টেলিটক বর্ণমালা এবং শতবর্ষ সিমের মধ্যে কোনটিতে সুবিধা বেশি?

সাশ্রয়ী কল রেট এবং কম দামে ইন্টারনেট সেবার দিকে দিয়ে টেলিটক সিমের প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান সময়ে বেশ কষ্টসাধ্য। টেলিটক তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু আলাদা প্যাকেজের সিম বাজারে রেখেছে। এদের মধ্যে জনপ্রিয় দুটি সিম হলো টেলিটক বর্ণমালা এবং শতবর্ষ।

আমাদের আজকের এই আর্টিকেলে আমরা টেলিটকের এই বর্ণমালা এবং শতবর্ষ সিম এর সকল সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তবে শুরুতেই জানিয়ে রাখছি, যেকোনো সিমের অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সুতরাং কেনার আগে টেলিটক কাস্টমার কেয়ার থেকে ভালভাবে জেনে নিন।

টেলিটক বর্ণমালা সিম এর সুবিধা

শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের জন্য টেলিটক এর বিশেষ প্যাকেজ, বর্ণমালা সিমে অসাধারণ সব ইন্টারনেট অফার পাওয়া যাবে। টেলিটক বর্ণমালা সিম এর জন্য স্পেশাল ডাটা প্যাকগুলো ও প্যাক কেনার কোড হলোঃ

  • ১ জিবি ২৪ টাকা, ৭ দিন মেয়াদ, কোড *111*611#
  • ১ জিবি ৪৬ টাকা, ৩০ দিন মেয়াদ, কোড *111*612#
  • ২ জিবি ৮৩ টাকা, ৩০ দিন মেয়াদ, কোড *111*613#
  • ৪ জিবি ৬২ টাকা, ৭ দিন মেয়াদ, কোড *111*614#
  • ১০ জিবি ১৮৬ টাকা, ৩০ দিন মেয়াদ, কোড  *111*616#

বর্ণমালা সিম কিনলে সাথে পাবেন কিছু স্টার্ট-আপ বোনাস। নতুন বর্ণমালা সিমের সাথে ৫০ মিনিট টকটাইম ও যেকোনো লোকাল নাম্বারে ৫০ টি এসএমএস বোনাস পাওয়া যাবে।

আবার বর্ণমালা সিম একটিভ করার পর প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলে ৩০ দিন মেয়াদের ৫ জিবি ইন্টারনেট বোনাস পাওয়া যাবে। অফারটি শুধুমাত্র বর্ণমালা নতুন সিম ব্যবহারকারীদের জন্য।

টেলিটক বর্ণমালা গ্রাহকগণ আরো পাবেন ৪৫ পয়সা প্রতি মিনিট কল রেট। এক সেকেন্ড পালস সুবিধার পাশাপাশি ২৫ পয়সা রেটে এসএমএস করার সুযোগ রয়েছে টেলিটক বর্ণমালা সিমে। টেলিটক বর্ণমালা সিম এর মূল্য ১০০ টাকা।

টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম

টেলিটক বর্ণমালা সিম কিনতে চাইলে অন্য টেলিটক সিম থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ টেলিটক বর্ণমালা প্যাকেজ সিমের রেজিস্ট্রেশনের নিয়ম অনেকটা “ইনভাইট অনলি” ধরনের। যেকোনো টেলিটক সিম থেকে বর্ণমালা সিম এর জন্য রেজিস্ট্রেশন করা যবে। এসএমএস এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার বোর্ড, পাসের বছর ও ফোন নাম্বার এর তথ্য।

টেলিটক বর্ণমালা সিম এর জন্য রেজিস্ট্রেশন করার উপায়

যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BOR<space>Board(First 3 letters)<space>Roll<space>SSC Passing Year<space> SSC Registration number <space> Mobile No লিখে পাঠিয়ে ফিন 16222 নাম্বারে।

অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার বোর্ড যদি ঢাকা হয়, রোল 12345 হয়, পাসের সন হয় ১৯৯৮, ssc রেজিস্ট্রেশন নম্বর যদি 123456789123 ও ফোন নাম্বার 0155XXXXXXX হয়, তাহলে টাইপ করুন BOR DHA 12345 1998123456789123 0155XXXXXXX ও পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

ফিরতি এসএমএস এ গ্রাহকগণ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার ও বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এছাড়া বর্ণমালা সিমের জন্য অনলাইনও রেজিস্ট্রেশন করতে পারবেন। এসএমএস অথবা অনলাইন, যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করলেই হবে।

টেলিটক বর্ণমালা সিম এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে http://bornomala.teletalk.com.bd ওয়েবসাইট এর মাধ্যমে। উক্ত সাইটে প্রবেশ করে Apply for registration অপশনে ক্লিক করুন। এবার আপনার নাম, এসএসসি পরীক্ষার বোর্ড, পাসিং ইয়ার, রোল, রেজিস্ট্রেশন নং, ইত্যাদি সাধারণ তথ্যসমূহ প্রদান করুন। Customer Care অপশন সিলেক্ট এর ক্ষেত্রে যে কাস্টমার কেয়ার লোকেশন থেকে টেলিটক বর্ণমালা সিম নিতে চান, উক্ত স্থানের লোকেশন সিলেক্ট করুন। 

এবার যোগাযোগের জন্য যেকোনো অপারেটর এর একটি ফোন নাম্বার প্রদান করুন। এরপর আপনার ইমেইল এড্রেস ও ভেরিফিকেশন ক্যাপচা প্রদান করে এগিয়ে যান। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ট্রাকিং নাম্বার পাবেন যা সিম উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজন হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর পূরণ করা ফরম প্রিন্ট করতে হবে ও সিম নেওয়ার সময় কাস্টমার কেয়ার সেন্টারে প্রদান করতে হবে।

এছাড়া টেলিটক এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করে তা পূরণ করে [email protected] ঠিকানায় ইমেইল করেও টেলিটক বর্ণমালা সিম এর জন্য আবেদন করা যাবে।

টেলিটক শতবর্ষ সিমের অফার – ফিচার, ট্যারিফ/চার্জেস

টেলিটক শতবর্ষ সিম ভয়েস কল (যেকোনো অপারেটরে) প্রতি মিনিটে মাত্র ৪৭ পয়সা চার্জ করে থাকে। এটি প্রতি সেকেন্ডকে পালস হিসেবে ধরে ২৪ ঘণ্টা। এই সিম থেকে যেকোনো অপারেটরে এসএমএস প্রেরণে বাংলায় মাত্র ২৫ পয়সা এবং ইংরেজিতে মাত্র ৫০ পয়সা চার্জ কাটে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেলিটক

👉 টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম – টেলিটক বর্ণমালা সিম পাবো কিভাবে?

টেলিটক শতবর্ষ সিমের প্যাকেজ

টেলিটক শতবর্ষ সিমটি ফ্রি পাবার জন্য গ্রাহককে প্রথমে ১০০ টাকা রিচার্জ করতে হবে। এই ১০০ টাকা রিচার্জে (একবার রিচার্জে) যা যা পাবেন তা হলো-

  • মূল ব্যালেন্স ১০০ টাকা,
  • ৩৩.৩৩ মিনিট ফ্রি ভয়েস কল,
  • ৩৩ টি ফ্রি এসএমএস,
  • ৫.৯৪ জিবি ডাটা, এবং
  • এ সকল কিছুর মেয়াদ ৩০ দিন।

২য় মাসে যা যা পাবেন-

  • ৩৩.৩৩ ফ্রি মিনিট,
  • ৩৩ টি ফ্রি এসএমএস,
  • ৫.৯৪ জিবি ইন্টারনেট,
  • এই সকল কিছুর মেয়াদ ৩০ দিন।

৩য় মাসে যা যা পাবেন-

  • ৩৩.৩৩ মিনিট ফ্রি ভয়েস কল,
  • ৩৩ টি ফ্রি এসএমএস,
  • ৫.৯৪ জিবি বোনাস ডাটা,
  • এই সকল কিছুর মেয়াদ ৩০ দিন।

👉 মোবাইল ইন্টারনেট প্যাকেজের নতুন মেয়াদ সম্পর্কে জেনে নিন

শতবর্ষ সিমের অন্যান্য তথ্যাবলি

  • টেলিটক শতবর্ষের ফ্রি অফারটি সিম অ্যাক্টিভেশনের পর একবারই পাওয়া যাবে, এবং মেয়াদ রিচার্জের দিন থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত।
  • ফ্রি মিনিট ও এসএমএস যেকোনো লোকাল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য।
  • রিচার্জকৃত ১০০ টাকা মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
  • পে-পার ইউজ একদিনে সর্বোচ্চ ৫ টাকা।
  • টেলিটক-এর বিদ্যমান সকল গ্রাহক (১০০ টাকা রিচার্জ অফার ব্যাতীত) শতবর্ষ প্যাকেজের অন্যান্য সকল অফারসমূহ উপভোগ করতে পারবেন।
  • স্পেশাল ইন্টারনেট অফার শতবর্ষ ও টেলিটক-এর সকল প্রিপেইড প্যাকেজের জন্যে প্রযোজ্য।

টেলিটক শতবর্ষ সিম সম্পর্কে বিশেষ দ্রষ্টব্য

  • স্পেশাল  ইন্টারনেট অফার পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
  • সকল ট্যারিফে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য হবে।
  • ফ্রি টকটাইম এবং এসএমএস যেকোনো অপারেটরে ব্যবহার করা যাবে, তবে শর্ট কোড যেমনঃ ১২১, ১৬২১৬ ইত্যাদি ছাড়া। সর্বশেষ তথ্য টেলিটক ওয়েবসাইটে জানুন। 👉 টেলিটক অ্যাপে ব্যালেন্স ট্রান্সফার করুন সহজেই

টেলিটকের বর্ণমালা এবং শতবর্ষের মধ্যে কোন সিমটি কেনা ভালো হবে?

যদি কলরেটের কথা চিন্তা করা হয় তাহলে টেলিটকের শতবর্ষ সিমের থেকে বর্ণমালা সিমে দুই পয়সা কমে প্রতি মিনিট কথা বলা সম্ভব। তবে কলরেটের দিক দিয়ে শতবর্ষ সিমের থেকে এগিয়ে থাকলেও ইন্টারনেট প্যাকেজের দিক দিয়ে বর্ণমালা সিম কিছুটা পিছিয়ে থাকবে। কেননা শতবর্ষ সিমের বিশেষ ইন্টারনেট সুবিধার কারণে অনেক কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে সাধারণ ব্যবহারকারীরা।

তবে টেলিটকের বর্ণমালা সিম ক্রয়ের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হওয়া জরুরি বিধায় সবার পক্ষে এই সিম ক্রয় করা সম্ভব নয়। তবে আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে।

টেলিটকের জনপ্রিয় দুইটি সিম বর্ণমালা এবং শতবর্ষ সম্পর্কিত আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *