5G চালু করলো রবি ও গ্রামীণফোন

বাংলাদেশের টেলিকম খাতে আজ একটি ঐতিহাসিক দিন। বহু প্রতীক্ষার পর অবশেষে দেশে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু হলো। দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি প্রথমবারের মতো বাণিজ্যিক 5G নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়ে নতুন এক যুগের সূচনা করল। দীর্ঘদিন ধরে দেশের প্রযুক্তিপ্রেমীরা এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। আজ সেই প্রত্যাশার অবসান হলো।

রবি করপোরেট অফিসে পহেলা সেপ্টেম্বর ২০২৫, সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে 5G-এর গুরুত্ব তুলে ধরেন। এই সেবার মাধ্যমে বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এক ধাপ এগিয়ে গেল।

রবির 5G সেবা কভারেজ শুরু হলো যেসব এলাকায়

রবি প্রথম দিনে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় 5G সেবা চালু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবন, মগবাজার চৌরাস্তা, ফকিরাপুল-পল্টন এলাকা ইতিমধ্যে এই আধুনিক নেটওয়ার্কের আওতায় এসেছে। শুধু রাজধানী নয়, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশি, কাটালগঞ্জ আবাসিক এলাকা ও পাঁচলাইশেও রবি 5G চালু করেছে। এছাড়া সিলেটের সাগরদিঘীর পাড়ও এই সেবার আওতায় এসেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই 5G কভারেজ আরও বাড়ানো হবে। আগামী দিনে দেশের অন্যান্য বড় শহরেও ধাপে ধাপে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। যেসব এলাকায় 5G চালু হয়েছে, সেসব স্থানের 5G সমর্থিত স্মার্টফোন ব্যবহারকারীরা সরাসরি এই সেবা উপভোগ করতে পারবেন।

5G সেবায় রবির প্রতিশ্রুতি

রবি শুধু সেবা চালু করেই থেমে থাকেনি; তারা দেশের ডিজিটাল ভিশন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, 5G কেবল দ্রুত ইন্টারনেটের সমার্থক নয়, বরং এটি পুরো একটি ইকোসিস্টেমকে বদলে দেবে। এর মাধ্যমে ই-হেলথ, ই-এডুকেশন, স্মার্ট সিটি, ইন্টারনেট অব থিংস (IoT), ক্লাউড কম্পিউটিংসহ নানা ধরনের সেবা সহজলভ্য হবে।

5g

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

প্রযুক্তিগতভাবে উন্নত এই সেবা দেশকে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা এনে দেবে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কৃষি ও স্বাস্থ্যসেবায় 5G একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

গ্রামীণফোনের পাল্টা ঘোষণা

রবি যখন প্রথম বাণিজ্যিক 5G চালুর ঘোষণা দেয়, তখন দেশের টেলিকম খাতে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। সেই প্রতিযোগিতার অংশ হিসেবেই হয়তো রবি’র ঘোষণার কয়েক ঘণ্টা পর (একই দিনে) গ্রামীণফোনও (জিপি) তাদের আনুষ্ঠানিক 5G চালুর ঘোষণা দেয়।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে জিপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টের মাধ্যমে এই ঘোষণা আসে। ভিডিওতে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে 5G সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে জিপি আবারও তাদের নেটওয়ার্ক সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতা প্রদর্শন করল।

বাংলাদেশের টেলিকম খাতে নতুন প্রতিযোগিতা

রবি এবং গ্রামীণফোনের এই উদ্যোগ দেশের টেলিকম খাতে নতুন এক প্রতিযোগিতা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে 4G সেবার পরিসর বৃদ্ধিতে প্রতিযোগিতা চললেও এখন সেই প্রতিযোগিতা আরও উন্নত স্তরে পৌঁছাল। 5G সেবা শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং এটি এক নতুন প্রযুক্তি-নির্ভর যুগের সূচনা করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রতিযোগিতা ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হবে। কারণ, এর ফলে দ্রুত সময়ে বিস্তৃত কভারেজ, উন্নতমানের সেবা এবং যুক্তিসঙ্গত মূল্যে প্যাকেজ পাওয়ার সুযোগ তৈরি হবে।

5G কেন এত গুরুত্বপূর্ণ?

5G প্রযুক্তি মূলত চতুর্থ শিল্পবিপ্লবের চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আল্ট্রা-লো লেটেন্সি ও হাই-স্পিড কানেক্টিভিটি পাওয়া যাবে, যা বিভিন্ন স্মার্ট অ্যাপ্লিকেশনকে বাস্তবায়নে সহায়ক হবে। উদাহরণস্বরূপ, অটোনোমাস ভেহিকল, রিমোট সার্জারি, স্মার্ট ফ্যাক্টরি এবং অগমেন্টেড রিয়েলিটি (AR) ও ভার্চুয়াল রিয়েলিটি (VR)-এর মতো প্রযুক্তি 5G ছাড়া সম্ভব নয়।

বাংলাদেশে এই সেবা চালুর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ প্রায় সব খাতেই নতুন সম্ভাবনা তৈরি হবে। অনলাইন লার্নিং, টেলিমেডিসিন ও আইওটি-ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা 5G-এর মাধ্যমে আরও কার্যকরী হয়ে উঠবে।

👉 ৫জি কি? ৫জি এর সুবিধা কি? জানুন

5G ব্যবহারের জন্য যা লাগবে

তবে 5G সেবা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, 5G সমর্থিত স্মার্টফোন থাকতে হবে। বর্তমানে বাজারে এমন অনেক ফোন রয়েছে যেগুলো 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। দ্বিতীয়ত, অপারেটর কর্তৃক নির্ধারিত এলাকায় থাকতে হবে যেখানে 5G কভারেজ আছে। তৃতীয়ত, অপারেটরদের আলাদা 5G প্যাকেজ চালু করা হলে সেটিও সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া ৫জি সাপোর্টেড সিম কার্ডও থাকতে হবে। সাধারণত যেসব সিমে ৪জি সাপোর্ট করে সেগুলোতেই ৫জি সেবাও চলবে।

অন্যান্য অপারেটরের অগ্রগতি

বাংলাদেশে 5G সেবার ক্ষেত্রে রবি ও গ্রামীণফোন এগিয়ে গেলেও দেশের অন্য অপারেটররা এখনও পূর্ণ বাণিজ্যিকভাবে এই সেবা চালু করেনি। বাংলালিংক কবে 5G আনুষ্ঠানিকভাবে শুরু করবে তা জানা যায়নি। অপরদিকে রাষ্ট্রীয় অপারেটর টেলিটক সীমিত পরিসরে 5G টেস্ট রান করেছে, কিন্তু এখনো ব্যাপকভাবে চালু করতে পারেনি। ফলে বর্তমানে দেশের 5G প্রতিযোগিতা মূলত রবি ও গ্রামীণফোনের মধ্যেই সীমাবদ্ধ, আর অন্যান্য অপারেটররা নিকট ভবিষ্যতে কবে সেবা চালু করবে, তা এখনও স্পষ্ট নয়।

👉 ৫জি চালু করল টেলিটক – যেসব তথ্য আপনার জানা দরকার

ভবিষ্যতের পরিকল্পনা

টেলিকম অপারেটরগুলো জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে 5G সেবার কভারেজ সারাদেশে সম্প্রসারণ করা হবে। তবে এই সেবার বিস্তার নির্ভর করবে নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন, ফ্রিকোয়েন্সি বরাদ্দ এবং বিনিয়োগের ওপর। সরকারও ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ ভিশনের অংশ হিসেবে 5G প্রসারে সহায়ক নীতি গ্রহণের আশ্বাস দিয়েছে।

শেষ কথা

বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G চালু হওয়া নিঃসন্দেহে একটি মাইলফলক। এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক পরিবর্তনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি এবং গ্রামীণফোনের এই উদ্যোগ দেশের অন্যান্য অপারেটরকেও একই পথে হাঁটার অনুপ্রেরণা দেবে।

এখন দেখার বিষয়, কত দ্রুত এই সেবা সারাদেশে বিস্তৃত হয় এবং সাধারণ মানুষের হাতে পৌঁছায়। তবে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজ বাংলাদেশ সত্যিকার অর্থেই 5G যুগে প্রবেশ করল। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,427 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *