রবি আনলিমিটেড ইন্টারনেট চালু করার নিয়ম

রবি নিয়ে এলো আনলিমিটেড মেয়াদ ও আনলিমিটেড ডাটা’র ইন্টারনেট প্যাক। আনলিমিটেড প্যাক এর সাথে ব্যবহারকারীগণ পেয়ে যাবেন ইন্টারনেট ব্যবহারের নতুন অভিজ্ঞতা। অফুরন্ত ডাটা ও মেয়াদের প্যাক এর কল্যাণে মোবাইল ডাটা ব্যবহারের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক রবি আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট ও আনলিমিটেড মেয়াদের প্যাক সম্পর্কে বিস্তারিত।

রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালুর নিয়ম

যাদের ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেক বেশি, তাদের বিশেষ প্রয়োজনে কাজে লাগবে রবি’র আনলিমিটেড ইন্টারনেট প্যাক। ২ঘন্টা ও ৩ঘন্টা মেয়াদের আনলিমিটেড ইন্টারনেট এর প্যাক দুইটি মূলত ভারী ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে তৈরী। ২ঘন্টা ও ৩ঘন্টা মেয়াদের রবি আনলিমিটেড প্যাক কেনার নিয়ম জানার আগে প্রথমে চলুন এর শর্তাবলী জেনে নেওয়া যাকঃ

  • সকল রবি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক আনলিমিটেড ইন্টারনেট প্যাক ব্যবহার করতে পারবেন। ইজিলোড, মোবাইল ব্যাংকিং সেবা, কোড, কিংবা মাই রবি অ্যাপ থেকে রিচার্জের মাধ্যমে এসব প্যাক কেনা যাবে
  • রবি আনলিমিটেড ইন্টারনেট শুধুমাত্র একজন গ্রাহকের জন্য প্রযোজ্য। একাধিক ব্যবহারকারী একই প্যাক ব্যবহার করে ভারী ব্যবহার করতে পারবেন না। এছাড়া সর্বোচ্চ ব্যবহারের সীমা অতিক্রম করার ক্ষেত্রে নতুন প্যাক কিনতে হবে
  • প্যাকগুলোর ডাটা ক্যারি ফরওয়ার্ড এর সিস্টেম নেই, এছাড়া কোনো ধরনের অটো-রিনিউ ফিচারও নেই
  • একই প্যাক একাধিকবার কেনা যাবে
  • অবশিষ্ট পরিমাণ চেক করা যাবে *3# নাম্বারে ডায়াল করে

উল্লেখ্য যে নামে আনলিমিটেড হলেও প্যাক দুইটির সীমাবদ্ধতা রয়েছে যার সম্পর্কে প্রতিটি প্যাকের জন্য ডেডিকেটেড সেকশনে বিস্তারিতভাবে বলা রয়েছে।

রবি ২ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট চালু করার নিয়ম

২৩টাকায় ২ ঘন্টার রবি আনলিমিটেড ইন্টারনেট কেনার কোড হলো *123*23# নম্বর। রবি ২ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর মাধ্যমে সর্বোচ্চ ১০জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে যদি এটা কেনা হয় রাত ১.০১ থেকে সকাল ৯টার মধ্যে। অন্যদিকে প্যাকটি সকাল ৯.০১ থেকে রাত ১টার মধ্যে কিনলে সর্বোচ্চ ৪ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে।

রবি ৩ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট কেনার নিয়ম

৩৪টাকায় ৩ঘন্টা মেয়াদের রবি আনলিমিটেড ইন্টারনেট কেনার কোড হলো *123*34# নম্বর। রবি ৩ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাকটি রাত ১.০১ থেকে সকাল ৯টার মধ্যে কিনলে সর্বোচ্চ ১৫জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সকাল ৯.০১ থেকে রাত ১টার মধ্যে কিনলে সর্বোচ্চ ৬জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে। 👉 Vivo V21 Price in Bangladesh .

রবি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক কেনার নিয়ম

যারা ইন্টারনেট প্যাকের মেয়াদ নিয়ে সমস্যায় থাকেন, আনলিমিটেড মেয়াদের ১০জিবি, ২০জিবি ও ৫০জিবি ইন্টারনেট এর প্যাকগুলো তাদের বেশ কাজে আসবে। এছাড়া অনেকের বাসায় ও অফিসে ওয়াইফাই থাকায় শুধুমাত্র মাঝেমধ্যে মোবাইল ডাটা ব্যবহারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে রবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক বেশ কাজে আসতে পারে। রবি আনলিমিটেড মেয়াদের রবি ১০জিবি, ২০জিবি, ও ৫০জিবি ইন্টারনেট প্যাক কেনার নিয়ম সম্পর্কে জানার আগে প্যাক দুইটির শর্ত সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

  • রবি প্রিপেইড ও পোস্টপেইড, উভয় গ্রাহকগণ আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। সকল গ্রাহক ইজিলোড, মোবাইল ব্যাংকিং সেবা, কোড, কিংবা মাই রবি অ্যাপ থেকে রিচার্জের মাধ্যমে এসব প্যাক নিতে পারবেন
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে *3# নাম্বারে ডায়াল করে
  • আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক দুইটির সর্বোচ্চ মেয়াদ থাকবে ২০৩৩সালের ১৮ফ্রেব্রুয়ারি পর্যন্ত
  • অব্যবহৃত বা পুনরায় কেনা ডাটার ক্ষেত্রে কোনো ধরনের ক্যারি ফরওয়ার্ড সুবিধা নেই। এছাড়া অটো রিনিউ থাকছেনা এই প্যাকগুলোতে
  • ইন্টারনেট প্যাকগুলোর মেয়াদ শেষে সর্বাধিক ব্যবহার-প্রতি-পে চার্জ হবে ৬.৬৬২৫ টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রবি আনলিমিটেড ইন্টারনেট চালু করার নিয়ম

👉 এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার উপায় (সব অপারেটর)

রবি ১০জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদ

৪৪৪টাকায় ২০জিবি রবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট কিনতে ডায়াল করুন *123*0444# নাম্বারে।

রবি ১০জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট সর্বোচ্চ মেয়াদ থাকবে ২০৩৩সালের ১৮ফ্রেব্রুয়ারি পর্যন্ত।

রবি ২০জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদ

৭৭৭টাকায় আনলিমিটেড মেয়াদ এর রবি ২০জিবি ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *123*0777# নাম্বারে।

২০৩৩সালের ১৮ফ্রেব্রুয়ারি পর্যন্ত রবি ২০জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট সর্বোচ্চ মেয়াদ থাকবে।

রবি ৫০জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদ

১৪৪৪টাকায় আনলিমিটেড মেয়াদ এর রবি ৫০জিবি ইন্টারনেট কিনতে ডায়াল করুন *123*1444# নাম্বারে।

রবি ৫০জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট সর্বোচ্চ মেয়াদ থাকবে ২০৩৩সালের ১৮ফ্রেব্রুয়ারি পর্যন্ত।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *