • প্রত্যেকটি প্রশ্ন একের পর এক আসবে, অর্থাৎ উত্তর একের পর এক দিয়েই যেতে হবে
  • একটি প্রশ্ন বাদ দিয়ে পরবর্তী প্রশ্নে এগিয়ে যাওয়া যাবেনা
  • কোনো প্রশ্নের উত্তর ভুল দিলে খেলা সেখানেই শেষ হয়ে যাবে
  • খেলা শেষে স্কোর দেখতে পাবেন
  • কোনো প্রশ্ন বাদ দিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই
  • প্রতিদিন সর্বোচ্চ স্কোরার ১০০জন পাবেন ১০০টাকা বোনাস
  • বোনাস পেতে অবশ্যই বিজয়ীর একাউন্ট একটিভ ও ফুল প্রোফাইল হতে হবে

রয়েছে আরও বেশ কিছু নিয়ম।

👉 বিকাশ নাকি উপায় – কোনটি সেরা?

  • একজন প্রতিযোগী যতবার ইচ্ছা কুইজ খেলতে পারবেন
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে শুধুমাত্র একবার গেম জিতে ১০০টাকা বোনাস পাওয়া যাবে
  • একজন বিজয়ী ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ একবার ১০০টাকা বোনাস জিতে নিতে পারবেন
  • কোনো অংশগ্রহণকারী কোনো জালিয়াতি বা অসদুপায়ের মাধ্যমে বিজয়ী হলে তাকে অযোগ্য বলে ঘোষণা করতে পারে নগদ
  • ক্যাম্পেইন চলনে ২১শে অক্টোবর থেকে শুরু হয়ে ১২ই নভেম্বর পর্যন্ত 
  • নগদ এর নীতি ও ক্যাম্পেইনের শর্তাবলী অনুসরণ করে বিজয়ী নির্বাচন করা হবে
  • নগদ যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো ধরনের শর্ত বা নিয়ম পরিবর্তন / পরিবর্ধন এর অধিকার সংরক্ষণ করে
  • ক্যাম্পেইনে নগদ কতৃক গৃহিত সকল সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে

সকল নগদ গ্রাহক “T-20 Quiz” গেমে অংশগ্রহণ করতে পারবে “শুরু করুন” বাটনে ক্লিক করে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘শুরু করুন’ অপশনে ট্যাপ করার পর ফোন নাম্বার ও ক্যাপচা পূরণ করে “শুরু করুন” এ ক্লিক করে খেলা শুরু করুন। প্রতিদিন ১০০জন টপ স্কোরার এই গেম খেলে পেয়ে যাবেন ১০০টাকা বোনাস।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ টি২০ কুইজ খেলে ১০০টাকা বোনাস জেতার সুযোগ

এইতো গেলো নগদ টি২০ কুইজ এর নিয়মাবলী। এছাড়া নগদ ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন এর পরামর্শ দিয়ে থাকে। যেমনঃ

  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি গ্রাহকের কাছ থেকে কখনো কোনো ধরনের পিন বা ওটিপি চাইবেনা
  • নগদ বা নগদের প্রতিনিধি কখনো কোনো প্রকার লেনদেন করতে বলবেনা
  • গ্রাহকের সাথে শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭ নাম্বার থেকেই যোগাযোগ করবে নগদ। এই ক্যাম্পেইন এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার প্রশ্ন থাকলে গ্রাহকগণ ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন
  • উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নগদ কাউকে জোর করছেনা, একজন অংশগ্রহণকারী সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই কুইজ ক্যাম্পেইন অংশগ্রহণ করবেন
  • কোনো তৃতীয় পক্ষের দ্বারা কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তাতে নগদ দায়ী থাকবেনা
  • ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে নগদ এর উল্লেখিত হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন গ্রাহকগণ

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

5 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *