লিক হল আইফোন ফাইভ এসঃ আসছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর?

iphone 5s leaksআসছে ১০ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টকে সামনে রেখে চীনা প্রযুক্তি সাইট সি টেকনোলজি নতুন আইফোনের ছবি ফাঁস করেছে। হ্যান্ডসেটগুলো প্যাকড অবস্থায় তোলা এই ডিভাইসগুলোকে আইফোন ফাইভ এস বলেই দাবি করেছে ওয়েবসাইটটি। স্মার্টফোনগুলো দেখতে অনেকটা আইফোন ৫ এর মত হলেও এদের হোম বাটন ঘিরে একটি রূপালী রঙের রিং দেখা যায় যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেই ধারণা করা হচ্ছে। অবশ্য এই ধারণাটি একেবারে ভিত্তিহীন নয়। কিছুদিন আগে ফক্স নিউজের এক রিপোর্টেও একই কথা দাবি করা হয়েছিল।

অ্যাপল আইফোন ফাইভ এসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার গুজব নতুন কিছু নয়। চলতি সপ্তাহের প্রথম দিকেও ডিভাইসটির হোম বাটন ঘিরে এ সঙ্ক্রান্ত ধাতব যন্ত্রাংশ থাকার প্রতিবেদন পাওয়া যায়। এছাড়া ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইভেন্টের নিমন্ত্রণপত্রেও বেশ কিছু সিলভার রঙের রিং দেখা যায়।

যাইহোক, পরবর্তী আইফোনে আসলেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইটের প্রতিবেদকরা এর সম্ভাব্যতা সম্পর্কে আশাবাদী।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *