বিকাশ কুইজে ২০০০ টাকা মেগা প্রাইজ, সাথে প্রতিদিন ৫০ টাকা পুরস্কার!

ক্রিকেট ফ্যানদের জন্য বিকাশ নিয়ে এলো দুর্দান্ত অফার। বিকাশ অ্যাপের “সাজেশন” সেকশন থেকে “বিকাশ কুইজ” আইকনে ট্যাপ করে অংশগ্রহণ করুন কুইক প্রতিযোগিতায়।

কুইজের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ২,০০০জন জিতে নিতে পারবেন ৫০টাকা বোনাস। ডেইলি প্রাইজ জিতে কুইজ খেললে টুর্নামেন্ট শেষে পেয়ে যেতে পারেন ২,০০০টাকা মেগা প্রাইজ।

অফার চলাকালীন সময় একজন গ্রাহক বোনাস পাবেন একবার, কিন্তু কুইজে অংশগ্রহণের সুযোগ থাকছে যত খুশি ততবার। এই কুইজ অফার চলবে ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত।

বিকাশ কুইজ খেলার নিয়মঃ

  • quiz.bkash.com লিংকে প্রবেশ করুন
  • এরপর আপনার বিকাশ ফোন নাম্বার লিখুন
  • ক্যাপচা পুরণ করুন
  • এবার “খেলুন” অপশনে ট্যাপ করুন
  • ৫সেকেন্ড পর কুইজ দেখতে পাবেন
  • সর্বমোট ৩টি কুইজ পাবেন, প্রত্যেকটির সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন
  • কুইজ তিনটির উত্তর দেওয়ার পর কত সেকেন্ডে কুইজ শেষ করেছেন ও কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তা দেখতে পাবেন
  • এরপর বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে পেয়ে যেতে পারেন পুরস্কার জেতার সুযোগ
  • “আবার খেলুন” অপশনে ট্যাপ করে একাধিকবার কুইজে অংশগ্রহণের সুযোগ তো থাকছেই

বিকাশ কুইজ অফার এর শর্তাবলীঃ

  • কুইজে অংশগ্রহণ করতে সক্রিয় বিকাশ নাম্বার প্রদান করতে হবে ও পুরস্কার পেতে অ্যাপ থেকে লেনদেন করতে হবে
  • অক্টোবর ১৬ থেকে নভেম্বর ১৩ পর্যন্ত একজন গ্রাহক যতবার খুশি ততবার কুইজ খেলতে পারবেন
  • প্রতিদিন সবচেয়ে কম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তরদাতা ও লেনদেন সম্পন্নকারী বিকাশ ব্যবহারকারীগণ প্রথম ২০০০জন পুরস্কার পাবেন
  • ডেইলি প্রাইজ এর বিজয়ী তালিকায় থাকতে একজন বিকাশ গ্রাহককে অবশ্যই তার বিকাশ একাউন্ট থেকে ১৬ অক্টোবর থেকে কুইজ খেলার দিন পর্যন্ত বিকাশ অ্যাপ থেকে একটি লেনদেন করতে হবে। এই লেনদেন হতে পারে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল, বা কার্ড টু বিকাশ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ কুইজে ২০০০ টাকা মেগা প্রাইজ, সাথে প্রতিদিন ৫০ টাকা পুরস্কার!

👉 ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার উপায়, এবং এর সুবিধা-অসুবিধা জানুন

  • ক্যাম্পেইন চলাকালীন সময় একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৫০টাকা বোনাস একবার পাবেন
  • ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২০০জন গ্রাহক মেগা প্রাইজ ২,০০০টাকা পাবেন। বিজয়ীর তালিকায় থাকতে হলে ক্যাম্পেইন শেষ হওয়ার আগে নিচের ৫টি সেবা থেকে কমপক্ষে ৩টি সেবা ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে হবে
    • বিকাশ অ্যাপ থেকে পে বিল
    • বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি
    • বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট
    • বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ
    • ক্যাশ ইন/ কার্ড টু বিকাশ
  • পুরস্কার পেতে অবশ্যই বিকাশ গ্রাহকের একাউন্ট একটিভ থাকতে হবে ও অ্যাপে সফলভাবে রেজিস্ট্রেশন করতে হবে। গ্রাহকের একাউন্টজনিত কোনো সমস্যার কারণে পুরস্কার প্রদান করা না গেলে সেক্ষেত্রে বিকাশ দায়ী থাকবেনা
  • কুইজ ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিনের বিজয়ীদের তালিকা কুইজ প্ল্যাটফর্মে পরের দিন দুপুর ২টার মধ্যে ঘোষণা করা হবে 
  • যদি কুইজে কোনো অংশগ্রহণকারী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে  বিকাশ কর্তৃপক্ষকে নিজের নাম বিজয়ীর তালিকায় প্রকাশের অনু্মতি দিচ্ছেন বলে ধরে নিবে বিকাশ
  • বিজয়ী ঘোষণার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্টে বিকাশ ই-মানি হিসেবে পুরস্কারের অর্থ পৌছে দেয়া হবে
  • কোনো ব্যক্তি যেকোনো সন্দেহজনক কাজ বা সুবিধা পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করলে, তা পর্যবেক্ষণ করা হবে এবং উক্ত একাউন্ট ক্যাম্পেইনে অংশগ্রহণ থেকে বাতিল করা হবে
  • বিকাশ কোন পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যে কোন সময় যেকোনো শর্ত সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে
  • বিকাশ কর্তৃপক্ষ এই কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তুর সম্পূর্ণ কপিরাইট সংরক্ষণ করে। এই কুইজ প্রতিযোগিতা বা  এর যেকোন কনটেন্টের প্রতিলিপি তৈরি বা এর অবৈধ বিতরণ করলে তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিকাশ
  • বিজয়ী প্রতিযোগীর কোনোরূপ কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক প্রতিযোগিতার নিয়মাবলীর লংঘন হয়েছে, সেক্ষেত্রে বিকাশ কর্তৃপক্ষ প্রতিযোগীর পুরস্কার বাতিলের অধিকার সংরক্ষণ করে
  • বিকাশ কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ ছাড়াই পুরো প্রতিযোগিতার শর্তাবলি, সংযোজন বা পরিবর্তন কিংবা সম্পূর্ণ প্রতিযোগিতাটি বাতিল করতে পারে 
  • বিকাশ এর চাকুরিজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না
  • কুইজ অংশগ্রহণকারী বিকাশ গ্রাহকগণ গএন-এর বর্ণিত নিয়ম ও শর্তাবলী পড়ে এবং বুঝে তাতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হবে

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *