আইফোন এর স্টোরেজ খালি করার উপায়

ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকায় এই সমস্যা আরো গুরুতর হয়ে পড়ে। আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে বিরক্তিকর “Storage Almost Full” নোটিফিকেশন দেখানো হয়।

তবে স্বস্তির ব্যাপার হচ্ছে কিছু সাধারণ উপায়ে সহজেই আইফোনের স্টোরেজ খালি করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আইফোনের স্টোরেজ খালি করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত।

আইফোনের স্টোরেজ চেক করার নিয়ম

ফোনের স্টোরেজ অযথা অপ্রয়োজনীয় ফাইলের কারণে পূর্ণ হয়ে যায় অনেক সময়। আইফোনের স্টোরেজ খালি রাখতে স্টোরেজ কোন কারণে ব্যবহৃত হচ্ছে, তা জানা একান্ত জরুরি।

আইফোনের স্টোরেজ চেক করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • General এ প্রবেশ করুন
  • iPhone Storage এ ট্যাপ করুন

এখন ফোনের টপে কালার-কোডেড একটি বার দেখতে পাবেন যেখানে খালি থাকা স্টোরেজ, কোন অ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে, কিসের কারণে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে; এসব জানতে পারবেন। বেশিরভাগ সময় ফটোস ও অ্যাপস বেশিরভাগ জায়গা দখল করে।

নিচে কোন অ্যাপস কি পরিমাণে স্পেস ব্যবহার করছে, তা লিস্টেড থাকে। এখান থেকে প্রতিটি অ্যাপের উপরে ট্যাপ করে উক্ত অ্যাপের ডকুমেন্ট ও ডাটা কি পরিমাণ স্টোরেজ দখল করে আছে, তা জানা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আইফোনের স্টোরেজ খালি করবেন।

আইফোন এর স্টোরেজ খালি করার উপায়

ফটো লাইব্রেরি ক্লিন করুন

উপরে বর্ণিত উপায়ে স্টোরেজ চেক করলে এতক্ষণে হয়ত আপনার স্টোরেজের সিংহভাগ কোন ধরনের ফাইল দখল করে আছে তা জেনে গেছেন। বেশিরভাগ সময় এগুলো ফটো ও ভিডিও হয়ে থাকে। তবে আইফোনের স্পেস খালি করতে সম্পূর্ণ ফটো লাইব্রেরি ক্লিন না করে, যেসব ছবি ডিলিট করতে পারেন তা হচ্ছেঃ

  • একই ধরনের একাধিক ছবি
  • একাধিকবার সেভ বা ডাউনলোড করা একই ছবি
  • হোয়াইট বোর্ড, নোট, চেক, ইত্যাদি জিনিসের ছবি
  • অপ্রয়োজনীয় স্ক্রিনশট
  • বড় সাইজের অপ্রয়োজনীয় ভিডিও

ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করুন

ক্রোম বা সাফারি এর মত ওয়েব ব্রাউজারসমূহ কিন্ত আপনার ভিজিট করা সাইটগুলোর ক্যাশ (Cache) ও অন্যান্য ডাটা সেভ করা রাখে। যার ফলে ফোনের স্টোরেজের বিশাল অংশ ব্রাউজারের ক্যাশের কারণে পূর্ণ হয়ে যায়। তাই সাফারি ও ক্রোমের ক্যাশ ক্লিয়ার করে আইফোনের স্টোরেজ খালি করা যায়।

সাফারি এর ক্যাশে ক্লিয়ার করতেঃ

  • Settings অ্যাপে প্রবেশ করুন
  • নিচে স্ক্রল করে Safari তে ট্যাপ করুন
  • Clear History & Website Data তে ট্যাপ করুন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গুগল ক্রোম এর ক্যাশ ক্লিয়ার করতেঃ

  • গুগল ক্রোম অ্যাপে প্রবেশ করুন
  • প্রথমে Options ও এরপর Settings এ ট্যাপ করুন
  • নিচে স্ক্রল করে Privacy সিলেক্ট করুন
  • Clear Browsing Data তে ট্যাপ করে কাংখিত পদ্ধতিতে স্টোরেজ ক্লিন করুন  

অ্যাপের ক্যাশ ক্লিয়ার করুন

ব্রাউজারের অপ্রয়োজনীয় ডাটা খুব সহজে ক্লিয়ার করা গেলেও অনেক অ্যাপের ডাটা সরাসরি ক্লিয়ার করা যায়না। অনেক অ্যাপে দেখা যায় অনেক জিবি স্টোরেজ ডকুমেন্ট ও ডাটার জন্য স্টোরেজ দখল করে। এসব অ্যাপের ডাটা ক্লিয়ার করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • General এ প্রবেশ করুন
  • iPhone Storage এ ট্যাপ করুন
  • এরপর যে অ্যাপ এর ডাটা ক্লিয়ার করতে চান তালিকা থেকে সেটি নির্বাচন করুন
  • এরপর Delete App এ ট্যাপ করুন
  • উক্ত অ্যাপ পুনরায় অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন

উক্ত পদ্ধতিতে অ্যাপ আনইন্সটল করে ইন্সটল করার ক্ষেত্রে যদিওবা অ্যাপের ডাটা ক্লিয়ার হয়ে যায়, এই উপায়ে ছাড়া আর কোনো ন্যাটিভ উপায়ে আইফোনের অ্যাপের ক্যাশ ডাটা ক্লিয়ার করা সম্ভব নয়।

👉 আইফোনের গোপন কোডগুলো জেনে নিন

মেসেজ এটাচমেন্ট ডিলিট করা

যারা আইফোনের আইমেসেজ ফিচারটি ব্যবহার করেন, তাদের স্টোরেজ মেসেজের মাধ্যমে আসা মিম, গিফ, সেলফি, শর্ট ভিডিও, ইত্যাদির কারণে পূর্ণ হয়ে যেতে পারে। এসব কনটেন্ট ফোনে সেভ না করলেও স্টোরেজে ঠিকই জমা হয়ে থাকে। তাই মেসেজে আসা এসব এটাচমেন্ট ডিলিট করে কিছু স্পেস খালি করতে পারেন।

আইমেসেজের এটাচমেন্ট ক্লিয়ার করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • General এ প্রবেশ করুন
  • iPhone Storage এ ট্যাপ করুন
  • Messages এ ট্যাপ করুন
  • প্রদর্শিত বিভিন্ন ক্যাটাগরি থেকে যে ক্যাটাগরি সবচেয়ে বেশি স্টোরেজ দখল করে আছে সেটি ট্যাপ করুন
  • উপরের কর্নারে থাকা Edit এ ট্যাপ করুন
  • যেসব এটাচমেন্ট ডিলেট করতে চান সেগুলো সিলেক্ট করুন
  • এরপর Trash আইকনে ট্যাপ করুন

অফলাইন কনটেন্ট ডিলিট করা

গান, ভিডিও, পডকাস্ট, ইত্যাদি অনলাইনে উপভোগ্য কনটেন্ট ডাউনলোড এখন একটি স্বাভাবিক ব্যাপার। ইউটিউব বা নেটফ্লিক্স থেকে ভিডিও কিংবা স্পটিফাই বা অ্যাপল মিউজিক থেকে গান ডাউনলোড করার ফলে আইফোনের স্টোরেজ বেশ দ্রুত ফুরিয়ে যায়। এসব অ্যাপের অফলাইন কনটেন্ট ডিলিট করেও অনেক স্পেস খালি করা যায়।

আইফোনে সেভ থাকা নেটফ্লিক্সের মুভি বা সিরিজ ডিলিট করতেঃ

  • নেটফ্লিক্স অ্যাপে প্রবেশ করুন
  • Downloads এ ক্লিক করুন
  • টপ রাইট কর্নারে থাকা পেন্সিল আইকনে ট্যাপ করুন
  • লাল X বাটনে ট্যাপ করে ভিডিও ডিলিট করুন।

👉 আইফোন ফ্যাক্টরি রিসেট করার নিয়ম

👉 সিরি কি? আইফোনে সিরি কিভাবে ব্যবহার করে?

ইউটিউবের অফলাইন ভিডিও ডিলিট করতেঃ

  • ইউটিউব অ্যাপ প্রবেশ করুন
  • Library থেকে Downloads এ ট্যাপ করুন
  • এরপর ভিডিওর পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করার ভিডিওর মেন্যু আনুন
  • এরপর Delete From Downloads এ ট্যাপ করে ভিডিও ডিলেট করুন

স্পটিফাইয়ে ডাউনলোড থাকা অফলাইন প্লেলিস্ট, গান ও পডকাস্ট ডিলিট করতেঃ

  • স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন
  • Your Library এ ট্যাপ করুন
  • Music এ ট্যাপ করুন
  • Playlists এ ট্যাপ করুন
  • সবুজ অ্যারো থাকা প্লেলিস্টগুলো ডাউনলোড করা প্লেলিস্ট
  • প্লেলিস্টে প্রবেশ করে অপশন থেকে ডাউনলোড করা প্লেলিস্ট ডিলেট করুন
আইফোন এর স্টোরেজ খালি করার উপায়

আইফোনের স্টোরেজ খালি রাখার উপায়

আইফোনের স্টোরেজ পরে খালি করার চেয়ে আগে থেকেই স্টোরেজ সেভ করা উত্তম। বিভিন্ন উপায়ে আইফোনের স্টোরেজ সেভ করতে পারেন। স্টোরেজ সাশ্রয় করার তেমন কিছু কার্যকর পদ্ধতি নিয়ে চলুন জানি।

ছবি ও ভিডিও অন্য কোথাও সেভ করুন

ফোনে থাকা ছবি ও ভিডিও অধিকাংশ স্টোরেজ দখল করে থাকে। ফোনে প্রয়োজনীয় ছবি ও ভিডিও থাকলে এসব ডিলিট করে দেওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে অন্য কোথাও গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও সেভ করতে পারেন।

আপনার কাছে যদি কম্পিউটার থাকে, তবে কম্পিউটারে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও বড় ফাইল স্টোর করতে পারেন। এছাড়াও আইক্লাউড বা গুগল ফটোস বা গুগল ড্রাইভ এর মত ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।

👉 আইফোন আইক্লাউড লক খোলার উপায়

এইচডিআর ফটোতে ডুপ্লিকেট ছবি তোলার সেটিং বন্ধ করা

যেসব আইফোনে স্মার্ট এইচডিআর নেই, সেসব ফোনে ছবি তোলার সময় একই ছবির দুইটি ভার্সন সেভ হয়ে থাকেঃ একটি অরিজিনাল ছবি ও অন্যটি এইচডিআর প্রসেসড ছবি। এই ফিচারটি বন্ধ করে ডুপ্লিকেট ছবি সেভ বন্ধ করা যায়। ফিচারটি বন্ধ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করে Camera অপশন সিলেক্ট করুন
  • Keep Normal Photo অপশনটি ডিসেবল করে দিন

এখন থেকে এইচডিআর ছবি তোলার সময় শুধুমাত্র একটি ছবি সেভ করবে আইফোন। এর ফলে একাধিক ছবির ফলে স্টোরেজ পূর্ণ হয়ে থাকবেনা।

মেসেজ “ফরেভার সেভ” অফ করুন

ডিফল্ট সেটিংসে আইফোনের আইমেসেজে আসা ও পাঠানো সকল মেসেজ ফোনে সেভ করা থাকে, যা স্টোরেজ দখল করে। যদি অতিরিক্ত মেসেজের জন্য আপনার স্টোরেজ ফুল হয়ে যায়, সেক্ষেত্রে সবসময় মেসেজ সেভ করার সেটিংস বন্ধ করে রাখতে পারেন। তবে এ ব্যাপারে আগে নিজে নিশ্চিত হয়ে নিন যে আপনি আসলেই এটা করতে চান কিনা। কারণ এর ফলে একটি নির্দিষ্ট সময় পর পুরাতন মেসেজ মুছে যাবে।

মেসেজ সবসময় সেভ হয়ে থাকার এই ফিচারটি পরিবর্তন করতেঃ

  • Settings থেকে Messages এ প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Message History তে ট্যাপ করুন
  • Keep Messages এ ট্যাপ করুন
  • এরপর Change Forever সেটিংস এর পরিবর্তনে পছন্দনীয় সেটিং বাচাই করুন

আরো জানতে পারেনঃ

👉 আইক্লাউড কি? অ্যাপল আইক্লাউডের সুবিধা কি?

👉 গুগল ফটোস কি ও কিভাবে ব্যবহার করবেন

👉 গুগল ড্রাইভ কি ও কিভাবে ব্যবহার করব?

👉 অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করার উপায়

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *