চলুন জেনে নিই বাংলালিংকের থ্রিজি প্যাকেজ ট্যারিফ (অফিসিয়াল)

banglalink 3gদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের থ্রিজি ইন্টারনেট, ভিডিও কল ও অন্যান্য কনটেন্টের মূল্য ঘোষণা করেছে। আপাতত কোম্পানিটি শুধুমাত্র ১ এমবিপিএস স্পিডের থ্রিজি ডেটা প্ল্যান সরবরাহ করছে। বর্তমানে ঢাকার গুলশান, বনানী, বনানী ডিওএইচএস, বারিধারা, মতিঝিল ও চট্টগ্রামের আগ্রাবাদে থ্রিজি কভারেজ দিচ্ছে বাংলালিংক। চলুন দেখি কী ট্যারিফ প্ল্যান নিয়ে আসছে অপারেটরটি।

বাংলালিংক থ্রিজি ইন্টারনেট প্যাকেজঃ

package namesuitable devicepackage price (tk)quota (volume)validity (in days)activation code
playerfeature+3050mb5*5000*501#
browserfeature+100200mb7*5000*503#
super browserfeature+200350mb10*5000*504#
surferfeature+, smartphone250500mb15*5000*505#
smart surfersmartphone3501gb30*5000*506#
extreme surfersmartphone5502gb30*5000*507#
downloadersmartphone7503gb30*5000*508#
crazy downloadersmartphone, tab9505gb30*5000*509#
mega downloaderdongle160010gb30*5000*510#

আপনার অবশিষ্ট থ্রিজি ডেটা ভলিউম জানতে ডায়াল করুন *222*3# নম্বরে। প্যাকেজের নির্ধারিত ভলিউম ব্যবহার করা হয়ে গেলে মেয়াদ থাকাকালীন প্রতি ১০ কিলোবাইটের জন্য ১ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এ ব্যাপারে আরও জানতে আপনার বাংলালিংক ফোন থেকে কল করুন 77666 নাম্বারে (ফ্রি);

থ্রিজি ডেটা প্যাক চালুর মাধ্যমে আপনার বাংলালিংক টুজি সিম থ্রিজি উপযোগী হবে। এরপর এই সংযোগ থেকে ৫০ পয়সা/১০ সেকেন্ড রেটে থ্রিজি নেটওয়ার্কের আওতাভুক্ত বাংলালিংক নাম্বারে ভিডিও কল করতে পারবেন। সকল মূল্যের ওপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *