লুমিয়া স্মার্টফোন থেকে ‘নকিয়া’ নাম মুছে ফেলছে মাইক্রোসফট

নকিয়ার মোবাইল ইউনিট কিনে নেয়ার পর মাইক্রোসফট ধীরে ধীরে নিজেদের পরিচয় নিয়ে স্মার্টফোন ব্র্যান্ডিংয়ে প্রবেশ করছে। কিছুদিন আগে নকিয়ার সাইটে ‘মাইক্রোসফট’ লোগো স্থাপন এবং নকিয়া থেকে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে যাওয়া শুরু হয়। আর এখন ‘মাইক্রোসফট’ ব্র্যান্ডনেম যুক্ত লুমিয়া ফোনের আংশিক প্রতিকৃতি প্রকাশ করল রেডমন্ড।

microsoft lumia img 1

নকিয়া কনভার্সেশন পেজে এক পোস্টে আজ ‘নকিয়া’বিহীন লুমিয়ার ছবি প্রকাশ করা হয়েছে। ‘সে হ্যালো টু মাইক্রোসফট লুমিয়া’ শিরোনামের ঐ পোস্টের ছবিতে দেখা যায়, লুমিয়া স্মার্টফোন কেসিংয়ের পেছনে ব্র্যান্ডিংয়ের স্থানে লোগোসহ মাইক্রোসফট লেখা আছে। এছাড়া স্ক্রিনের উপরের দিকে মাঝখানেও মাইক্রোসফট লেখা রয়েছে।

microsoft lumia img 2

অবশ্য আজ হোক কাল হোক এমনটি হওয়ারই কথা ছিল। তবে আপাতত কম দামের নকিয়া ফিচারফোন আগের মতই ‘নকিয়া’ ব্র্যান্ডে চলবে।

মাইক্রোসফট ব্র্যান্ড নাম যুক্ত নতুন লুমিয়া ফোন শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঠিক কবে নাগাদ ডিভাইসের ঘোষণা আসবে তা জানায়নি উইন্ডোজ নির্মাতা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *