আপনি যদি কম্পিউটার সায়েন্স বা এর সমগোত্রীয় কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন, কিংবা অন্য যেকোনোভাবে প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনাকে কমন কিছু প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হবে। কেউ কেউ এগুলোর মধ্য থেকে কিছু প্রশ্ন ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিতে পারেন। সে যাই বলুন না কেন, আপনার আশেপাশের লোকজন যদি জানতে পারে যে আপনি প্রযুক্তি সংশ্লিষ্ট কেউ, তাহলে এই প্রশ্নগুলো জীবনে বহুবার শুনবেন। চলুন একবার চোখ বুলিয়ে নেয়া যাক সেসব কমন প্রশ্নের তালিকায়।
এসব প্রশ্নের একটা বড় অংশ ফেসবুক আইডি সংক্রান্ত। যে হারে ফেসবুক ব্যবহারকারী বেড়ে চলছে, তাতে আপনাকে এই ক্যাটেগরির প্রশ্ন সম্ভবত সবচেয়ে বেশি শুনতে হবে। এই বিভাগ থেকে সবগুলোই আবশ্যক প্রশ্ন আসবে। তাই এর উত্তরগুলো নিয়ে রেডি হয়ে যান! এছাড়া অন্যান্য বিষয়েও প্রশ্ন পাবেন।
এবার দেখে নিন সেসব প্রশ্ন
ফেসবুক
- ভাইয়া, ফেসবুক আইডি হ্যাক করতে পারেন? আমার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড (যার যেটা প্রযোজ্য) এর এফবি আইডিটা হ্যাক করে দিতে পারবেন?
- ফেসবুক পাসওয়ার্ড ভাঙতে পারেন?
- ফেসবুক আইডি ব্লক হয়ে গেছে। এখন কী করব?
- ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছিনা। কেন?
- ফেসবুক প্রোফাইল ভেরিফাই করব কীভাবে?
- ভাইয়া, একটা এফবি প্রোফাইল হ্যাক হয়েছে/পাসওয়ার্ড-ইমেইল ভুলে গেছি। উদ্ধার করে দিতে পারবেন?
- ফ্রি ফেসবুক কীভাবে চালাবো?
কম্পিউটার
- ভাই, ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভাল ল্যাপটপ কোনটা?
- ৪০ হাজার টাকা বাজেটে বেস্ট গেমিং পিসির কনফিগ বলেন তো!
- ভাইইয়া, আমার পিসিতে ভাইরাস ঢুকে সব ফাইল খেয়ে ফেলেছে, এখন উপায়? প্লিজ!
- শর্টকাট ভাইরাস ডিলিট করব কীভাবে?
- এক্সপি সেটাপ দেবো কীভাবে?
- দোস্ত, ফোল্ডার লক কীভাবে করে?
অন্যান্য
- ভাই, অমুক গেইম/সফটওয়্যারের ক্র্যাক আছে?
- কম্পিউটার চালু করলেই উইন্ডোজ অ্যাক্টিভ করতে বলে। ঠিক করে দেবেন?
- ফটোশপ পারেন?
- মোবাইলে ফ্রি এমবি আনতে হয় কীভাবে?
- মোবাইলের মাধ্যমে টাকা আয় করা যায় কীভাবে?
সুখবর! এখানে দেখে নিন উত্তর
কী? প্রশ্নগুলো পরিচিত লাগছে, তাইনা? তবে চিন্তার কিছু নেই। আপামর জনসাধারণের কথা বিবেচনা করে আমি উপরের বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি। এই সবগুলো পোস্ট অতীতে আমি পাবলিশ করে রেখেছি, যা আপনার কাজে লাগবে বলে আশা করি।
- আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে যা করবেন
- এন্ড্রয়েড ফোনের জন্য কি আসলেই এন্টিভাইরাস প্রয়োজন?
- ফেসবুক ও অনলাইনে নিরাপদ থাকতে চাইলে যা জানা অত্যাবশ্যক
- হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করুন জিমেইল একাউন্ট
- মোবাইল ব্যাংকিংয়ে নিরাপদ থাকার উপায়
- সন্দেহজনক ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে
- ভাইরাসের হাত থেকে বাঁচার উপায়
- মোবাইলে বিনামূল্যে ব্যবহার করুন ফেসবুক!
- মোবাইলে ফ্রি এমবি হ্যাক করে কীভাবে?
- অনলাইনে শর্টকাটে টাকা আয় করা যায় কীভাবে?
- উইন্ডোজ ১০ এর অটোম্যাটিক আপডেট বন্ধ করার উপায়
- সম্পূর্ণ বিনামূল্যে জেনুইন উইন্ডোজ ১০ পাওয়ার উপায়!
ভবিষ্যতেও এরকম গুরুত্বপূর্ণ পোস্ট লেখার প্রত্যাশা রইল। সেগুলোর নোটিফিকেশন পেতে এই সাইটে সাবস্ক্রাইব করে রাখুন ও সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে সংযুক্ত হোন।
আপনি কি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? প্রশ্নগুলো কী? কমেন্টে শেয়ার করার অনুরোধ রইল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।