এন্ড্রয়েড ৫.০ ‘ললিপপ’ প্রকাশ করল গুগল!

Android-5.0-Lollipop

অবশেষে এন্ড্রয়েডের নতুন সংস্করণের নাম ও মুক্তির তারিখ প্রকাশ করল গুগল। এন্ড্রয়েড ৫.০ সংস্করণের নাম হবে ‘ললিপপ’, যা ১৭ অক্টোবর শুক্রবার থেকে ডাউনলোড করা যাবে।

কয়েক মাস আগেই এন্ড্রয়েড ‘এল’ কোডনেম প্রকাশ করেছিল ওয়েব জায়ান্ট। তখন থেকেই ‘এল’ দিয়ে শুরু হওয়া সম্ভাব্য বেশ কিছু নাম গুজব হিসেবে ছড়িয়েছিল। আর এখন গুগল সেই রহস্যের সমাধান করল।

নতুন এই এন্ড্রয়েড ভার্সনের রয়েছে ৫ হাজারের বেশি এপিআই ও নতুন ‘ম্যাটেরিয়াল ডিজাইন’; গত জুনে আই/ও সম্মেলনে এন্ড্রয়েড এল দেখিয়েছিল কোম্পানিটি।

এন্ড্রয়েড ললিপপের ম্যাটেরিয়াল ডিজাইন বিভিন্ন আকারের ডিভাইসের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। এটি অনেকটা ফ্ল্যাট ও রঙিন টাইপোগ্রাফি নিয়ে গঠিত। গুগল দাবী করছে, এন্ড্রয়েড ৫.০ চালিত ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ৯০ মিনিট পর্যন্ত বর্ধিত হবে।

এন্ড্রয়েড ললিপপ চালিত প্রথম ডিভাইস হবে নেক্সাস ৯ ট্যাবলেট, নেক্সাস ৫, নেক্সাস ৬ স্মার্টফোন ও নেক্সাস প্লেয়ার সেট টপ বক্স।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *