‘জেনারেশন জেড’ (Generation Z) সংক্ষেপে ‘জেন জি’ নামেও পরিচিত। জেনারেশন জেড হচ্ছে সেই প্রজন্ম যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে। এরা বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর একটি প্রজন্ম। ইংরেজি Z বর্ণটি যুক্তরাষ্ট্রে ‘জি’ হিসেবে উচ্চারণ করা হয়। অপরদিকে যুক্তরাজ্যে Z এর উচ্চারণ ‘জেড’ হিসেবে।
বাংলাদেশে জেনারেশন জেড বা জেন জি যেটাই বলি না কেন, এই প্রজন্মের তরুণরা নতুনত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই যাত্রায় সঙ্গী হতে টেলিটক নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। টেলিটকের জেন জি সিম এবং এর অফার বা সুবিধা সম্পর্কে জানব এই পোস্টে।
টেলিটক জেন জি সিম কারা নিতে পারবে? টেলিটক জানিয়েছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র বা NID আছে শুধু তারাই উক্ত সিম গ্রহণ করতে পারবেন।
টেলিটক জেন জি সিম বা Gen Z প্যাকেজ সম্পর্কে বিস্তারিত
প্যাকেজের নাম ও মূল্যঃ প্যাকেজটির নাম জেন-জি। প্রথম ৩০ দিন বা ১ মাসের জন্য উক্ত সিমের মূল্য হবে ১০০ টাকা। তারপর গ্রাহক সাড়া বিবেচনা করে প্যাকেজটির দাম হ্রাস/বৃদ্ধি করা হতে পারে। তবে কোনো ক্যাম্পেইন ছাড়া প্যাকেজটির মূল্য ১৫০ টাকা হতে পারে।
প্লাগ & প্লে অফারঃ গ্রাহক বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর জেন জি সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিছু অফার পাওয়া যাবে। এগুলো হচ্ছেঃ
- ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স, যার মেয়াদ ১৫ দিন।
- ১জিবি ফ্রি ডাটা, ৭ দিন মেয়াদ
- ১০০ ফ্রি এসএমএস (যেকোনো অপারেটরে), ৭ দিন মেয়াদ
কল রেট এবং অন্যান্য খরচঃ
- ডিফল্ট কলরেটঃ ৫০ পয়সা/মিনিট
- এসএমএস ট্যারিফঃ বাংলায় মেসেজ দিলে ২৫ পয়সা, ইংরেজিতে লিখলে ৪০ পয়সা।
- পালসঃ ১ সেকেন্ড
- ডাটা পে-পার-ইউজঃ ১ টাকা/MB (৫ টাকা পর্যন্ত)
Alljobs প্রিমিয়াম মেম্বারশিপঃ অলজবস (Alljobs) নামের টেলিটকের একটি চাকরি খোঁজার প্ল্যাটফর্ম রয়েছে। নতুন জেন জি প্যাকেজের সাথে Alljobs Premium Membership ১২ মাসের জন্য ফ্রি দেয়া হবে। ফলে alljobs.teletalk.com.bd থেকে চাকরির খোঁজখবর রাখা যাবে সহজেই।
টেলিটক জেন জি সিমে রয়েছে আরও কিছু স্পেশাল অফার
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
বান্ডল ও ডাটা অফার
নং | অফার | মূল্য (টাকা) | মেয়াদ |
১ | ২৫ জিবি | ৳২৮৩ | আনলিমিটেড |
২ | ২৪ মিনিট+ ১০ এসএমএস | ৳১৮ | ৩৬৫ দিন |
স্পেশাল ডাটা অফার
নং | ভলিউম | মূল্য | মেয়াদ | শর্তাবলি |
১ | ২ জিবি | ৳১৭ | ৭ দিন | ৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার। |
২ | ১ জিবি | ৳২১ | ৩০ দিন | – |
৩ | ৫ জিবি | ৳৪৭ | ৭ দিন | প্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস১ জিবি সহ মোট ৬ জিবি পাবে। |
৪ | ১০ জিবি | ৳৭১ | ৭ দিন | – |
কীভাবে টেলিটক জেন জি সিম পাবো?
আপনি যদি ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড নিয়ে টেলিটক কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ সিম বিক্রেতার দোকানে যোগাযোগ করুন। আরও জানতে পারেন টেলিটকের হেল্পলাইন 01500121121 নম্বরে কল করে। 👉 টেলিটক Gen-Z সিমের যেসব শর্ত আপনার জানা দরকার
সিমটি প্রকাশ করা হয় ২৪ সেপ্টেম্বর ২০২৪। কেমন লাগল টেলিটক জেন জি সিমের সুবিধাগুলো? আপনি কি এটি ব্যবহার করবেন? কমেন্টে জানান! (ট্যারিফ সূত্র)
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।