‘ফি না দিয়েই থ্রিজি লাইসেন্স পাচ্ছে’ টেলিটক?

teletalk 3gবাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক “থ্রিজির কোন ফি না দিয়েই” থ্রিজি লাইসেন্স পাচ্ছে বলে দাবী করেছে একটি শীর্ষস্থানীয় বাংলা অনলাইন প্রযুক্তি সংবাদ সাইট প্রিয়টেক। পত্রিকাটি বলছে, আজ বৃহষ্পতিবার দেশের দুই বেসরকারী মোবাইল ক্যারিয়ার গ্রামীণফোনরবি’র সাথে থ্রিজি লাইসেন্স পেতে পারে টেলিটক। অবশ্য, অন্য দুই কোম্পানি এয়ারটেলবাংলালিংক নির্ধারিত পরিমাণ টাকা জমা না দেয়ায় আজ লাইসেন্স পাচ্ছে কিনা সেটি নিশ্চিত নয়।

প্রিয়টেক লিখছে, “টাকা পরিশোধ না করলেও রাষ্ট্রীয় অপারেটর টেলিটককে আজ লাইসেন্স দেয়া হচ্ছে”;

লাইসেন্স পেলে অপারেটরগুলো থ্রিজি প্রযুক্তির যন্ত্রপাতি আমদানী করার অনাপত্তিপত্র পাবে বলে জানা গেছে।এমনও কি হতে পারে যে, টেলিটক উক্ত নির্দিষ্ট পরিমাণ ফি পরে পরিশোধ করে একটু আগে থেকে লাইসেন্স নেয়ার সুযোগ পাচ্ছে? যাইহোক, শীঘ্রই হয়ত পুরো ব্যাপারটি পরিষ্কারভাবে জানা যাবে- এমন প্রত্যাশাই রইল।

আপডেটঃ শুধুমাত্র গ্রামীণফোন, রবি ও এয়ারটেল- এই ৩ কোম্পানিকে আজ থ্রিজি লাইসেন্স হস্তান্তর করা হয়েছে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *