আগামী মাসের শুরুতেই রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় থ্রিজি নেটওয়ার্ক পরিষেবা চালু করবে বলে জানিয়েছে দেশের সর্ববৃহত মোবাইল কোম্পানি গ্রামীণফোন। গতকাল ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্পেকট্রাম নিলামে ২১০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নেয়ার পর কোম্পানিটির সিইও বিবেক সুদ আজ এই ঘোষণা দেন।
সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঃ বিবেক আরও বলেন, নভেম্বরে ঢাকার অন্যান্য অংশ, গাজীপুর ও নারায়ণগঞ্জে যাবে গ্রামীণফোন থ্রিজি।
এরপর ডিসেম্বর নাগাদ দেশের সাত বিভাগীয় শহরে জিপির থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিটিআরসির তথ্যানুযায়ী জুলাইয়ের শেষ পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৪৬ লাখ।
গ্রামীণফোনের বর্তমান সিমেই থ্রিজি!
থ্রিজি চালানোর জন্য গ্রাহকদের সিম পরিবর্তন করতে হবেনা। থ্রিজি প্যাকেজ কিনলেই বিদ্যমান সিমে সেবাটি উপভোগ করতে পারবেন। তবে ডেটা প্ল্যানের দাম কেমন হবে তা এখনও ঠিক হয়নি। ১০ মেগাহার্টজ স্পেকট্রামের থ্রিজি লাইসেন্স পেতে জিপিকে পরিশোধ করতে হচ্ছে প্রায় ১ হাজার ৬২৩ কোটি টাকা। আর অপর তিন বেসরকারি অপারেটর বাংলালিংক, রবি ও এয়ারটেল প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য (একই রেটে) গুণতে হবে প্রায় ৮১৬ কোটি টাকা করে। সব মিলিয়ে এতে সরকারের আয় হচ্ছে ৪০৮১ কোটি টাকা।
নিলামে ওঠা দর (২ কোটি ১০ লাখ ডলার/মেগাহার্টজ) পরিশোধপূর্বক ১০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করবে টেলিটক। এতে করে মোট ৫০ মেগাহার্টজ তরঙ্গ থেকে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়ে গেল। অবিক্রীত ১৫ মেগাহার্টজের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।