আপনার শাওমি ফোন কি MIUI 15 আপডেট পাবে? দেখুন সম্ভাব্য তালিকা

মিইউআই ১৫ সম্পর্কে খবর আসছে অনেকদিন ধরেই। তবে এখনো নিশ্চিত করে শাওমি জানায়নি কোন কোন ফিচারগুলো আসতে যাচ্ছে মিইউআই এর নতুন ভার্সনে। তবে এক বিশ্বস্ত উৎস, Xiaomiui থেকে জানা গিয়েছে মিইউআই ১৫ আপডেট পাবে এমন সম্ভাব্য ডিভাইসগুলোর তালিকা।

চলুন জেনে নেওয়া যাক মিইউআই ১৫ আপডেট পাবে যেসব শাওমি, রেডমি ও পোকো ডিভাইস সেগুলোর সম্ভাব্য তালিকা। পাশাপাশি মিইউআই ১৫ এর সম্ভাব্য কিছু ফিচার সম্পর্কেও জানবো পোস্টের শেষে।

মিইউআই ১৫ আপডেট পাবে যেসব ডিভাইস

প্রথমে আমরা জানব কোন কোন শাওমি, রেডমি ও পোকো ব্র্যান্ডেড ডিভাইসে আসতে পারে মিইউআই ১৫ এর আপডেট।

শাওমি

নিচের শাওমি ব্রান্ডেড ডিভাইসগুলো মিইউআই ১৫ এর আপডেট পেতে পারে।

  • শাওমি ১৩টি
  • শাওমি ১৩টি প্রো
  • শাওমি মিক্স ফোল্ড ১
  • শাওমি মিক্স ফোল্ড ২
  • শাওমি সিভি ১
  • শাওমি সিভি ১এস
  • শাওমি সিভি ২
  • শাওমি সিভি ৩
  • শাওমি প্যাড ৬
  • শাওমি প্যাড ৬ প্রো
  • শাওমি প্যাড ৬ প্রো ম্যাক্স
  • শাওমি ১৩ প্রো
  • শাওমি ১৩ লাইট
  • শাওমি ১৩ আলট্রা
  • শাওমি ১২
  • শাওমি ১২এক্স
  • শাওমি ১২টি
  • শাওমি ১২ প্রো
  • শাওমি ১২এস আলট্রা
  • শাওমি ১২টি প্রো
  • শাওমি ১২টি ১২এস
  • শাওমি ১২টি ১২এস প্রো
  • শাওমি ১২টি লাইট
  • শাওমি ১২এস ডাইমেনসিটি
  • শাওমি প্যাড ৫
  • শাওমি প্যাড ৫ প্রো
  • শাওমি ১১আই
  • শাওমি ১১আই হাইপারচার্জ
  • শাওমি মি ১১
  • শাওমি মি ১১এক্স
  • শাওমি মি ১১এক্স প্রো
  • শাওমি মি ১১আই
  • শাওমি মি ১১ প্রো
  • শাওমি মি ১১ এলই
  • শাওমি ১১ আলট্রা
  • শাওমি ১১ লাইট ৪জি
  • শাওমি ১১ লাইট এনই
  • শাওমি ১১ লাইট ৫জি

রেডমি

নিচের রেডমি ব্রান্ডেড ডিভাইসগুলো মিইউআই ১৫ এর আপডেট পেতে পারে।

  • রেডমি কে৬০
  • রেডমি কে৬০ই
  • রেডমি কে৬০ প্রো
  • রেডমি কে৬০ আলট্রা
  • রেডমি প্যাড
  • রেডমি প্যাড এসই
  • রেডমি কে৪০
  • রেডমি কে৪০ প্রো
  • রেডমি কে৪০ প্রো+
  • রেডমি কে৪০ গেমিং
  • রেডমি নোট ১০ ৫জি
  • রেডমি নোট ১০ প্রো
  • রেডমি নোট ১০  এস
  • রেডমি নোট ১০ প্রো ৫জি
  • রেডমি ১০
  • রেডমি ১০ প্রাইম
  • রেডমি নোট ১১
  • রেডমি নোট ১১ প্রো
  • রেডমি নোট ১১ প্রো+
  • রেডমি নোট ১১ ৪জি
  • রেডমি নোট ১১টি
  • রেডমি নোট ১১টি প্রো ৫জি
  • রেডমি নোট ১১টি প্রো+
  • রেডমি নোট ১১ প্রো ৫জি
  • রেডমি নোট ১১ই
  • রেডমি নোট ১১এস ৫জি
  • রেডমি নোট ১১ এসই
  • রেডমি নোট ১১টি প্রো
  • রেডমি নোট ১১টি প্রো+
  • রেডমি নোট ১১আর
  • রেডমি কে৫০ প্রো
  • রেডমি কে৪০এস
  • রেডমি কে৫০
  • রেডমি কে৫০আই
  • রেডমি কে৫০আই প্রো
  • রেডমি কে৫০ আলট্রা
  • রেডমি কে৫০ গেমিং
  • রেডমি ১০ প্রাইম+ ৫জি
  • রেডমি ১০ ৫জি
  • রেডমি ১১ প্রাইম
  • রেডমি ১১ প্রাইম ৫জি
  • রেডমি নোট ১২
  • রেডমি নোট ১২ প্রো
  • রেডমি নোট ১২ প্রো+
  • রেডমি নোট ১২ প্রো এক্সপ্লোরার এডিশন
  • রেডমি নোট ১২ প্রো স্পিড
  • রেডমি নোট ১২ প্রো ৪জি
  • রেডমি নোট ১২এস
  • রেডমি নোট ১২ টার্বো
  • রেডমি নোট ১২আর প্রো
  • রেডমি নোট ১২আর
  • রেডমি নোট ১২ ৫জি
  • রেডমি ১২
  • রেডমি ১২সি

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

xiaomi redmi note 11

👉 শাওমি রেডমি নোট ১৩ সিরিজ এলো বিশাল চমক নিয়ে

পোকো

নিচের পোকো ব্রান্ডেড ডিভাইসগুলো মিইউআই ১৫ এর আপডেট পেতে পারে।

  • পোকো এক্স৫ জি
  • পোকো এক্স৫ প্রো ৫জি
  • পোকো এম৬ প্রো
  • পোকো এফ৫
  • পোকো সি৫৫
  • পোকো এফ৫ প্রো
  • পোকো এম৫
  • পোকো এম৫এস
  • পোকো এক্স৪ জিটি
  • পোকো এফ৪
  • পোকো এফ৪ জিটি
  • পোকো এম৪ ৪জি
  • পোকো এম৪ ৫জি
  • পোকো এম৪ প্রো
  • পোকো এম৪ প্রো ৫জি
  • পোকো এক্স৪ প্রো ৫জি

উল্লেখিত ডিভাইসগুলোর পাশাপাশি রেডমি ১০ পাওয়ার, রেডমি ১০সি, রেডমি ১০ ফর ইন্ডিয়া ও মি১০এস ডিভাইসগুলোতেও মিইউআই ১৫ এর আপডেট আসতে পারে।

শাওমি মিইউআই ১৫ ফিচারসমূহ 

শাওমি মিইউআই ১৫ এর সম্ভাব্য ফিচারগুলো জেনে নেওয়া যাক:

  • কাস্টমাইজেশন অপশন: লক স্ক্রিনে কাস্টমাইজেশনে অনেক নতুনত্ব আসতে যাচ্ছে, ক্লক, ডেইট, ওয়েদার, ইত্যাদি ইনফো কাস্টমাইজ করা যাবে। ব্যবহার করা যাবে এআই জেনারেটেড ওয়ালপেপার
  • ইম্প্রুভড প্রাইভেসি: পুরোনো এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল ব্লক করে দেওয়া বা পিন প্রদানের সময় এনিমেশন অফ করে দেওয়ার মত নতুন প্রাইভেসি ফিচার যুক্ত হবে
  • নতুন জেশ্চার ন্যাভিগেশন: নতুন জেশ্চার ন্যাভিভেশন অপশন আসছে যাতে আরো কমপ্লেক্স ইন্টারফেস থাকবে
  • ইম্প্রুভড পারফরম্যান্স: মিইউআই ১৪ চেয়ে অধিক পারফরম্যান্স এফিসিয়েন্ট হবে নতুন মিইউআই
  • নতুন গেমিং ফিচার: গেমারদের জন্য নতুন পারফরম্যান্স মোড আসছে যা ফোনকে গেমের জন্য আরো অপটিমাইজ করবে
  • নতুন ক্যামেরা ফিচার: ফটো ও ভিডিওর জন আলট্রা এইচডিআর ফিচার আসতে পারে
  • অন্যান্য পরিবর্তন: পিন প্রদানের সময় নতুন লকস্ক্রিন এনিমেশন, পার-এপ ল্যাংগুয়েজ সাপোর্ট, একসেসিবিলিটি পারমিশন ফর ডেভলপার, ইত্যাদি ফিচারও আসছে

এইতো গেলো সম্ভাব্য মিইউআই ১৫ সাপোর্টেড ডিভাইসের তালিকা ও নতুন ফিচারসমূহ। আপনার শাওমি, রেডমি বা পোকো ডিভাইস কি মিইউআই ১৫ এর আপডেট পাবে? মিইউআই ১৫ সম্পর্কে আপনার মতামত বাংলাটেক এর পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *