চলুন জেনে নিই বাংলালিংকের থ্রিজি প্যাকেজ ট্যারিফ (অফিসিয়াল)

banglalink 3gদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের থ্রিজি ইন্টারনেট, ভিডিও কল ও অন্যান্য কনটেন্টের মূল্য ঘোষণা করেছে। আপাতত কোম্পানিটি শুধুমাত্র ১ এমবিপিএস স্পিডের থ্রিজি ডেটা প্ল্যান সরবরাহ করছে। বর্তমানে ঢাকার গুলশান, বনানী, বনানী ডিওএইচএস, বারিধারা, মতিঝিল ও চট্টগ্রামের আগ্রাবাদে থ্রিজি কভারেজ দিচ্ছে বাংলালিংক। চলুন দেখি কী ট্যারিফ প্ল্যান নিয়ে আসছে অপারেটরটি।

বাংলালিংক থ্রিজি ইন্টারনেট প্যাকেজঃ

package name suitable device package price (tk) quota (volume) validity (in days) activation code
player feature+ 30 50mb 5 *5000*501#
browser feature+ 100 200mb 7 *5000*503#
super browser feature+ 200 350mb 10 *5000*504#
surfer feature+, smartphone 250 500mb 15 *5000*505#
smart surfer smartphone 350 1gb 30 *5000*506#
extreme surfer smartphone 550 2gb 30 *5000*507#
downloader smartphone 750 3gb 30 *5000*508#
crazy downloader smartphone, tab 950 5gb 30 *5000*509#
mega downloader dongle 1600 10gb 30 *5000*510#

আপনার অবশিষ্ট থ্রিজি ডেটা ভলিউম জানতে ডায়াল করুন *222*3# নম্বরে। প্যাকেজের নির্ধারিত ভলিউম ব্যবহার করা হয়ে গেলে মেয়াদ থাকাকালীন প্রতি ১০ কিলোবাইটের জন্য ১ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এ ব্যাপারে আরও জানতে আপনার বাংলালিংক ফোন থেকে কল করুন 77666 নাম্বারে (ফ্রি);

থ্রিজি ডেটা প্যাক চালুর মাধ্যমে আপনার বাংলালিংক টুজি সিম থ্রিজি উপযোগী হবে। এরপর এই সংযোগ থেকে ৫০ পয়সা/১০ সেকেন্ড রেটে থ্রিজি নেটওয়ার্কের আওতাভুক্ত বাংলালিংক নাম্বারে ভিডিও কল করতে পারবেন। সকল মূল্যের ওপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *