বিকাশে নতুন ডিপিএস সুবিধা এলো

বিকাশ অ্যাপ থেকে সঞ্চয় করতে চান? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর সাথে বিকাশ অ্যাপ থেকে সঞ্চয়ের ফিচার চলে এসেছে। এবার হাতের কাছে টাকা সঞ্চয় করা যাবে আরো সহজে। চলুন জেনে নেওয়া বিকাশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি সেভিংস ফিচার সম্পর্কে।

মূলত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর সঞ্চয় স্কিম এর মাধ্যমে বিকাশ এর এই সঞ্চয় ফিচার কাজ করবে। প্রতি মাসের ডিপোজিট বিকাশ একাউন্ট থেকে কেটে নেওয়া হবে ও মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ এমাউন্ট ক্যাশ আউট খরচ ছাড়া তুলতে পারবেন বিকাশ থেকে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিকাশ সেভিংস স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের পোস্ট থেকে।

  • ডিপোজিট এমাউন্টঃ ৫০০/১,০০০/৩,০০০/টাকা প্রতি মাসে
  • সেভিংস স্কিমের মেয়াদঃ ২/৩/৪বছর
  • সেভিংস স্কিম এর কারেন্ট বার্ষিক ইন্টারেস্ট রেট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নির্ধারণ করবে
  • এআইটি ও আবগারি শুল্ক দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য হবে

বিকাশ অ্যাপ এর মাধ্যমে সেভিংস স্কিম খোলার নিয়ম

  • বিকাশ অ্যাপে প্রবেশ করে হোম স্ক্রিন থেকে “Savings” অপশন সিলেক্ট করুন
  • “Open New Savings Scheme” অপশনে ট্যাপ করুন
  • eTIN থাকলে সেটি প্রদান করুন
  • এরপর সেভিং স্কিন এর মেয়াদ (২/৩/৪বছর) সিলেক্ট করুন
  • ডিপোজিট এর ফ্রিকোয়েন্সী সিলেক্ট করে Proceed অপশনে ট্যাপ করে এগিয়ে যান
  • এবার মাসিক ডিপোজিট এমাউন্ট সিলেক্ট করে এগিয়ে যান
  • এবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর যেকোনো স্কিম সিলেক্ট করলে মোট ডিপোজিট এর পরিমাণ দেখতে পাবেন
  • নমিনি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে এগিয়ে যান
  • এবার সেভিংস এর কারণ প্রদান করুন ও পরবর্তী ধাপে এগিয়ে যান
  • সেভিংস সামারি দেখার পর Savings Terms & Conditions এর সাথে সম্মত হতে Accept ট্যাপ করুন
  • এবার আপনার বিকাশ পিন প্রদান করুন
  • Savings শুরু করতে ট্যাপ করে ধরে রাখুন

উল্লেখিত নিয়মে সফলভাবে সেভিংস স্কিম খোলা হয়ে গেলে বিকাশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উভয়ের কাছ থেকে এসএমএস পাবেন। এই ডিজিটাল সেভিংস স্কিম খোলার পর আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে ভুলবেন না। বিশেষ করে মাসের নির্দিষ্ট দিনে সেভিংস এর মাসিক ইন্সটলমেন্ট এর জন্য প্রয়োজনীয় ব্যালেন্স আছে কিনা সে বিষয় নিশ্চিত করুন। 

বিকাশ অ্যাপ এর মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেভিংস স্কিমে সঞ্চয় করা যাবে। এই সেভিং স্কিম সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো জেনে রাখা জরুরি।

বিকাশে নতুন ডিপিএস সুবিধা দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • আপনার বিকাশ একাউন্ট থেকে অ্যাপের মাধ্যমে একাধিক সেভিংস স্কিম খুলতে পারবেন
  • প্রয়োজনে নমিনি এর তথ্য পরিবর্তনের সুযোগ রয়েছে
  • বিকাশ বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কোনো ধরনের হিডেন ফি/চার্জ কাটবেনা
  • সেভিংস স্কিমের মেয়াদ শেষে জমা থাকা অর্থ তুলতে চাইলে সেক্ষেত্রে ক্যাশআউট ফি কাটবেনা বিকাশ
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে করা এই সেভিংস স্কিম ৩মাসের আগে ক্যান্সেল করা যাবেনা। তবে ৩মাস পর সেভিংস স্কিম বাতিলের আবেদন করা যাবে
  • আপনার পিন, ভেরিফিকেশন কোড বা অন্য যেকোনো সেনসিটিভ তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে সেভিংস স্কিম বন্ধ করে দেয় সেক্ষেত্রে বিকাশ দায়ী থাকবেনা
  • মেয়াদ শেষ হওয়ার আগে ডিপিএস ক্লোজ করলে সেক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারেস্ট পাবেন না গ্রাহক
  • প্রদত্ত তারিখে সেভিংস স্কিম একাউন্টের জন্য যথেষ্ট ব্যালেন্স বিকাশ একাউন্টে না থাকলে সেক্ষেত্রে পরবর্তী সাতদিনের মধ্যে বাকি থাকা অর্থ কেটে নেওয়া হবে। এই সময়ের মধ্যেও যদি প্রয়োজনীয় অর্থ কেটে নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে ইন্সটলমেন্ট বাদ যাবে ও আপনি ইন্টারেস্ট পাবেন না
  • ইন্টারেস্ট রেট নির্ধারণ ও পরিবর্তন এর সম্পূর্ণ দায়ভার ও ক্ষমতা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর হাতে

সেভিংসে ইন্টারেস্ট রেট ডিপিএস মেয়াদ ও পরিমাণ অনুযায়ী আলাদা হতে পারে, যা সেভিংস তৈরির সময় বিকাশ অ্যাপের মধ্যে দেখতে পাবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *