পুরাতন আইপ্যাড কিনছে মাইক্রোসফট!

চির-প্রতিদ্বন্দ্বী অ্যাপল নির্মিত ট্যাবলেট আইপ্যাড কিনছে মাইক্রোসফট। খবরটি শুনতে একটু বিস্ময়কর লাগলেও ঘটনা কিন্তু সত্যি। অবশ্য কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য আইপ্যাড কিনছেনা কোম্পানিটি।

বরং আপনার ঘরকে যতটা সম্ভব অ্যাপল-বিহীন করাই রেডমন্ডের উদ্দেশ্য।

সাম্প্রতিক এই অফারের আওতায় পুরাতন আইপ্যাড ২, আইপ্যাড ৩ অথবা আইপ্যাড ৪ মালিকগণ নিকটস্থ মাইক্রোসফট স্টোরে তাদের অ্যাপল ট্যাবলেটগুলো জমা দিয়ে কমপক্ষে ২০০ ডলার গিফট কার্ড পেতে পা্রেন। এসব গিফট কার্ড ব্যবহার করে মাইক্রোসফট স্টোরের পণ্য যেমন সার্ফেস ট্যাবলেট, উইন্ডোজ সফটওয়্যার প্রভৃতি কেনা যাবে।

সেপ্টেম্বর ৫ তারিখ থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডায় উপলভ্য হবে। আর আপনার আইপ্যাডটি অবশ্যই ভাঙ্গাচোড়া হতে পা্রবেনা।

উক্ত ট্রেড-ইন ক্যাম্পেইনে মাইক্রোসফট “gently used” আইপ্যাড আহবান করেছে। আরও বিস্তারিত জানতে এই অফিসিয়াল লিংক দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *