জিমেইল সার্ভারে সমস্যাঃ দেরীতে আসছে মেইল

আপনি কি জিমেইল ব্যবহার করেন? তাহলে আজকাল কিছু কিছু সমস্যার মুখোমুখী হয়ে থাকতে পারেন। হয়ত এইমাত্র কোন অনলাইন সার্ভিসে সাইন আপ করে ভেরিফিকেশন মেইল পাচ্ছেন না- অর্থাৎ ইনবক্সে ইমেইল আসতে দেরী করছে। অথবা সবচেয়ে খারাপ অবস্থা যা হতে পারে, জিমেইল একাউন্টে কোন কোন মেইল একেবারেই মিস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি…

তাহলে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনার কোন ভুলের জন্য এমন হচ্ছেনা। আর আপনি একাই এর ভুক্তভোগী নন। জিমেইলের সার্ভারে সমস্যার কারণেই উপরোক্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবাটির গ্রাহকরা।

জিমেইলের মালিক গুগল নিজেই এই আউটেজের কথা স্বীকার করেছে। কোম্পানিটি বলছে, তাদের প্রায় অর্ধেক সেবা গ্রহীতাই জিমেইলে উল্লিখিত সমস্যার শিকার হচ্ছেন। প্রথমে মাত্র ০.০২৪% ইউজারের মধ্যে সার্ভার ডাউন সঙ্ক্রান্ত এই আউটেজ দেখা দিলেও পরে তা মারাত্নক আকার ধারণ করেছে।

আপনিও কি জিমেইল ইনবক্সের একই সমস্যায় ভুগছেন? কমেন্টে সবার সাথে শেয়ার করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *