অ্যাপলের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ৫এস ব্যবহারকারীরা ব্লু-স্ক্রিন অব ডেথ (বিএসওডি) সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদিও ব্লু-স্ক্রিন রিবুট সাধারণত উইন্ডোজ কম্পিউটারেই ঘটতে দেখা যায়, তবে বেশ কিছু আইফোন ইউজার তাদের মোবাইলেও একই ইস্যু লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন।
ব্লু-স্ক্রিন রিবুটের এই সমস্যাটি মূলত আইফোন 5S এ হচ্ছে এবং বিশেষ করে যখন অ্যাপলের ফ্রি আইওয়ার্ক অ্যাপে কাজ করা হয় তখনই এটি বেশি ঘটে থাকে। বিভিন্ন অ্যাপের মধ্যে মাল্টি টাস্ক সুইচিংয়ের সময়ও বিএসওডি হয়ে থাকে। এছাড়া স্মার্টফোনটি ব্যবহারের সময় হঠাত করে রিস্টার্ট নেয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।
আইফোন ৫ এস এবং ৫সি আইওএস ৭ প্রিলোডেড অবস্থায়ই এসেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই এতে একাধিক নিরাপত্তা ত্রুটি দেখা দেয় এবং সেগুলোর ফিক্সও ইস্যু করে অ্যাপল। তবে ব্লু-স্ক্রিন সমস্যার সমাধান জনিত কোন প্যাচ এখনও আপডেট করেনি টেক জায়ান্ট।
বিষয়টি নিয়ে অ্যাপল ফোরামে আলোচনা চলছে। আপনিও যদি আইফোনে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অ্যাপলের এই অফিসিয়াল সাপোর্ট পেজে চোখ রাখতে পারেন।
এখানে আইফোন ৫এস এর ব্লু স্ক্রিন রিবুটের একটি ভিডিও এমবেড করে দেয়া হলঃ
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।