স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২৪

স্যামসাং মোবাইল ফোনের দাম জানতে চান? তবে পড়তে থাকুন এই পোস্ট যেখানে আমরা স্যামসাং ফোনের দাম এর পাশাপাশি ফোনগুলোর ফিচার ও ভালো-খারাপ দিক আলোচনা করেছি।

স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান, স্যামসাং একটি সুপরিচিত নাম। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হলো স্যামসাং। স্যামসাং মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও স্যামসাং এর ফোন বেশ জনপ্রিয়।

বিশেষ করে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় আছে স্যামসাং। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইল এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। উল্লেখ্য যে এখানে ফোনগুলোর অফিসিয়াল দাম তালিকাভুক্ত করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ – Samsung Galaxy Z Fold5

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর অফিসিয়াল দাম দেখে চক্ষু চড়কগাছ হওয়ারই কথা। মজার ব্যাপার হলো বেশ অদ্ভুদভাবে আনঅফিসিয়াল মার্কেটে অফিসিয়াল দামের অর্ধেকেরও কম প্রাইসে ফোনটি বিক্রি হচ্ছে। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ আনফোল্ডেড অবস্থায়। ফোল্ডেবল এমোলেড ডায়নামিক ২এক্স স্ক্রিনের এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট তো থাকছেই। এই ফোল্ডেবল ফোনে ৬.২ ইঞ্চি কভার ডিসপ্লেও রয়েছে। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে ফোনটিতে, আরো রয়েছে আন্ডার ডিসপ্লে সেল্ফি ক্যামেরা।

স্যামসাং এর টপ অফ দ্যা লাইন ফ্ল্যাগশিপ ক্যামেরা থাকছে জি ফোল্ড ৫ এর ব্যাকে। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশজ ১০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ১২ মেগাপিক্সেল জুম ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনের ফ্রন্টে ৪ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে আবার ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরাও রয়েছে।  স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহৃত হয়েছে এই ফোনে। ৪৪০০ মিলিএম্প ব্যাটারির এই ফোল্ডেবল স্যামসাং ফোনটিকে ২৫ ওয়াট ওয়্যারড চার্জিং এর পাশাপাশি ওয়্যারলেসসি চার্জ করা যাবে, আবার রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যাবে ফোনটি দিয়ে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৬.২ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম: ১২ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা:  ৪ মেগাপিক্সেল
  • কভার ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর দাম: ২৭৯,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ – Samsung Galaxy Z Flip5

স্যামসাং গ্যালাক্সি জি গোল্ড ৫ এর মতই জি ফ্লিপ ৫ এর অফিসিয়াল দাম এর চেয়ে আনঅফিসিয়াল দাম বেশ কম। স্যামসাং এর ৫ম জেনারেশনের এই ফ্লিপ ফোন যে কারো পছন্দ এর কিউট ডিজাইন ও অসাধারণ কমপ্যাক্ট হওয়ার দরুন।

৬.৭ ইঞ্চি আনফোল্ডেড ডিসপ্লে থাকছে ফোনটিতে যা আবার ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ব্যাকে রয়েছে ৩.৪ ইঞ্চি কভার ডিসপ্লে যা এটি ফোল্ড করলে স্মার্টওয়াচ এর মতই ব্যবহার করা যায়।

১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে ফোনটির ব্যাকে। ফ্রন্টে থাকছে ১০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোল্ড ৫ এর মত এখানেও ব্যাক ক্যামেরা ব্যবহার করে প্রিভিউসহ হাই কোয়ালিটি সেল্ফি তোলা যায়। 

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহৃত হয়েছে ফোনটিতে। ৩৭০০ মিলিএম্প এর ব্যাটারির এই ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিংও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৩.৪ ইঞ্চি
  • প্রসেসর:  কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা:  ১২ মেগাপিক্সেল ডুয়াল
  • ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ এর দাম: ১৮৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা – Samsung Galaxy S24 Ultra

samsung galaxy s24 ultra

স্যামসাং এর ২০২৪ সালের ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং গ্যালাক্সি আলট্রা ফোনটিতে কি আছে সেটা না বলে কি নেই সেই বিষয়ে কথা বলা উচিত। অনেক দামি ফোন এটি, যার ফলে প্রয়োজনের চেয়ে অনেক বেশ ফিচার রয়েছে এই ফোনটিতে।

লেটেস্ট চিপসেট থেকে শুরু করে অসাধারণ জুম এবং ভিডিও রেকর্ড করার ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রাতে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের এই ফোনের সাথে সিগনেচার এস পেনও থাকছে। আর স্যামসাং এর অসাধারণ ডিসপ্লের কথাআআ আলাদা করে উল্লেখ না করলেই নয়।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ৫১২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর দামঃ ২৪৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ – Samsung Galaxy Z Flip4

স্যামসাং এর অন্য ফোল্ডেবলগুলোর মতই গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর অফিসিয়াল ও আনঅফিসিয়াল ডিভাইস এর দামে রয়েছে বিশাল পার্থক্য। 

৬.৭  ইঞ্চি এমোলেড ২এক্স ডিসপ্লে ও ১.৯ ইঞ্চি এমোলেড কভার ডিসপ্লে রয়েছে জি ফ্লিপ ৪ এ। ১২০ হার্জ রিফ্রেশ রেট ও সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট থাকছে এই ফোল্ডেবল ফোনে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকছে জি ফ্লিপ ৪ ফোনটিতে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকছে এই ফোনে। ৪কে ভিডিও রেকর্ড করার অপশনও রয়েছে এখানে।

৩৭০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৪ ফোল্ডেবল ফোনটিতে। ২৫ ওয়ায় ফাস্ট চার্জিং এর পাশাপাশি ১৫ ওয়াট ওয়্যারলেস ও রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ১.৯ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ১২ মেগাপিক্সেল ডুয়াল
  • ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর দাম: ১,৪৭,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ – Samsung Galaxy Z Fold4

৭.৬ ইঞ্চি এমোলেড ডিসপ্লের ফোন, জি ফোল্ড ৪ এ ৬.২ ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে, আরো থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। এছাড়া ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা রয়েছে এই ফোনে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। ৪৪০০ মিলিএম্প ব্যাটারির পাশাপাশি জি ফোল্ড ৫ এর মত সকল চার্জিং সুবিধা রয়েছে এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৬.২ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যাম: ১২ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা: ৪ মেগাপিক্সেল
  • কভার ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ এর দাম: : ২,৪৫,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি – Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23

আনঅফিসিয়াল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি পাওয়া যাবে ২০ হাজার টাকার মধ্যেই। ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে থাকছে এই ফোনে, আরো থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। নচ ডিসপ্লের এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি প্রসেসর দ্বারা চালিত স্যামসাং এফ২৩ এর আনঅফিসিয়াল দাম বিবেচনা করলে আনঅফিসিয়াল মার্কেটে সাশ্রয়ী ৫জি ফোনগুলোর মধ্যে এটি একটি। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে ফোনটিতে।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। বলে রাখা ভালো ফোনটিতে ৪কে ভিডিও রেকর্ড করার সুবিধাও রয়েছে। ৫০০০ মিলিএম্প ব্যাটারির এই ফোনে ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। সকল দিক বিবেচনায় বেশ অসাধারণ একটি ডিল হতে পারে আনঅফিসিয়াল দামে স্যামসাং গ্যালাক্সি এফ২৩।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি
  • র‍্যাম: ৬ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর দাম: ৩২,৯৯৯ টাকা

👉

স্যামসাং গ্যালাক্সি এ২৪ – Samsung Galaxy A24

স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনটির অফিসিয়াল দাম প্রায় ৩৮ হাজার টাকা, কিন্তু এতে প্রসেসর থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৯ যা আমরা ২০ হাজার টাকার অনেক ফোনেও দেখেছি। তবে আনঅফিসিয়াল মার্কেটে ফোনটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে একাধিক ভ্যারিয়ান্টে।

৬.৫ ইঞ্চির এমোলেড নচ ডিসপ্লে রয়েছে এই ফোনে যা আবার ১২০ হার্জ রিফ্রেশ সাপোর্ট করে। দাম হিসেবে এখানে নচ ডিসপ্লে কিছুটা বেমানান বলা চলে। ফোনের ব্যাকে যদিওবা স্যামসাং এর নতুন স্ট্রিমলাইন ডিজাইন রয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে রয়েছে আরো দুইটি হেল্পিং সেন্সর। ফোনের ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনটিতে ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকছে, সাথে পেয়ে যাবেন ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে এই ফোনে। অফলাইন মার্কেট প্রাইস এর কথা চিন্তা করলে ফোনটি বেশ অসাধারণ ভ্যালু প্রদান করছে, তবে অফিসিয়াল দামে এই ফোনের চেয়ে আরো ভালো ফোন পেয়ে যাবেন।

স্যামসাং গ্যালাক্সি এ২৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৯৯
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা:  ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ২৪ এর দাম: ৩৭,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই – Samsung Galaxy A04e

A04e

স্যামসাংয়ের বাজেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি ফোন এটি। ৬.৫ ইঞ্চির একটি বড় স্ক্রিন দেয়া রয়েছে ভালো কন্টেন্ট ওয়াচিং অভিজ্ঞতার জন্য। এছাড়া রয়েছে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর। এটি খুব বেশি শক্তিশালী না হলেও দৈনন্দিন কাজ করা যাবে খুব ভালোভাবেই। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাবেন সাথে। সফটওয়্যারের মাধ্যমে র‍্যাম বাড়িয়ে নেয়ার প্রযুক্তি দেয়া হয়েছে। পিছনে আছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। ব্যাটারি হিসেবে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি। সারাদিন সহজেই ব্যাকাপ দেবে এটি। এছাড়া টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করার সুবিধাও পাবেন এই ফোনে। তবে ফোনটিতে নেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাবেন মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুবিধা। এছাড়া ডুয়াল সিম ৪জি সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে বাজেটে ভালো একটি প্যাকেজ দিচ্ছে এই ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর দামঃ ১৩,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ১৪ – Samsung Galaxy A14

A14

মিড বাজেটে এবছর স্যামসাংয়ের নতুন ফোন এটি। পারফর্মেন্স ও ক্যামেরা দুই দিকেই বেশ ভালো এই ফোনটি। সামনে পাবেন ৬.৬ ইঞ্চির বিশাল সাইজের ডিসপ্লে। তবে এটি একটি এলসিডি ডিসপ্লে এবং কোন হাই রিফ্রেশ রেট নেই। দেশে অফিসিয়াল ভাবে এই ফোনটির এক্সিনোস ৮৫০ চিপের ভার্সনটি পাওয়া যায়। এটি মিডরেঞ্জ ফোনের জন্য ভালো একটি চিপ। দৈনন্দিন কাজ ও টুকটাক গেমিংয়ে দেবে ভালো অভিজ্ঞতা। ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ। পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও। সামনে পাবেন ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে ফোনটি। র‍্যাম সফটওয়্যারের মাধ্যমে আরও বাড়িয়ে নেয়ার সুবিধাও রয়েছে। ফোনের ডিজাইন ও লুকও আপনাকে মুগ্ধ করবে। ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ১৫ ওয়াটের চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড ১৩ ইত্যাদি বিভিন্ন সুবিধাও থাকবে এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০+৫+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ১৪ এর দামঃ ২১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ – Samsung Galaxy A34 5G

A34

এ বছরে বাজারে এসে নতুন এই ফোনটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা। মূলত আপার মিডরেঞ্জের এই ফোনটি অনেক রকম ফিচারে পরিপূর্ণ। প্রথমেই এর প্রিমিয়াম ডিজাইন এবং ৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনার নজর কাড়বে। এছাড়া আছে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১০০০ নিট ব্রাইটনেসের সুবিধাও। কন্টেন্ট ওয়াচিং বা যে কোন কাজে অসাধারণ অভিজ্ঞতা পেয়ে যাবেন ফোনটিতে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ৬ ন্যানোমিটার চিপ। কাজেই দৈনন্দিন কাজ বা গেমিং সব ক্ষেত্রেই ভালো পারফর্মেন্স দেয় এই ফোন। ক্যামেরা হিসেবে পিছনে পাবেন মূল ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। অসাধারণ সব ছবি তোলা যায় এই ক্যামেরা থেকে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইপি৬৭ ওয়াটার রেজিস্টান্টের মতো প্রিমিয়াম কিছু ফিচারও পেয়ে যাবেন। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা থাকায় ব্যাকাপ নিয়েও চিন্তা থাকছে না কোন। ফোনটি ৫জি সাপোর্টেড। ফলে ভবিষ্যতের জন্যও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৪৮+৮+৫ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এর দামঃ ৪৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ – Samsung Galaxy A54 5G

A54

স্যামসাংয়ের আপার মিডরেঞ্জ ফোনের মধ্যে এ বছর বাজারে এসেই জনপ্রিয়তা পাওয়া আরেকটি মডেল হচ্ছে গ্যালাক্সি এ৫৪। মূলত ক্যামেরার দিকে বাড়তি দৃষ্টি রাখা হলেও ফোনের সব ফিচারেই আছে ভারসাম্য। ফ্ল্যাগশিপ গ্রেডের ৬.৪ ইঞ্চি ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে এইচডিআর১০+ এবং ১০০০ নিট ব্রাইটনেস দিতে পারে। ফলে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে সেরা এই ফোনটি। পারফর্মেন্সেও পিছিয়ে নেই এটি, স্যামসাংয়ের নিজস্ব ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৩৮০ চিপ রয়েছে এখানে। গেমিং বা যে কোন ভারী কাজে এটি খুব স্মুথ পারফর্মেন্স দিতে সক্ষম। এছাড়া ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ তো থাকছেই। ফোনেটির ক্যামেরা হচ্ছে এর মূল আকর্ষণ। ওআইএস যুক্ত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে পিছনে। ছবি তোলার ক্ষেত্রে বেশ পারদর্শী ফোনটি। এছাড়া ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। সামনে পাবেন ৩২ মেগাপিক্সেলের অসাধারণ একটি সেলফি ক্যামেরা। ২৫ ওয়াটের ফাস্ট চার্জ এবং ৫০০০ মিলিএম্পের ব্যাটারি এই ফোনকে ব্যাকাপের দিক থেকেও উপরের সারিতে রাখবে। এছাড়া ৫জি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গরিলা গ্লাস ৫, আইপি৬৭ রেটিং ইত্যাদি ফ্ল্যাগশিপ ফিচারও উপভোগ করতে পারবেন। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১৩৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০+১৩+৫ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ এর দামঃ ৫৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি – Samsung Galaxy S23 Ultra 5G

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি – Samsung Galaxy S23 Ultra 5G

২০২৩ সালে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের সবথেকে শক্তিশালী ফোন এটি। আগের বছরের থেকে বেশ কিছু জায়গায় উন্নতি এনেছে স্যামসাং এই ফোনে। দেয়া হয়েছে নতুন জেনারেশনের স্ন্যাপড্রাগন ৪ ন্যানমিটার চিপ ৮ জেন ২। খুব দ্রুতগতিতে ভারী কাজ করা কিংবা গেম সবখানেই ফোনটিতে পাবেন সেরা অভিজ্ঞতা। স্যামসাংয়ের নিজস্ব ৬.৮ ইঞ্চির ফ্ল্যাগশিপ গ্রেডের ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে আছে ডিভাইসটিতে। যে কোন ধরণের কন্টেন্ট দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে ফোনটি।

সেই সাথে স্যামসাংয়ের সেরা প্রযুক্তির ক্যামেরা তো আছেই। পিছনে আছে ৪ টি ক্যামেরা যার মূল লেন্সটি ২০০ মেগাপিক্সেলের। হাই রেজ্যুলুশনের একদম শার্প ও সেরা ছবি তুলতে পারে উক্ত ক্যামেরা যা সহজেই অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে পাল্লা দেবে। আছে ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরাও। সামনের সেলফি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের সেলফি তুললেও এটি বাজারে থাকা অন্যতম সেরা সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধাও আছে। পাবেন ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধাও। একটি আল্ট্রা প্রিমিয়াম ফোনের যেসব ফিচার থাকা উচিত তার সবকিছুই আছে ২০২৩ সালের অন্যতম সেরা এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ৫১২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর দামঃ ২৩২,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৪ – Samsung Galaxy A04

স্যামসাং গ্যালাক্সি এ০৪

স্যামসাংয়ের কম বাজেটের ফোনগুলোর মধ্যে এটি একটি জনপ্রিয় ফোন। সুন্দর ডিজাইনের এই ফোনে ক্যামেরার দিকে আলাদা দৃষ্টি রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। কম বাজেটের মধ্যেই অসাধারন সব ছবি তুলতে পারে এই ফোন। বাজেটের মধ্যে এটি অন্যতম সেরা ক্যামেরা ফোন। সেই সাথে পুরো ফোনটির ডিজাইন বেশ মিনিমাল ও সুন্দর। সামনে আছে ৬.৫ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। অক্টাকোর প্রসেসর থাকায় স্বাভাবিক কাজগুলো করতে সমস্যা হবে না এই ফোনের। তবে খুব বেশি ভারী কাজ করতে পারবেন না এই ফোনে। আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা দীর্ঘক্ষণ ব্যাকাপ দেবে সহজেই। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের এই ফোনটি কম দামে ভালো ক্যামেরা ফোন চাইলে হতে পারে আপনার পছন্দের ফোন।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টাকোর
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর দামঃ ১৩,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২২+ : Samsung Galaxy S22+

স্যামসাং গ্যালাক্সি এস২২+ | Samsung Galaxy S22+

২০২২ সালে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ গ্যালাক্সি এস২২ বাজারে আনে। এটি সেই সিরিজের মধ্যম ফোন। বাজেট যাদের কাছে কোন ব্যাপার নয় তাদের জন্য এই ফোন বছরের অন্যতম সেরা ফোনের একটি। গ্যালাক্সি এস২২ সিরিজের মতোই এতেও আছে লেটেস্ট ফ্ল্যাগশিপ ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট যা আন্ড্রয়েড ফোনের জন্য বর্তমান বাজারে সেরা। প্রত্যেক স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনের মতোই এতে আছে সুন্দর অ্যামোলেড ১২০ হার্টজ ডিসপ্লে।

ক্যামেরাতেও এই ফোন টেক্কা দেবে আইফোনসহ অন্য সকল ফ্ল্যাগশিপ ফোনের সাথেই। আছে ট্রিপল ক্যামেরা যার মেইন লেন্স ৫০ মেগাপিক্সেল। দৈনন্দিন কাজ, ফটোগ্রাফি, গেম খেলা বা অন্য যে কাজের জন্যই নেন না কেন হতাশ হবেন না এই ফোনটি নিয়ে। আছে ৪৫০০ মিলিএম্প ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জ, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জের সুবিধাও। তবে একদম উপরের সারির স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা হতে ক্যামেরা ও ডিসপ্লে সাইজে কিছুটা কম রাখা হয়েছে এতে কিছুটাকম দামে বাজারে আনবার জন্য।

স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০ + ১০ +১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর দামঃ ১০৪,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা – Samsung Galaxy S22 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা – Samsung Galaxy S22 Ultra

২০২২ সালে স্যামসাংয়ের সবথেকে দামি ও উঁচু স্পেকের ফোন এটি। স্যামসাং তাদের সেরা সবকিছু এই ফোনেই দিয়ে দিয়েছে। সবথেকে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট তো আছেই, ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং একদম সকলকে হারিয়ে দিতে পিছনে দিয়েছে ৪ টি ক্যামেরা যার মেইন ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। ক্যামেরা সেটআপের জন্য অনেকে একে ২০২২ সালের সেরা ক্যামেরা ফোন বলছেন।

আছে আলট্রা ওয়াইড, পেরিস্কোপ, টেলিফটো ক্যামেরাও। সেলফি ক্যামেরাতেও রাখা হয়েছে ৪০ মেগাপিক্সেলের সেন্সর। ফোনটি এই সিরিজের সবথেকে বড় ৬.৮ ইঞ্চি ডিসপ্লের ফোন। আছে আইপি৬৮ রেটিং সহ সকল ধরণের প্রিমিয়াম ফিচার। ২০২২ সালের অন্যতম সেরা ফোন এটি। সবদিকে দৃষ্টি রেখে স্যামসাং তাদের সেরা সেবা দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনটিতে। তাই বাজেট থাকলে এই ফোন কিনতে দ্বিধা করা উচিত নয়।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (১০৮+১০+১০+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪০ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর দামঃ ১৩৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ – Samsung Galaxy Note 20

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ – Samsung Galaxy Note 20

২০২০ সালে স্যামসাং এই ফোন বাজারে আনলেও ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন বলে এটি এখনও বেশ ভালো পারফর্মেন্স দেয়া একটি ফোন। স্যামসাংয়ের নোট সিরিজ তৈরি করা হয় বিজনেস বা প্রফেশনালদের কথা মাথায় রেখে যারা দৈনন্দিন অফিসিয়াল কাজে ফোনকে ব্যবহার করেন। তাই এই ফোনের আছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং ফোনের সাথেই স্যামসাংয়ের একটি স্টাইলাস পেন থাকে যা দ্বারা আপনি নোট নেয়া, ছবি আঁকা বা এই ধরণের কাজগুলো করতে পারবেন।

এক্সিনোস ৯৯০ নামের স্যামসাংয়ের নিজস্ব চিপসেট আছে এতে যা ফ্ল্যাগশিপ চিপসেট। এই ফোনে বেশ ভালো গেম খেলতে পারবেন। আছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এতে, সাথে আছে ৪৩০০ মিলিএম্প ব্যাটারি। সকল রকমের ফ্ল্যাগশিপ ফিচার ২০২৪ সালে এসেও এই ফোনকে উপরের সারিতেই রাখবে।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৯০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১২+৬৪+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এর দামঃ ৯৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি – Samsung Galaxy A53 5G

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি – Samsung Galaxy A53 5G

২০২২ সালে স্যামসাংয়ের ৫০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা ফোন এটি। স্যামসাং এখানে নিজস্ব ৫ ন্যানোমিটারের এক্সিনোস ১২৮০ চিপসেট দিয়েছে যা বেশ ভালো পারফর্মেন্স দিতে পারে এবং সবরকম গেমসও খেলতে পারবেন। আছে ১২০ হার্টজের ৬.৫ ইঞ্চির অসাধারন একটি অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরা সেকশনেও এটি বেশ ভালো। কোয়াড ক্যামেরা সেটআপে মেইন সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। আছে আলট্রা ওয়াইড, ম্যাক্রো, ডেপথ সেন্সর ক্যামেরাও। আর সবকিছুর সাথে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা স্যামসাংয়ের মতে ২ দিন ব্যাকাপ দিতে পারবে। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আইপি৬৭ রেটিং, ৫জি এর মতো লেটেস্ট সব ফিচার পেয়ে যাবেন এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১২৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (১২+৬৪+৫+৫ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এর দামঃ ৪৬,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি – Samsung Galaxy S21 FE 5G

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি – Samsung Galaxy S21 FE 5G

২০২১ সালে বাজারে আসা এস২১ সিরিজ ছিল স্যামসাংয়ের সেসময়ের সেরা ফ্ল্যাগশিপ ফোন। তবে দামের কারণে ফ্লাগশিপ ফোনগুলো অনেকের হাতের বাইরে থাকায় একই চিপসেট ব্যবহার করে এবং অন্য কিছু জায়গায় কাটতি রেখে ২০২২ সালের শুরুতে স্যামসাং এই ফোন বাজারে আনে। এস২১ সিরিজের সব ফোনের মতোই এতেও ব্যবহার হয়েছে এক্সিনোস ২১০০ এর ৫ ন্যানোমিটার ফ্ল্যাগশিপ চিপসেট।

তাই পারফর্মেন্সে কোন কমতি নেই। তবে ক্যামেরা সেকশনে কিছুটা কম রাখা হলেও এই বাজেটে এটি অন্যতম সেরা ফোন ক্যামেরা। পিছনে আছে ১২ মেগাপিক্সেলের ৩ টি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও আছে ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো ফ্ল্যাগশিপ ফিচারগুলো। ৪৫০০ মিলিএম্পের সারাদিন চলার মতো ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও আছে এখানে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ২১০০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১২+১২+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি এর দামঃ ৬৪,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই – Samsung Galaxy S20 FE

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই – Samsung Galaxy S20 FE

২০২০ সালে স্যামসাং তাদের তখনকার ফ্ল্যাগশিপ এস২০ লাইনআপে কম মূল্যের একটি ভার্সন বাজারে আনে যেটি স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই। এই ফোনে ফ্ল্যাগশিপ লেভেলের চিপ ও ক্যামেরা দিয়েছে এস২০ লাইনআপের অন্য সকল সেটের মতোই। আছে এক্সিনোস ৯৯০ চিপ, তাই পারফর্মেন্সে এখনও এটি বেশ ভালো।

গেম খেলা বা দৈনন্দিন সকল কাজ অনায়াসে করে ফেলতে পারবেন। তাছাড়া ১২ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ ৩ টি ক্যামেরাও আছে পিছনে। ফ্ল্যাগশিপ এস২০ এর মতোই আছে ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আইপি৬৮ রেটিং ইত্যাদি। ৪৫০০ মিলিএম্পের ব্যাটারিও সারাদিন ব্যাকাপ দিতে পারে। ২০২৪ এর জন্য তাই এটি এখনও বেশ ভালো একটি ফোন।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৯০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১২+৮+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই এর দামঃ ৬৮,২৪৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি – Samsung Galaxy A73 5G

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি – Samsung Galaxy A73 5G

ফ্ল্যাগশিপ এস সিরিজের ফোনের পরে এ সিরিজের এই ফোনটি স্যামসাংয়ের দামি ফোনের মধ্যে অন্যতম। ফিচার রিচ এই ফোনে বেশ ভালো পারফর্মেন্স দিতে কোয়ালকমের হাই বাজেট নতুন ৫জি চিপ ৭৭৮জি ব্যবহার করা হয়েছে। শক্তিশালী এই চিপে দৈনন্দিন সব কাজ অনায়াসে করা ছাড়াও বেশ ভালো গেম খেলতে পারবেন। ৬.৭ ইঞ্চির বড় ১২০ হার্টজের সুপার  অ্যামোলেড ডিসপ্লে আছে যা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্যানেল।

তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে।  ক্যামেরা সেকশনেও এই ফোন অনেক এগিয়ে। ১০৮ মেগাপিক্সেলের মেইন লেন্সসহ আছে মোট ৪ টি ক্যামেরা। সেলফি তুলতে দেয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়া আইপি৬৭ রেটিং, ৫০০০ মিলিএম্পের দুই দিন ব্যাকাপ দেয়ার মতো ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ইত্যাদি বিভিন্ন ভালো ফিচার ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (১০৮+১২+৫+৫ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এর দামঃ ৬৯,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52s 5G

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52s 5G

স্যামসাং তাদের মিড বাজেটে এই ফোনটি বাজারে আনে ২০২১ সালে যা এখনও পর্যন্ত সবদিক দিয়ে বেশ ভারসাম্যপূর্ণ একটি ফোন। এতে আছে হাইএন্ড মিড রেঞ্জের জন্য তৈরি স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি চিপসেট যাতে দেশেই ৫জি চালাতে পারবেন। পারফর্মেন্সের দিক থেকে এটি সকল ধরণের কাজ করতে পারবে ও গেমস খুব ভালোভাবেই চালাতে পারবে। তাই আপনি যে জন্যই এই ফোন নেন না কেন এটি খুব ভালোভাবেই আপনার চাহিদা পূরণ করতে পারবে।

তাছাড়া ক্যামেরা বা ফটোগ্রাফির জন্য এতে আছে কোয়াড অর্থাৎ ৪ টি ক্যামেরার সেটআপ যার মেইন লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া আলট্রা ওয়াইড, ম্যাক্রো, ডেপথ সেন্সরও দিয়েছে স্যামসাং। স্যামসাং এর সেরা ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে এখানেও। তাছাড়া ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৭ রেটিং ইত্যাদি অনেক ফ্ল্যাগশিপ গ্রেডের ফিচারও দিয়েছে স্যামসাং। তাই সবদিক থেকেই এই ফোনটি ব্যাল্যান্সড ও ভালো একটি চয়েস হতে পারে আপনার জন্য।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (৬৪+১২+৫+৫ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দামঃ ৫৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি – Samsung Galaxy A33 5G

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি – Samsung Galaxy A33 5G

৫০ হাজার টাকার নিচে বাজেট অনুযায়ী বেশ ভালো একটি ফোন এটি। ২০২২ সালে নতুন এই ফোনটি বাজারে এনে বেশ সারা পেয়েছে স্যামসাং। এতে আছে স্যামসাংয়ের নিজেদের ৫ ন্যানোমিটারের আধুনিক চিপসেট এক্সিনোস ১২৮০। দৈনন্দিন কাজগুলো করার সাথে সাথে গেমিং বা ভারী কাজেও ভালো পারফর্মেন্স দেবে ফোনটি। তাছাড়া আছে ৯০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে।

ক্যামেরায় আছে ওআইএস ফিচার যা সাধারনত ফ্ল্যাগশিপ ফোনে দেয়া হয়। কোয়াড ক্যামেরা সেটআপে মেইন লেন্সটি ৪৮ মেগাপিক্সেলের। ফোনে খুব ভালো ব্যাকাপ চাইলে এটি হতে পারে আপনার সেরা পছন্দ। আছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি যা ২ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে সক্ষম। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৭ রেটিং ইত্যাদি স্যামসাংয়ের ট্রেডমার্ক ফিচারগুলো তো থাকছেই।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১২৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (৪৮+৮+৫+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর দামঃ ৪৩,৬৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ২৩ – Samsung Galaxy A23

স্যামসাং গ্যালাক্সি এ২৩ – Samsung Galaxy A23

মধ্যম বাজেটে ভালো ফটোগ্রাফি ও সুন্দর ফোন চাইলে এই ফোনটি দেখতে পারেন। স্যামসাং এই ফোনে দৃষ্টি রেখেছে ক্যামেরার দিকে। তাই মূল ৫০ মেগাপিক্সেল ক্যামেরায় দেয়া হয়েছে ওআইএস ফিচার। তাছাড়াও দেয়া হয়েছে আরও ৩ টি ক্যামেরা। স্ন্যাপড্রাগনের নতুন প্রযুক্তির ৬৮০ চিপসেট থাকায় পারফর্মেন্স নিয়েও চিন্তা করতে হবে না। দৈনন্দিন কাজে বা টুকটাক গেমিং করতে খুব ভালো কার্যকরী এই প্রসেসর। আছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্টজের একটি এলসিডি ডিসপ্লে। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারগুলো এই ফোনকে এই দামে বেশ আকর্ষণীয় করে তুলেছে। 

স্যামসাং গ্যালাক্সি এ২৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (৫০+৫+২+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ২৩ এর দামঃ ২৪,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ১৩ – Samsung Galaxy A13

স্যামসাং গ্যালাক্সি এ১৩ – Samsung Galaxy A13

২০২২ সালে নতুন বাজারে আসা স্যামসাংয়ের আরেকটি বাজেট ফোন। এই ফোনেও ক্যামেরার দিকে আলাদা দৃষ্টি রেখেছে স্যামসাং। আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তাছাড়া আছে আলট্রা ওয়াইড, ম্যাক্রো, ডেপথ সেন্সরসহ মোট ৪ টি ক্যামেরা। পারফর্মেন্স দিতে আছে এক্সিনোস ৮৫০ চিপ। এটি দৈনন্দিন কাজগুলো অনায়াসে করে দিতে পারবে। তবে গেমিং বা ভারী কাজের দরকার হলে এই চিপ আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। এতে সাধারন ৬০ হার্টজের এলসিডি প্যানেল দেয়া হয়েছে দাম কম রাখতে। তবে ব্যাটারিতে আছে ৫০০০ মিলিএম্পের ২ দিন যাবার মতো ক্ষমতা। তাই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ও লম্বা ব্যাকাপ চাইলে ফোনটি দেখতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (৫০+৫+২+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ১৩ এর দামঃ ২২,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৩ – Samsung Galaxy A03

স্যামসাং গ্যালাক্সি এ০৩ – Samsung Galaxy A03

বাজেট সেকশনে স্যামসাং এই ফোন দিচ্ছে ২০ হাজার টাকার নিচে। এতে স্যামসাং পারফর্মেন্সের দিকে তেমন নজর দেয় নি। তবে ডুয়াল ক্যামেরা সেটআপে দেয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা বেশ ভালো ছবি তুলতে পারে। ক্যামেরা যাদের জন্য বেশি দরকারি তারা এই ফোনের ক্যামেরা পারফর্মেন্সে সন্তুষ্ট হবেন নিশ্চিন্তে। তবে চিপসেট দেয়া হয়েছে ইউনিসকের টি৬০৬ যা দরকারি কাজগুলো করতে পারবে অনায়াসে। তবে ভারী কোন কাজ বা গেম খেলতে চাইলে এই ফোনের বদলে অন্য কিছু খুঁজে নেয়াই ভালো। তাছাড়াও আছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি, ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। তবে নেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মাইক্রো ইউএসবি পোর্ট দেয়া হয়েছে যা এই সময়ে এসে কিছুটা পুরনো।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ  ইউনিসক টি৬০৬
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৪৮+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৩ এর দামঃ ১৬,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস – Samsung Galaxy A04s

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস – Samsung Galaxy A04s

বাজেট সেকশনে ২০২২ সালে নতুন বাজারে এসেছে ফোনটি। স্যামসাং এই ফোনে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করেছে। দিয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে। এক্সিনোস ৮৫০ চিপ থাকায় দৈনন্দিন সাধারন কাজগুলো অনায়াসে করা যাবে। আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ছবি তুলতে বেশ পারদর্শী ফোনটি। ৫০০০ মিলিএম্প ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি বিভিন্ন ফিচারও দেয়া হয়েছে। অর্থাৎ দাম অনুযায়ী বেশ ভারসাম্য রেখেছে স্যামসাং এই ফোনে। ১৬ হাজার টাকার আশেপাশের বাজেটে এই ফোনটি খুব ভালো একটি পছন্দ হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ  এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০+২+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস এর দামঃ ১৬,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি – Samsung Galaxy M53 5G

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি – Samsung Galaxy M53 5G

স্যামসাংয়ের এম সিরিজের সবথেকে দামি ফোন এটি। ২০২২ সালে নতুন বাজারে আসা ফোনটি বেশ ফিচার সমৃদ্ধ এবং আকর্ষণীয়। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০ শক্তিশালী চিপসেট থাকায় এই ফোন পারফর্মেন্সের দিক থেকে বেশ এগিয়ে। গেমিং বা দৈনন্দিন কাজ সব ক্ষেত্রেই খুব ভালো পারফর্মেন্স দিতে পারে। ভ্যাপোর কুলিং চেম্বার থাকায় এটি গরম হয় না। ক্যামেরার দিকে এই ফোন কোন কমতি রাখে নি। ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে, সেলফি ক্যামেরাতে আছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর। তাই সেলফি বা যেকোনো ফটোগ্রাফির জন্য এটি হতে পারে এই বাজেটে সেরা একটি পছন্দ। সেই সাথে স্যামসাংয়ের সেরা ১২০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫জি নেটওয়ার্ক, ৫০০০ মিলিএম্প ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন ইত্যাদি নানা ফিচার তো আছেই।

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (১০৮+৮+২+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি এর দামঃ ৪৯,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি – Samsung Galaxy M33 5G

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি – Samsung Galaxy M33 5G

স্যামসাংয়ের এই ফোনটিকে বলা যায় ব্যাটারি বিস্ট। ৬০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় যাদের দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকাপ দরকার তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এটি। তবে শুধু ব্যাটারি নয় পারফর্মেন্সেও এটি এগিয়ে। এক্সিনোস ১২৮০ ৫ ন্যানোমিটারের প্রসেসর থাকায় সব কাজেই ভালো পারফর্মেন্স দিতে পারে। টুকটাক গেম খেলতেও পারবেন এতে। তবে ডিসপ্লের ক্ষেত্রে কিছুটা কমতি রেখে দেয়া হয়েছে এলসিডি প্যানেল। তবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট আছে। ক্যামেরা আছে ৪টি যার মেইন সেন্সর ৫০ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটি। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ইত্যাদি ফিচার রয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১২৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (৫০+৫+২+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এর দামঃ ৩০,০৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ – Samsung Galaxy F13

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ – Samsung Galaxy F13

স্যামসাংয়ের বাজেট ফোনের বাজারে ২০২২ সালের নতুন সংযোজন এই ফোনটি। ২০ হাজার টাকার আশেপাশের বাজেটেই যাদের দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকাপ দেবার মতো ফোন দরকার এই ফোন হতে পারে তাদের প্রথম পছন্দ। ৬০০০ মিলিএম্পের ব্যাটারি দেয়া হয়েছে এই ফোনে। তাছাড়া এক্সিনোস ৮৫০ চিপ ব্যবহার হওয়ায় সাধারন কাজগুলো করে ফেলতে পারে সহজেই। ক্যামেরার দিকেও নজর রাখা হয়েছে, দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরাসহ ৩ টি ক্যামেরা। হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে নেই এতে, আছে ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল। পুরো ফোনটি প্লাস্টিকের তৈরি হলেও দেখতে সুন্দর ও আকর্ষণীয়। 

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০+৫+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ এর দামঃ ২১,৮৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি – Samsung Galaxy Z Fold 3 5G

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ | স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি -  Samsung Galaxy Z Fold 3 5G

ফোল্ডেবল ফোনের দুনিয়ায় স্যামসাং নতুন কোনো নাম নয়। স্যামসাং এর তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন বাংলাদেশের বাজারে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ৭.৬ইঞ্চি ডিসপ্লের এই ফোল্ডেবল ফোনটি ফোল্ড করেও বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এছাড়াও স্যামসাং এর প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ফোনটিতে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৭.৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • আন্ডার ডিসপ্লে ক্যামেরাঃ ৪মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৪০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর দামঃ ১৮৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি – Samsung Galaxy S21 Ultra 5G

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ - স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি -  Samsung Galaxy S21 Ultra 5G

প্রতি বছরের ন্যায় ২০২১ সালের স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিলো স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা। শুধু নামে নয়, কাজেও এই ফোন আলট্রা পারফরম্যান্স দেখাতে সক্ষম। বাংলাদেশে গ্যালাক্সি এস২১ সিরিজের আরো বেশ কিছু ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে এখানে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ২১০০
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর দামঃ ১৪৬,৯৯৯টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা – Samsung Galaxy Note 20 Ultra

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা -  Samsung Galaxy  Note 20 Ultra

গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির মুক্তির প্রায় দুই বছর পরও এই ফোনের আকর্ষণ এতটুকু কমেনি।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৯ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৯০
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা মোবাইল ফোনের দাম ১৩৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি – Samsung Galaxy Z Flip 3 5G

Samsung Galaxy Z Flip 3 5G

ফোল্ডেবল ফোনের জগতে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ উল্লেখযোগ্য একটি নাম। ফ্লিপ মেকানিজম উপর তৈরী এই ফোনকে একই সাথে অতীত ও ভবিষ্যতের ফোন বলে মনে হয়।

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৩০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর দামঃ ১০৯,৯৯৯টাকা

👉 স্যামসাং ওয়ান ইউআই ৪ এর নতুন ফিচারসমূহ জানুন

স্যামসাং গ্যালাক্সি এ৭২ – Samsung Galaxy A72

Samsung Galaxy A72

৪৬ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দেখে স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি অনেকের অপছন্দের তালিকায় থাকবে। তবে এর অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স ও সর্বোপরি দিক বিবেচনা করলে দাম হিসেবে ফোনটিকে ভালো বলতেই হয়।

স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি 
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৭২ মোবাইল ফোনের দাম ৫০,৪৯৯টাকা

আরো জানুনঃ শাওমি রেডমি ফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52S 5G

Samsung Galaxy A52S 5G

আপনার বাজেটের যদি হয় ৪৫হাজার টাকা বা ৫০হাজার টাকার মধ্যে, তাহলে আপনার সকল চাহিদা পূরণে সক্ষম স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি। এটি মূলত তালিকার অন্য ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৫২ এর ৫জি সংস্করণ। তবে দারুণ দেখতে এই ফোনের ডিজাইন যে কারো মন কেড়ে নিতে বাধ্য। তাই এই বাজটের মধ্যে ৫জি সুবিধাযুক্ত ফোন খুঁজলে দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দামঃ ৪৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৬২ – Samsung Galaxy M62

Samsung Galaxy  M62

ইতিমধ্যে আমরা স্মার্টফোনে ৬০০০মিলিএম্প এর ব্যাটারি দেখেছি। তবে স্মার্টফোন ব্যাটারি ক্যাপাসিটি লিমিটের রেকর্ড গড়েছে স্যামসাং গ্যালাক্সি এম৬২ ফোনটি। এর ৭০০০মিলিএম্প বিশাল ব্যাটারি এই তালিকার কিছু ফোন এর ব্যাটারি ক্যাপাসিটির চেয়ে প্রায় দেড় বা দুইগুণ। এছাড়াও ফোনটিতে বেশ শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দারুণ ক্যামেরা সেটাপ রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি 
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৮২৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৭০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর দামঃ ৩৭,৪৯৯টাকা

আরও জানুনঃ বিশ্বের সেরা স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এ৫২ – Samsung Galaxy A52

Samsung Galaxy A52

স্যামসাং এর ফোন যাদের পছন্দ, তাদের জন্য ৩৫হাজার টাকার মধ্যে অসাধারণ একটি ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫২। ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ও শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরকে সাথে নিয়ে বাজারের অন্য ফোনের সাথে প্রতিযোগিতায় টিকে আছে ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭২০জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর দামঃ ৩৩,৯৯৯টাকা

আরো জানুনঃ সেরা ক্যামেরা ফোন

স্যামসাং গ্যালাক্সি এ৩২ – Samsung Galaxy A32

স্যামসাং গ্যালাক্সি এ৩২ -  Samsung Galaxy A32

একই ফিচারের বাজারের অন্যান্য ফোনের চেয়ে বেশ নাজুক অবস্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনটি। রেডমি ৯ এর মত ১৫হাজার টাকার ফোনে ব্যবহৃত হেলিও জি৮০ প্রসেসর ২৫হাজার টাকা থেকে অধিক দামী ফোনে ব্যবহার করা যুক্তিযুক্ত হলো কিনা সেই প্রশ্ন থেকেই যায়।

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ৮জিবি স্টোরেজঃ ২৬,১৯৯টাকা
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৭,৯৯৯টাকা

আরও জানুনঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এম৩২ – Samsung Galaxy M32

Samsung Galaxy M32

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনটিতে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি ও ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে। তবে এর প্রসেসর আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর দামঃ ২৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এ২২ – Samsung Galaxy A22

Samsung Galaxy A22

স্যামসাং গ্যালাক্সি এ২২ ও এফ২২ ফোন দুইটি অনেকটা একই ধরনের। একই চিপসেট ও ক্যামেরা সেটাপ থাকলেও স্যামসাং গ্যালাক্সি এ২২ এর দাম কিছুটা বেশি আর এতে রয়েছে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এ২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি 
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ২২ এর দামঃ ২৩,৪৯৯টাকা

আরো জানুনঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এফ২২ মোবাইলের দাম – Samsung Galaxy F22

Samsung Galaxy F22

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটিতে অপেক্ষাকৃত কম বাজেট রেঞ্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এর অসাধারণ অপটিমাইজেশনের কারণে ডিভাইসটির পারফরম্যান্সে কোনো কমতি চোখে পড়েনা।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর দামঃ ১৯,৪৯৯টাকা

আরো জানুনঃ অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করার উপায়

স্যামসাং গ্যালাক্সি এম১২ – Samsung Galaxy M12

স্যামসাং গ্যালাক্সি এম১২ -  Samsung Galaxy M12

স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে থাকা ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ যেকোনো ধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম। স্যামসাং মোবাইল ফোনের দাম নিয়ে যারা আগ্রহী তাদের সবার জন্য এটি মাঝামাঝি বাজেটের একটি ফোন হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দামঃ ১৯,৪৯৯টাকা

আরো জানুনঃ ভিভো মোবাইলের দাম

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস – Samsung Galaxy A03S

Samsung Galaxy A03S

১৫হাজার টাকার মধ্যে স্যামসাং এর আরেকটি ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এম০৩এস। মিডিয়াটেক প্রসেসরের সাথে ফোনটিতে বাজেট বিবেচনায় ভালো মানের ক্যামেরা ও বিশাল ব্যাটারি রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর দামঃ ১৪,৪৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২এস – Samsung Galaxy M02S

স্যামসাং গ্যালাক্সি এম০২এস -  Samsung Galaxy M02S

যারা স্ন্যাপড্রাগন প্রসেসর এর পাশাপাশি স্যামসাং এর ফোন পছন্দ করেন তারা স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটি দেখতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দামঃ ১২,৯৯৯টাকা

আরো জানুনঃ রিয়েলমি ফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর – Samsung Galaxy A03 Core

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

১০হাজার টাকা দামের মধ্যে যারা স্যামসাং ফোন খুজছেন, তাদের জন্য সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি বাজারে নিয়ে আসে স্যামসাং। মানানসই স্পেসিফিকেশন এর এই ফোনটি যেকোনো ধরনের সাধারণ ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ দারুণ একটি পছন্দ হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দামঃ ৯,৪৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২ মোবাইল ফোনের দাম – Samsung Galaxy M02

samsung m02

১০হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং ফোন হিসেবে বেশ ভালো সুনাম অর্জন করতে পেরেছে স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি। সাধারণ ব্যবহারের জন্য এই ফোনটি ভালো একটি ডিভাইস হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি 
  • প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর দামঃ

  • ২জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৮,৫৯৯টাকা
  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৯,৯৯৯টাকা

বাংলাদেশে আরো বেশ কিছু মডেলের ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে এখানে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।

আপনার পছন্দের স্যামসাং স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *