আপনার শাওমি ফোন MIUI 14 আপডেট পাবে কিনা জেনে নিন

২০২০সালে মুক্তি পায় মিইউআই ১২, এরপর ২০২১ সালে আসে মিইউআই ১২.৫, সর্বশেষ মিইউআই ১৩ এর আপডেট দেখতে পাই আমরা যা গত বছর এসেছে। ইতিমধ্যে খবর এলো শাওমি, মি, রেডমি, ও পোকো ফোন এর জন্য পরবরতী আপডেট, মিইউআই ১৪ এর। এই পোস্টে জানবেন যেসব ডিভাইস মিইউআই ১৪ আপডেট পাবে, সেসব ডিভাইস এর তালিকা।

মিইউআই ১৪ কি? ফিচারসমূহ কেমন হবে?

অ্যান্ড্রয়েড ১৩ এর উপর ভিত্তি করে তৈরী মিইউআই ১৪ এর আপডেট ২০২২সাল শেষ হওয়ার আগেই অনেক ফোনে চলে যাবে। ইতিমধ্যে শাওমি’র কিছু ন্যাটিভ অ্যাপে মিইউআই ১৪ ভিত্তিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

স্বভাবতই নতুন ডিজাইন এর দেখা মিলবে মিইউআই ১৪ তে। মিইউআই ১২ এর পর মিইউআই ১৩ আসে, যাতে তেমন একটা আহামরি পরিবর্তন চোখে পড়েনি। তবে মিইউআই ১৪ এর ডিজাইনে লক্ষ্যণীয় পরিবর্তন দেখা যাবে।

সময়ের সাথে মিইউআই ১৪ এর নতুন ফিচার ও পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে একটি পোস্টে আমরা মিইউআই ১৪ এর যেসব ফিচার জানা গিয়েছে সেসব সম্পর্কে আলোচনা করেছি যা আমাদের পোষ্টে লিংক করা রয়েছে।

MIUI 14 আপডেট পাবে যেসব শাওমি ফোন

যেসব ডিভাইস মিইউআই ১৪ এর আপডেট পাবে সেগুলোর (বিভিন্ন সূত্রে প্রাপ্ত) তালিকা নিচে দেওয়া হলো। এখানে শাওমি / মি, রেডমি, ও পোকো ফোনগুলোকে আলাদা করে সাজানো হয়েছে যাতে পাঠকগণ খুব সহজে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে পারেন। আগেই জানিয়ে রাখছি এই তালিকা পরবর্তীতে পরিবর্তন হলেও হতে পরে।

শাওমি / মি

নিচের শাওমি / মি ব্র্যান্ডেড ডিভাইসগুলো মিইউআই ১৪ এর আপডেট পাবেঃ

  • শাওমি ১৩ প্রো
  • শাওমি ১৩
  • শাওমি ১২
  • শাওমি ১২ প্রো
  • শাওমি ১২এক্স
  • শাওমি ১২ আলট্রা
  • শাওমি ১২এস
  • শাওমি ১২এস প্রো
  • শাওমি ১২এস প্রো ডাইমেনসিটি এডিশন
  • শাওমি ১২ লাইট
  • শাওমি ১২টি
  • শাওমি ১২টি প্রো
  • শাওমি ১১টি
  • শাওমি ১১টি প্রো
  • মি ১১ লাইট ৪জি
  • মি ১১ লাইট ৫জি
  • মি ১১ লাইট ৫জি এনই
  • মি ১১ এলই
  • মি ১১
  • মি ১১আই
  • শাওমি ১১আই হাইপারচার্জ
  • মি ১১ আলট্রা
  • মি ১১ প্রো
  • মি ১১এক্স
  • মি ১১এক্স প্রো
  • শাওমি মিক্স ৪
  • শাওমি মিক্স ফোল্ড
  • শাওমি মিক্স ফোল্ড ২
  • শাওমি সিভি
  • শাওমি সিভি ১এস
  • মি ১০
  • মি ১০আই ৫জি
  • মি ১০এস
  • মি ১০ প্রো
  • মি ১০ লাইট
  • মি ১০ লাইট জুম
  • মি ১০ আলট্রা
  • মি ১০টি
  • মি ১০টি প্রো
  • মি ১০টি লাইট
  • শাওমি প্যাড ৫
  • শাওমি প্যাড ৫ প্রো
  • শাওমি প্যাড ৫ প্রো ৫জি

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

xiaomi 12 pro

👉 শাওমি MIUI 14 নিয়ে কাজ করছে, যা জানা গেল

রেডমি

নিচের রেডমি ব্র্যান্ডেড ফোনগুলো মিইউআই ১৪ এর আপডেট পাবেঃ

  • রেডমি নোট ১১
  • রেডমি নোট ১১ ৫জি
  • রেডমি নোট ১১এসই 
  • রেডমি নোট ১১ ৪জি
  • রেডমি নোট নোট ১১টি ৫জি
  • রেডমি নোট ১১ প্রো ৫জি
  • রেডমি নোট ১১ প্রো+ ৫জি
  • রেডমি নোট নোট ১১এস
  • রেডমি নোট ১১এস ৫জি
  • রেডমি নোট ১১ প্রো ৪জি
  • রেডমি নোট ১১ই
  • রেডমি নোট ১১ই প্রো
  • রেডমি নোট ১১টি প্রো
  • রেডমি ১১টি প্রো+
  • রেডমি নোট ১০ প্রো ৪জি
  • রেডমি নোট ১০ প্রো
  • রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
  • রেডমি নোট ১০
  • রেডমি নোট ১০এস
  • রেডমি নোট ১০ লাইট
  • রেডমি নোট ১০ ৫জি
  • রেডমি নোট ১০টি ৫জি
  • রেডমি নোট ১০টি জাপান
  • রেডমি নোট ১০প্রো ৫জি
  • রেডমি নোট ৯ ৪জি
  • রেডমি নোট ৯ ৫জি
  • রেডমি নোট ৯টি ৫জি
  • রেডমি নোট ৯ প্রো ৫জি
  • রেডমি কে৫০
  • রেডমি কে৫০ গেমিং
  • রেডমি কে৫০আই
  • রেডমি কে৫০আই প্রো
  • রেডমি কে৫০এস
  • রেডমি কে ৫০এস প্রো
  • রেডমি কে৪০এস
  • রেডমি কে৪০ প্রো
  • রেডমি কে৪০ প্রো+
  • রেডমি কে৪০
  • রেডমি কে৪০ গেমিং
  • রেডমি কে৩০এস আলট্রা
  • রেডমি কে৩০ আলট্রা
  • রেডমি কে৩০ ৪জি
  • রেডমি কে৩০ প্রো
  • রেডমি নোট ৮ (২০২১)
  • রেডমি ১০সি
  • রেডমি ১০এ
  • রেডমি ১০ পাওয়ার
  • রেডমি ১০এ
  • রেডমি ১০ পাওয়ার
  • রেডমি ১০
  • রেডমি ১০ ৫জি
  • রেডমি ১০ প্রাইম+ ৫জি
  • রেডমি ১০ (ইন্ডিয়া)
  • রেডমি ১০ প্রাইম
  • রেডমি ১০ প্রাইম ২০২
  • রেডমি ১০ ২০২২
  • রেডমি ৯টি
  • রেডমি ৯ পাওয়ার

পোকো

নিচের পোকো ব্র্যান্ডেড ফোনগুলো মিইউআই ১৪ এর আপডেট পাবেঃ

  • পোকো এম৩
  • পোকো এম৪ প্রো ৪জি
  • পোকো এম৪ ৫জি
  • পোকো এম৫
  • পোকো এম৫এস
  • পোকো এক্স৪ প্রো ৫জি
  • পোকো এম৪ প্রো ৫জি
  • পোকো এম৩ প্রো ৫জি
  • পোকো এক্স৩
  • পোকো এক্স৩ এনএফসি
  • পোকো এক্স৩ প্রো
  • পোকো এক্স৩ জিটি
  • পোকো এক্স৪ জিটি
  • পোকো এফ৪
  • পোকো এফ৩
  • পোকো এফ৩ জিটি
  • পোকো সি৪০
  • পোকো সি৪০+

মিইউআই ১৪ আপডেট কখন আসবে

প্রাপ্ত তথ্যমতে, শীঘ্রই মুক্তি পেয়ে যাওয়া শাওমি ১৩ সিরিজ এর সাথে মিইউআই ১৪ এর সূচনা হবে। যেহেতু শাওমি ১৩ সিরিজ নভেম্বর মাসে ঘোষণা করা হবে, তাই মিইউআই ১৪ এর আপডেট একই সময়ে আসতে পারে। উল্লেখিত তালিকার সকল ফোন অ্যান্ড্রয়েড ১৩ এর আপডেট আকারে মিইউআই ১৪ এর আপডেট পেয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে এই তালিকা ও সময়কাল পরিবর্তন হতে পরে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *