বিশ্বজুড়ে প্রতিমাসে ১০০ কোটির বেশি ব্যবহারকারী সমৃদ্ধ অনলাইন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে নতুন ভিডিও কল ফিচার চালু হয়েছে। ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পরিবার ও বন্ধুবান্ধবের সাথে চোখে চোখ রেখে ভাব বিনিময় করতে পারবেন। এন্ড্রয়েড, আইফোন ও উইন্ডোজ ফোনে এই সুবিধা পাওয়া যাবে। আপনার ফোনে ফিচারটি পেতে আজই হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এরপরও চালু না হলে কিছুদিন অপেক্ষা করতে হবে।
কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল?
খুব সহজ। হোয়াটসঅ্যাপে কারও সাথে মেসেজ বিনিময় করার জন্য তার সাথে চ্যাট চালু করুন। চ্যাট উইন্ডোর উপরের দিকে ফোন আইকন প্রেস করুন। এবার আপনি ভিডিও ও অডিও কল করার অপশন পাবেন। সেখান থেকে ভিডিও কল অপশন ক্লিক করুন। আরও বিস্তারিত জানতে নিচের অ্যানিমেশনটি ভালভাবে দেখতে পারেন।
ভিডিও কল শুরু করেছেন? রিং হচ্ছে? এবার অপর প্রান্ত থেকে কলটি রিসিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপনার আর কিছুই করার নেই :)
ভালো কথা, নিশ্চয়ই জানেন, হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের মালিকানাধীন একটি মেসেজিং সার্ভিস। ২০১৪ সালে এই কোম্পানিটি কিনে নিয়েছিল ফেসবুক। মনে পড়ছে? যদি মনে না পড়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনি এই ব্লগের নিয়মিত পাঠক নন। ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পর্কিত তথ্য মিস করতে না চাইলে এই সাইটে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক টুইটারে ফলো করুন।
হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চাইলে www.whatsapp.com ভিজিট করুন।
অনেক কিছু বলে ফেলেছি, এই পোস্টে এ পর্যন্তই। ধন্যবাদ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।