নগদ ১০টাকা গেম খেলে মোটরসাইকেল জিতুন, আরও আছে ১০০টাকা প্রাইজ

নগদ নিয়ে এলো “১০টাকা দৌড়” শিরোনামে নগদ ১০টাকা অফার। এই গেম থেকে জিতে নিতে পারেন ১০০ টাকা বোনাস। টপ স্কোরার হিসেবে জিততে পারবেন মোটরসাইকেল। এই পোস্টে নগদ ১০টাকা অফার সম্পর্কে বিস্তারিত জানবেন।

নগদ ১০টাকা অফার

নগদ ১০টাকা দৌড় ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার হিসেবে প্রতি সপ্তাহে বাইক জিতে নিতে পারবেন। আবার প্রতিদিন ১০০জন টপ স্কোরার পেয়ে যাবেন ১০০টাকা বোনাস। নগদ অ্যাপে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করে “১০টাকার দৌড়” অপশনে ট্যাপ করুন। এবার “খেলুন” অপশনে ট্যাপ করুন, দেখতে পাবেন গেম শুরু হচ্ছে। এবার আপনার নগদ নাম্বার লিখে “খেলুন” অপশনে ট্যাপ করুন। তাহলে গেম খেলতে পারবেন।

স্ক্রিনে গেম খেলে টপ স্কোরার হয়ে দৈনিক ও সপ্তাহিক পুরস্কার জিতে নিতে পারবেন। সকল নগদ গ্রাহক অ্যাপ ব্যবহার করে “১০টাকার দৌড় ইন-অ্যাপ গেমে” অংশগ্রহণ করতে পারবেন।

শর্তাবলি

  • নগদ ১০টাকা অফার পেতে ১০টাকা দৌড় ইন-অ্যাপ গেমে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদিন টপ স্কোরার ১০০জন ১০০টাকা বোনাস পেয়ে যাবেন। সবচেয়ে বেশি স্কোর করা একজন প্রতি সপ্তাহে মোটরসাইকেল জিতে নিতে পারবেন
  • ১০টাকার দৌড় ইন-অ্যাপ গেমে অংশগ্রহণ করলে নগদ প্রদত্ত সকল শর্ত মেনে নিতে হবে, অংশগ্রহণকারী প্রদত্ত সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করবে নগদ
  • ইন-অ্যাপ গেমে প্রতিযোগীগণ একের পর এক বাধা অতিক্রম করে দৌড় চালিয়ে যাবেন, সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন একজন প্রতিযোগী। আটকে গেলে খেলা শেষ হবে ও স্কোর দেখতে পাবেন
  • প্রতিদিন সর্বোচ্চ ১০০জন অধিক স্কোর করা অংশগ্রহণকারী পেয়ে যাবেন ১০০টাকা বোনাস। বিজয়ীগণ তাদের একটিভ নগদ একাউন্টে পরবর্তী তিনদিনের মধ্যে বোনাস পেয়ে যাবেন
  • একজন অংশগ্রহণকারী যতবার ইচ্ছা ততবার গেম খেলার সুযোগ পাবেন। পুরস্কার জেতার ক্ষেত্রে ঐ দিনে করা সেরা স্কোরটিকে বিবেচনায় ধরা হবে
  • লিডারবোর্ড হিসাব করা হবে প্রতিদিন রাত ১২টা থেকে পরের দিন রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন বিজয়ী সর্বোচ্চ একবার ১০০টাকা বোনাস পাবেন
  • প্রতি সপ্তাহে একজন টপ স্কোরার মোটরসাইকেল জিতবেন। তবে পুরস্কার জিততে অবশ্যই ক্যাম্পেইন এর শর্ত পূরণ করতে হবে। সম্পূর্ণ ক্যাম্পেইনে এই পুরস্কার সর্বোচ্চ একবার পাওয়া যাবে
  • প্রতি সপ্তাহে মোট একজন করে পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে মোট ৪জন অংশগ্রহণকারী মোটরসাইকেল জিতে নিবেন
  • এখানে মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহ হিসাব করা হবে
  • দুইজন প্রতিযোগীর স্কোর একই হলে বিজয়ী নির্বাচন করা হবে খেলার সময় বিবেচনা করে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ ১০টাকা গেম খেলে জিতে নিন মোটরসাইকেল এবং ১০০টাকা বোনাস

👉 ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার উপায় – সকল সিম

এছাড়া নগদ এর পক্ষ থেকে কিছু সাবধানতা ও নির্দেশনা রয়েছে, যেমনঃ

  • নগদ ১০টাকার অফারে অংশগ্রহণকারী যদি জালিয়াতি বা অসততা, অসদুপায় ইত্যাদির মাধ্যমে জয়ী হয় বলে নগদ জানতে পারে, তবে উক্ত বিজয়ীকে অযোগ্য বলে ঘোষণা করবে নগদ
  • নগদ এর কোনো কর্মচারী, কর্মকর্তা বা সম্পৃক্ত কেউ পুরস্কার জিততে পারবেন না
  • মোটরসাইকেল বিজয়ীর নগদ অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই করা হবে
  • এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে এবং গেম – এ অংশগ্রহন করার জন্য আপনার ‘নগদ’-এর অ্যাকাউন্টটি অবশ্যই একটিভ থাকতে হবে
  • এই ক্যাম্পেইনটি ১৮ অক্টোবর, ২০২২ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া না পর্যন্ত চলতে থাকবে
  • নগদ-এর অভ্যন্তরীণ নীতি এবং ক্যাম্পেইনের শর্তাবলী সাপেক্ষে ‘মোটরসাইকেল’ বিজয়ী চূড়ান্ত নির্বাচন করা হবে
  • উল্লেখিত শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে নগদ
  • এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ- এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
  • নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি কোনো সময় একাউন্টের পিন বা ওটিপি কোড জানতে চাইবেনা। তাই কল বা এসএমএস এর মাধ্যমে কেউ এসব তথ্য চাইলে তা প্রদান করবেন না ও নগদ কতৃপক্ষকে জানান
  • শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭ নাম্বার থেকেই গ্রাহকের সাথে যোগাযোগ করবে নগদ
  • এই ক্যাম্পেইন এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন
  • উপরোক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য গ্রাহকের কোন ক্ষতি হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না
  • ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক নগদের হটলাইন নাম্বারে ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ অবহিত করতে পারবেন

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *