আইফোনে কল রিসিভের সময় এই ব্যাপারটি লক্ষ্য করেছেন?

iphone 6s and 6s plus img

আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে হয়তো খেয়াল করেছেন যে আপনার মোবাইলে যখন কোন কল আসে তখন হয় “slide to answer” অপশন আসে অথবা”accept” এবং” decline” নামক দুটি অপশন আসে। অর্থাৎ সবসময় একই জিনিস আসে না কেন?

আপনি হয়তো ভাবছেন কন্টাক্ট লিস্টের নাম্বার গুলোর ক্ষেত্রে মনে হয় একরকম আর এর বাইরের ক্ষেত্রে মনে হয় অন্য রকম।

না আসলে ব্যপারটা তা নয়।

অনেকেই এরকম পার্থক্য লক্ষ্য করেছেন এবং বিভিন্ন ভাবে এই পার্থক্য এর কারন খুঁজতে চেষ্টা করেছেন।

আসলে আপনার ফোন যখন লক করা থাকবে তখন আপনি “slide to answer “ অপশনটি পাবেন আর যখন লক করা থাকবে না তখন “Accept” এবং “Decline” অপশন পাবেন অর্থাৎ লক করা অবস্থায় কল আসলে তা কেটে দেয়ার কোন সুযোগ স্ক্রিনে নেই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *