থ্রিজি চালু করল এয়ারটেল!

Airtel 3gআনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালু করল এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার বেলা ১১:৩০ মিনিটে এয়ারটেল কর্পোরেট অফিসে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন থ্রিজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বনানী ও গুলশান-২ এলাকা এয়ারটেল থ্রিজির আওতায় আসবে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও ক্রিস টোবিট।

চলতি অক্টোবর মাসে ঢাকা-চট্টগ্রামের কিছু কিছু এলাকা, নভেম্বরে সিলেটের কয়েকটি এলাকা, এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পুরোদমে চালু হবে এয়ারটেল থ্রিজি।

আর ২০১৪ এর জানুয়ারির মধ্যে সকল বিভাগীয় শহর এবং ডিসেম্বর নাগাদ সারাদেশে থ্রিজি সেবা পৌঁছে দেবে এয়ারটেল।

এর আগে ২৮ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে দেশের ৩য় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা রবি পরীক্ষামূলকভাবে ৩.৫জি লঞ্চ করেছে। আর ২৯ সেপ্টেম্বর ৩.৯জি চালু করেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *