ফেসবুকের জন্য মাইক্রোসফটের উপহার!

মাইক্রোসফট ও ফেসবুক বর্তমান প্রযুক্তি বিশ্বে অত্যন্ত সুপরিচিত দুটি প্রতিষ্ঠান। মাইক্রোসফটের উইন্ডোজ লাইভ মেসেঞ্জার চ্যাটিং সার্ভিস যেহেতু নিকট ভবিষ্যতে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, তাই এখন ফেসবুককে দেয়ার জন্য উপহার প্রস্তুত করছে উইন্ডোজ নির্মাতা। এমএসএন/উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের জন্য নিবন্ধিত টুইটার একাউন্টটি এখন ফেসবুককে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

@Messenger ইউজারনেমের এই টুইটার একাউন্টটি ৩০ সেপ্টেম্বর চলে যাবে ফেসবুকের কাছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির চ্যাটিং অ্যাপ ‘মেসেঞ্জার’এর বিভিন্ন খবরবার্তা এই টুইটার প্রোফাইল থেকেও পাওয়া যাবে।

আগেই হয়ত জানেন, ১৫ বছরের পুরাতন উইন্ডোজ লাইভ মেসেজিং সার্ভিস ইতোমধ্যেই গুটিয়ে নেয়া হলেও চীনে এখনও সেবাটি চলছে। আগামী ৩১ অক্টোবর সর্বশেষ মার্কেট হিসেবে চীনেও বন্ধ হয়ে যাবে এমএসএন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *