গুগল ক্রোমে বাংলা দেখতে সমস্যা? সমাধান এখানে!

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোমের সাম্প্রতিক এক আপডেটের পর এতে বাংলা দেখতে অনেকেরই অসুবিধা হচ্ছে।

যুক্তবর্ণ ভেঙে ভেঙে আসছে এবং ‘আকার’ ‘ই-কার’ প্রভৃতিও এলোমেলো হয়ে যাচ্ছে।

কেউ কেউ ব্রাউজার পরিবর্তনের চিন্তাও করেছেন।

কিন্তু খুব সহজেই সমস্যাটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আপনি যদি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘অভ্র’ ব্যবহার করেন, তাহলে এতে ‘Siyam Rupali’ ফন্ট ইনস্টল থাকার কথা।

যদি অভ্র ব্যবহার না করেন, তাহলে সিয়াম রূপালি ফন্টটি ডাউনলোড করুন। ফন্ট ফাইলটির ওপর ডাবল ক্লিক করে এর ‘ইনস্টল’ বাটনে ক্লিক করে ফন্টটি ইনস্টল করে নিন। এখন নিচের স্ক্রিনশট অনুযায়ী আপনার গুগল ক্রোমের উপরের দিকে ডানপাশে (ক্লোজ বাটনের নিচে) মেন্যু আইকনে ক্লিক করুন। এতে কতগুলো অপশন ওপেন হবে। সেখান থেকে ‘সেটিংস’ ক্লিক করুন।

chrome bengali font

এবার যে পেজটি আসবে, তার একদম নিচের দিকে ‘শো অ্যাডভান্সড সেটিংস’ সিলেক্ট করলেই ‘ওয়েব কনটেন্ট’ মেন্যুতে ‘কাস্টমাইজ ফন্ট’ বাটন দেখা যাবে। ‘Customize Fonts’  এ ক্লিক করলে ফন্ট মেন্যু আসবে।

google chrome bengali font

শর্টকাটঃ এই পর্যন্ত আসার জন্য ক্রোমে নতুন ট্যাব খুলে এড্রেস বারে এই লিংকটি  chrome://settings/fonts  কপি-পেস্ট করে এন্টার দিন!

এখান থেকে ‘Standard Font’ (স্ট্যান্ডার্ড ফন্ট) অপরিবর্তিত রেখে নিচের ‘Serif Font’ ও ‘Sans-serif Font’ পরিবর্তন করে ‘Siyam Rupali’ নির্বাচন করে ‘Done’ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এখন আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখতে সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি সমস্যা থাকে, তাহলে স্ট্যান্ডার্ড ফন্টের জায়গায়ও সিয়াম রূপালি নির্বাচন করে দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *