টেলিটকে ২৫জিবি ডাটা প্যাক এলো সাশ্রয়ী দামে

শুরু হয়ে গেলো টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২২। আমাদের পোস্ট থেকে টি২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি জেনে নিতে পারেন। কিন্তু টি২০ বিশ্বকাপ লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য ইন্টারেট ডাটা দরকার? চিন্তার কোনো কারণ নেই! টি২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টেলিটক নিয়ে এসেছে অসাধারণ দুইটি ডাটা প্যাক, যাতে পেয়ে যাচ্ছেন কম দামে বেশি ভলিউম এর ইন্টারনেট।

এবার কম খরচে লাইভ ক্রিকেট খেলা স্ট্রিম করতে পারবেন বা ভিডিও দেখতে পারবেন নিজের সুবিধামত, তাও আবার সাশ্রয়ী দামে। চলুন জেনে নেওয়া যাক টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে টেলিটক এর নতুন দুইটি প্যাক সম্পর্কে।

টেলিটক ২৫জিবি ইন্টারনেট প্যাক

টেলিটক দিচ্ছে মাত্র ১৫৯টাকায় ২৫জিবি ইন্টারনেট। ১৫৯টাকার এই ২৫জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর মেয়াদ থাকবে ১৫দিন। উক্ত ১৫দিন মেয়াদের ২৫জিবি টেলিটক ইন্টারনেট কিনতে ডায়াল করতে হবে *111*198# নাম্বারে।

টেলিটক ২৫জিবি ইন্টারনেট প্যাকঃ

  • ইন্টারনেট অফারঃ ২৫জিবি
  • মেয়াদঃ ১৫দিন
  • দামঃ ১৫৯টাকা
  • কেনার কোডঃ *111*198#

টেলিটক ১২জিবি ইন্টারনেট প্যাক

টেলিটক দিচ্ছে মাত্র ৯৭টাকায় ১২জিবি ইন্টারনেট অফার। ৯৭টাকায় ১২জিবি ইন্টারনেট প্যাক এর মেয়াদ ৭দিন। প্যাকটি কেনা যাবে ৯৭টাকা রিচার্জ করে। এছাড়া *111*97# নাম্বারে ডায়াল করেও ৭দিন মেয়াদের ১২জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেলিটক ১২জিবি ইন্টারনেট প্যাকঃ

  • ইন্টারনেট অফারঃ ১২জিবি
  • মেয়াদঃ ৭দিন
  • দামঃ ৯৭টাকা
  • কেনার কোডঃ *111*97# / রিচার্জ ৯৭টাকা

টেলিটক ১৭টাকায় ২জিবি প্যাক কেনার সুযোগ সীমিত হয়ে যাওয়ায় অনেকে বিকল্প প্যাক এর খোঁজ করছেন। ১৭টাকায় ২জিবি ইন্টারনেট প্যাক এর পরিবর্তে কিনতে পারেন কিছু অসাধারণ প্যাক, উক্ত প্যাকসমূহ সম্পর্কে জানতে আমাদের লিংক করা পোস্ট ঘুরে আসুন। 👉 টেলিটক ১৭টাকায় ২জিবি প্যাক এর সেরা বিকল্প প্যাকগুলো সম্পর্কে জানুন

টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ এর আসর ইতিমধ্যে চলছে। ক্রিকেট বিশ্বকাপ এর সম্পূর্ণ সময়সূচী পেয়ে যাবেন পোস্টের শেষে লিংক করা আর্টিকেল থেকে। তাই আপনার কাছে বিশ্বকাপ এর সময়সূচী না থাকলে আমাদের লিংক করা পোস্ট ঘুরে আসতে পারেন। এছাড়া ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখার পোস্টও নিচে লিংক করা রয়েছে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

👉 টি২০ বিশ্বকাপ লাইভ ক্রিকেট খেলা দেখার উপায়

👉 টি২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *