৫০ টাকা নগদ বোনাস নিন এই নতুন অফার থেকে

নগদ দিচ্ছে ৫০টাকা বোনাস নেওয়ার সুযোগ। ব্যাংক টু নগদ ফিচার ব্যবহার করে নগদ একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা এড মানি করে পাওয়া যাবে ৫০টাকা নগদ বোনাস। অফারটি চলবে সেপ্টেম্বর ৩০, ২০২২ পর্যন্ত।

বেশ সহজে নগদ একাউন্টে ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা এড মানি করে পেয়ে যেতে পারেন ৫০টাকা বোনাস। নগদ একাউন্টে ব্যাংক থেকে এড মানি করে ৫০টাকা বোনাস পেতে ৩,০০০টাকা এড মানি করুন।

  • অফারঃ ৫০টাকা ইন্সট্যান্ট বোনাস
  • এড মানিঃ ৩,০০০টাকা
  • মাধ্যমঃ ব্যাংক টু নগদ
  • সর্বোচ্চ একবার

নগদ ৫০টাকা এড মানি বোনাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের পোস্ট থেকে।

  • ঠিক ৩০০০টাকা ব্যাংক টু নগদ ফিচারের মাধ্যমে নগদ একাউন্টে এড মানি করে ৫০টাকা ইন্সট্যান্ট বোনাস পাওয়া যাবে
  • অফার পেতে নগদ অ্যাপ এর মাধ্যমে কিংবা ব্যাংকের ওয়েবসাইট / অ্যাপ থেকে উল্লেখিত এমাউন্ট এড মানি করতে হবে
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে ব্যাংক টু নগদ অপশন এর মাধ্যমে ৩,০০০টাকা এড মানি করে তবে ৫০টাকা নগদ বোনাস পাওয়া যাবে
  • ইএসএসডি কোড অর্থাৎ নগদ মোবাইল মেন্যুর মাধ্যমে ক্যাশ ইন করলে সেক্ষেত্রে কোনো ধরনের বোনাস পাওয়া যাবেনা
  • নগদ এর সাথে সম্পৃক্ত ব্যাংকগুলো থেকে নগদে এড মানি করলে তবেই বোনাস পাওয়া যাবে
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ একবার এই বোনাস পাওয়া যাবে
  • প্রদত্ত সকল নিয়ম ও শর্ত অনুসরণ করলে এড মানি করার পরপর বোনাস নগদ একাউন্টে পেয়ে যাবেন
  • নগদ ৫০টাকা এড মানি বোনাস অফার চলবে সেপ্টেম্বর ১১ থেকে সেপ্টেম্বর ৩০ তারিখ পর্যন্ত
  • নতুন ও পুরাতন, যেকোনো নগদ গ্রাহক অফারটি নিতে পারবেন
  • অফারটি পেতে হলে অবশ্যই একটি সক্রিয় অর্থাৎ একটিভ নগদ একাউন্ট থাকতে হবে
  • এই ক্যাম্পেইনে নগদ শুধুমাত্র বোনাস প্রদানকারী হিসেবে কাজ করছে
  • উল্লেখিত শর্ত পূরণ করার পরেও যদি অজানা কারণে বোনাস প্রদান করা সম্ভব না হয় তবে ক্যাম্পেইন শেষ হওয়ার তিনদিনের মধ্যে পুনরায় বোনাস প্রদানের চেষ্টা করবে নগদ
  • ক্যাম্পেইনের যেকোনো ধরনের শর্ত বা নিয়ম যেকোনো সময় পরিবর্তন বা সংশোধন এর সম্পূর্ণ অধিকার রাখে নগদ
  • ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নগদ এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

৫০ টাকা নগদ বোনাস নিন এই নতুন অফার থেকে

👉 ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম জানুন

নগদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সবার জানা উচিতঃ

  • নগদ বা সম্পৃক্ত কতৃপক্ষ কখনো ওটিপি বা নগদ পিন জানতে চাইবেনা
  • নগদ কখনো আপনাকে কোনো ধরনের লেনদেনে প্রলুব্ধ বা উৎসাহ প্রদান করবেনা
  • উল্লেখিত ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নগদ কাউকে প্রলুব্ধ করছেনা। সকল অংশগ্রহণকারী তার নিজের ইচ্ছায় ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন
  • শুধুমাত্র 16167 বা 09609616167 নাম্বার থেকে কল করে নগদ ব্যবহারকারীর সাথে যোগাযোগ করে থাকে। উক্ত নাম্বার দুইটি বাদে অন্য কেনো ফোন থেকে কল করে নগদ সম্পর্কিত তথ্য জানতে চাইলে তা এড়িয়ে চলুন ও নগদকে যেকোনো ফ্রড সম্পর্কে জানান
  • নিজের ভুলে কোনো ধরনের ক্ষতির ব্যাপারে নগদ দায়ী থাকবেনা
  • ক্যাম্পেইন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা হলে 16167 বা 09609616167 নাম্বারে কল করে নগদ হেল্পলাইনে যোগাযোগ করুন

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *