ওয়ানপ্লাস ৮টি এলো ১২০ হার্জ ডিসপ্লে নিয়ে | ৩৯ মিনিটে ফুল চার্জ!

ওয়ানপ্লাস ৮টি এলো ১২০ হার্জ ডিসপ্লে নিয়ে | ৩৯ মিনিটে ফুল চার্জ!

নতুন ওয়ানপ্লাস ৮টি ডিভাইস উন্মোচন করলো ওয়ানপ্লাস। একইসাথে ওয়ানপ্লাস বাডস জি (OnePlus Buds Z) নামের একজোড়া ট্রু ওয়্যারলেস ইয়ারবাডও নিয়ে এসেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস বাডস জি এর দাম ধরা হয়েছে ৫৫ পাউন্ড।

ওয়ানপ্লাস ৮টি এর প্রধান আকর্ষণ হল সাশ্রয়ী দামে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে। ওয়ানপ্লাস ৮টি তে থাকছে ওয়ানপ্লাস এর নতুন ৬৫-ওয়াট ওয়ার্প চার্জিং প্রযুক্তি। এই চার্জিং প্রযুক্তির বদৌলতে মাত্র ১৫মিনিটে ৫৮% এবং ৩৯মিনিটে ফুল চার্জ করা যাবে ৪৫০০মিলিএম্প ব্যাটারিযুক্ত ওয়ানপ্লাস ৮টি।

ওয়ানপ্লাস ৮টি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫। সাব-৬ গিগাহার্জ ৫জি সাপোর্ট করলেও এমএমওয়েব সাপোর্ট থাকছেনা ফোনটিতে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট এর পাশাপাশি এন্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ তো থাকছেই।

ওয়ানপ্লাস ৮টি ফোনটিতে থাকছে চারটি ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ১২৩ ডিগ্রি ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। ফোনের সামনের পাঞ্চ-হোল ৬.৫৫ইঞ্চির ফুলএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লেতে থাকছে ১৬মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

বোনাসঃ ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো এলো নতুন প্রত্যাশা নিয়ে

ওয়ানপ্লাস ৮টিতে থাকছেনা ২০২০ সালের অনেক ট্রেন্ডিং ফিচার। এতে থাকছেনা ওয়্যারলেস চার্জিং সুবিধা। এছাড়াও থাকছেনা ওয়াটার রেসিস্টেন্ট আইপি রেটিং। তবে ভালো ব্যাপার হচ্ছে ওয়ানপ্লাস ৮টি তে উপস্থিত থাকছে স্টিরিও স্পিকার, যা অডিও এক্সপেরিয়েন্সকে আরো ভালো করবে।

ওয়ানপ্লাস ৮টি স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৫৪৯ পাউন্ড। অন্যদিকে ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়ানপ্লাস ৮টি কিনতে ক্রেতাদের গুণতে হবে ৬৪৯পাউন্ড। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র এই ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে, যেখানে ইউরোপে দুইটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে।

একনজরে ওয়ানপ্লাস ৮টি

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড প্যানেল
  • চিপসেটঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • সফটওয়্যারঃ অক্সিজেন ওএস ১১
  • র‍্যামঃ ৮জিবি / ১২জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প
  • চার্জিংঃ ৬৫-ওয়াট ওয়ার্প চার্জিং
  • দামঃ ৫৪৯পাউন্ড / ৬৪৯পাউন্ড

কিনবেন নাকি ওয়ানপ্লাস ৮টি ফোন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *