গ্রামীণফোনের কিছু সাশ্রয়ী ইন্টারনেট প্যাক জেনে নিন

দেশের সকল সিমের মধ্যে গ্রামীণফোন সিমের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। তাই জিপি গ্রাহকগণ সাশ্রয়ী ইন্টারনেট প্যাক এর খোঁজ করে থাকেন। এই পোস্টে জিপির কিছু সাশ্রয়ী ইন্টারনেট প্যাক সম্পর্কে জানবেন।

উল্লেখ্য যে এখানে সবচেয়ে কম দামের ইন্টারনেট প্যাক নয়, বরং যথাযথ দামে অধিক ডাটা পাওয়া যাচ্ছে এমন প্যাকগুলো উল্লেখ করা হয়েছে।

৩দিনের জিপি ইন্টারনেট প্যাক

  • ১জিবি (৫১২এমবি + ৫১২এমবি ৪জি) ইন্টারনেট ৩৮টাকায় কেনার কোড *121*3366#
  • ১জিবি ইন্টারনেট ৪৬টাকায় কেনার কোড 121*3399#
  • ৩.৫জিবি ইন্টারনেট ৭৬টাকায় কেনার কোড *121*3060# প্যাক কেনার পর মাইজিপি অ্যাপে ৫১২এমবি বোনাস পেয়ে যাবেন
  • ৪.৫জিবি (৩জিবি + ১.৫জিবি ৪জি) ইন্টারনেট ৭৬টাকায় কেনা যাবে মাইজিপি অ্যাপ থেকে

আপনার যদি হঠাত করে মোবাইল ডাটা দিয়ে নেট চালানোর দরকার হয় তাহলে ৩দিনের প্যাকগুলো কাজে লাগতে পারে।

৭দিনের জিপি ইন্টারনেট প্যাক

  • ১১৪টাকায় ৫জিবি (৪জিবি + ১জিবি) ইন্টারনেট কেনার কোড 121*3344#
  • ১২৯টাকায় ৬জিবি (৪জিবি + ২জিবি) ইন্টারনেট কেনার কোড *121*3329#
  • ১৪৮টাকায় ৮জিবি ইন্টারনেট কেনার কোড *121*3262#

সাধারণত ভ্রমণের সময় এসব প্যাক বেশ উপকারী হয়ে থাকে।

৩০দিনের গ্রামীণফোন ইন্টারনেট প্যাক

  • ৫৪৯টাকায় ১৫জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট কেনার কোড *121*3334#
  • ৩৯৯টাকায় ৩০জিবি ইন্টারনেট (প্রতিদিন ১জিবি) ৩৯৯টাকায় কেনার কোড *121*3435#
  • ৪৫জিবি ইন্টারনেট (প্রতিদিন ১.৫জিবি) ৪৯৮টাকায় কেনার কোড *121*3319#
  • ৬০জিবি ইন্টারনেট (প্রতিদিন ২জিবি) ৬৪৯টাকায় কেনার কোড *121*3099# 
  • ৯০জিবি (প্রতিদিন ৩জিবি) ইন্টারনেট ৭৪৯টাকায় কেনার কোড *121*3320#
  • ৮০জিবি ইন্টারনেট ৯৯৯টাকায় কেনার কোড *121*3249# প্যাকটি কেনার পর আরো ৮০জিবি ইন্টারনেট বোনাস পাবেন মাইজিপি অ্যাপ থেকে

এখানে ৩০দিনের প্যাকগুলো দাম হিসেবে অধিক সাশ্রয়ী বলা চলে। গড় হিসাব করলে সবচেয়ে কম দামে ভালো ইন্টারনেট অফার পাওয়া যাচ্ছে মাসিক প্যাকগুলোতে। 👉 গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অ্যাক্টিভেশন কোড সমূহ জানুন।

গ্রামীণফোন

তাই আপনি যদি প্রচুর ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে এই প্যাকগুলো আপনার কেনা উচিত। এছাড়া দরকারের সময় ৩দিন ও ৭দিন মেয়াদের প্যাকগুলো কেনার সুবিধা তো থাকছেই।

👉 গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম – ঘরে বসেই সম্ভব

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *