নকিয়ার মোবাইল ইউনিট কিনে নেয়ার পর মাইক্রোসফট ধীরে ধীরে নিজেদের পরিচয় নিয়ে স্মার্টফোন ব্র্যান্ডিংয়ে প্রবেশ করছে। কিছুদিন আগে নকিয়ার সাইটে ‘মাইক্রোসফট’ লোগো স্থাপন এবং নকিয়া থেকে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে যাওয়া শুরু হয়। আর এখন ‘মাইক্রোসফট’ ব্র্যান্ডনেম যুক্ত লুমিয়া ফোনের আংশিক প্রতিকৃতি প্রকাশ করল রেডমন্ড।
নকিয়া কনভার্সেশন পেজে এক পোস্টে আজ ‘নকিয়া’বিহীন লুমিয়ার ছবি প্রকাশ করা হয়েছে। ‘সে হ্যালো টু মাইক্রোসফট লুমিয়া’ শিরোনামের ঐ পোস্টের ছবিতে দেখা যায়, লুমিয়া স্মার্টফোন কেসিংয়ের পেছনে ব্র্যান্ডিংয়ের স্থানে লোগোসহ মাইক্রোসফট লেখা আছে। এছাড়া স্ক্রিনের উপরের দিকে মাঝখানেও মাইক্রোসফট লেখা রয়েছে।
অবশ্য আজ হোক কাল হোক এমনটি হওয়ারই কথা ছিল। তবে আপাতত কম দামের নকিয়া ফিচারফোন আগের মতই ‘নকিয়া’ ব্র্যান্ডে চলবে।
মাইক্রোসফট ব্র্যান্ড নাম যুক্ত নতুন লুমিয়া ফোন শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঠিক কবে নাগাদ ডিভাইসের ঘোষণা আসবে তা জানায়নি উইন্ডোজ নির্মাতা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।