আকাশ ডিটিএইচ কি? আকাশ ডিস এর সুবিধা কি?

ডিস লাইনের মাধ্যমে টিভিতে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল উপভোগ করে আসছি আমরা সবাই। তবে চ্যানেলের কমতি, ডিস লাইন অনেক সময় না থাকা, ছবি ও শব্দের মান হাই কোয়ালিটি না পাওয়া ইত্যাদি সমস্যার কারণে অনেকেই এই চিরাচরিত ক্যাবল ভিত্তিক ডিস ব্যবস্থাকে অপছন্দ করেন। তাদের জন্য আশার বাণী হচ্ছে আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস। এটি হচ্ছে এই প্রজন্মের স্যাটেলাইট টিভি দেখার প্রযুক্তি যা প্রথাগত তার ভিত্তিক ডিস সংযোগের উন্নত বিকল্প।

চলুন জেনে নেওয়া যাক, আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা সম্পর্কে বিস্তারিত।

আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস কি?

ডিটিএইচ (DTH) এর পূর্ণরূপ হলো ডিরেক্ট টু হোম। চিরাচরিত ডিসের লাইন ক্যাবল বা তারের মাধ্যমে সার্ভিস প্রদান করে। তবে ডিটিএইচ এর ক্ষেত্রে সরাসরি স্যাটেলাইট থেকে ডিস এন্টেনার মাধ্যমে টিভিতে সিগনাল পৌঁছায়। যেহেতু এটি স্যাটেলাইট থেকে সরাসরি গ্রাহকের ঘরে থাকা রিসিভারে পৌঁছায়, তাই এর নাম দেয়া হয়েছে ডিরেক্ট টু হোম। আকাশ ডিটিএইচ হলো বেক্সিমকো (BEXIMCO) কোম্পানির মালিকানাধীন এমনই একটি স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু হোম ডিস প্রভাইডার।

আকাশ এর সেবাসমুহ ব্যবহার করতে সেট টপ বক্স, ডিশ ও আকাশ প্রদত্ত বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হবে। আকাশ ডিটিএইচ এর মাধ্যমে টিভি দেখার সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে বড় স্ক্রিনের টিভিতে। তবে মজার ব্যাপার হচ্ছে ১৪ইঞ্চি সাদাকালো টিভিতেও খুব সাবলিলভাবে আকাশ ডিটিএইচ ব্যবহার করে টিভি উপভোগ করা যাবে।

আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা এর সুবিধা কি?

প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই আগের দিনের সাধারণ ক্যাবল ভিত্তিক ডিস লাইনে ছবির মান এইচডি পাওয়া যায়না। তাই বড় স্ক্রিনের টিভিতে ছবি খুব একটা ভালো দেখায় না। অনেক টিভি চ্যানেলই এখন HD কোয়ালিটির ভিডিও সম্প্রচার করছে। কিন্তু সাধারণ ডিস লাইনে এইচডি দেখা যায়না। ডিটিএইচ প্রযুক্তি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। ডিরেক্ট টু হোম পদ্ধতিতে আপনি বড় স্ক্রিনের টিভিতেও হাই কোয়ালিটির ভিডিও ও শব্দ উপভোগ করতে পারবেন।

আকাশ ডিটিএইচ এ পাওয়া যাবে এইচডি কোয়ালিটির ক্লিয়ার পিকচার ও সাউন্ড। এছাড়াও ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোতে আগামী ৭দিনের প্রোগ্রামের উপর ভিত্তি করে শিডিউল ও গাইড রয়েছে, যা নির্দিষ্ট প্রোগ্রাম অনুসরণ করা অনেকটাই সহজ করে দেয়।

শাওমি রেডমি ফোনের দাম ২০২২

এছাড়া কিছু কিছু প্যাকেজে আপনি চাইলে টিভি প্রোগ্রাম রেকর্ড করে রেখে পরবর্তীতে প্লে করে দেখতে পারবেন। ফলে কোনো অনুষ্ঠান মিস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এসবের পাশাপাশি প্রিয় চ্যানেল লিস্ট করার সুবিধা তো রয়েছেই। আরো রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল এর মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার মাধ্যমে বাচ্চারা টিভি দেখার সময় যেকোনো চ্যানেল চাইলেই হাইড করে রাখা যাবে।

আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা এর দাম

আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা এর সুবিধা কি?

আকাশ ডিটিএইচ বর্তমানে কেনা যাবে সর্বনিম্ন ৩,৯৯৯টাকায়। এই প্যাকেজে দেওয়া থাকবে পাওয়ার সাপ্লাই ইউনিটসহ একটি সেট টপ বক্স, রিমোট কন্ট্রোল ইউনিট, এইচডিএমআই ক্যাবল, এসেসরিজসহ একটি ডিস, সিংগেল পোর্ট এলএনবি, দুইটি কানেক্টর ও একটি ১০মিটার ক্যাবল। ইন্সটল এর পর প্রথম ৫দিন বিনামূল্যে দেখা যাবে।

আবার ৬ বা ১২মাসের জন্য রিচার্জে একবার পাওয়া যাবে স্পেশাল ডিসকাউন্ট অফার। ৬মাসের জন্য রিচার্জে অতিরিক্ত ১মাসের জন্য ফ্রিতে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ১২মাসের জন্য রিচার্‌জে পাওয়া যাবে অতিরিক্ত ২মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন। এই অফারটি পেতে রিচার্জের পর হেল্পলাইন নাম্বার 16442 নাম্বারে কল করে জানাতে হবে।

টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী

কোনো রেজিস্টার্ড সাবস্ক্রাইবার যখন কোনো অথোরাইজড ডিলার এর কাছ থেকে নতুন আকাশ কাস্টমার প্রিমিসিস ইকুইপমেন্ট কিনেন, তখন ১বছরের জন্য্য রিপেয়ার ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়।

একজন ব্যাক্তি একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ ৩টি আকাশ প্রোডাক্ট কিনতে পারবেন। কেনার সময় অবশ্যই ১কপি পাসপোর্ট সাইজ কালার ছবি ও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।

আকাশ ডিটিএইচ এর আপডেট দাম জানতে অবশ্যই কেনার আগে তাদের ওয়েবসাইট চেক করুন।

আকাশ ডিটিএইচ এর মাসিক বিল

আকাশ DTH কিনে সেটাপ করার পর এবার মূল কাজ হচ্ছে আপনার পছন্দসই একটি প্যাকেজ সিলেক্ট করা। এসব প্যাকেজের উপর আপনার মাসিক বিল ও চ্যানেল সংখ্যা নির্ভর করবে। আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজসমুহ হলোঃ

  • আকাশ লাইটঃ এই প্যাকেজে ২০টি এইচডি চ্যানেলসহ মোট ৭০টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক ২৪৯টাকা বিল দিতে হবে,
  • আকাশ লাইট প্লাসঃ এই প্যাকেজে ২৬টির অধিক এইচডি চ্যানেলসহ মোট ৯০টি চ্যানেল পাওয়া যাবে, যার বিল ৩০০টাকা প্রতি মাসে,
  • আকাশ স্ট্যান্ডার্ডঃ এই প্যাকেজে ৪০টির অধিক এইচডি চ্যানেলসহ মোট ১২০টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক ৩৯৯টাকা বিল দিতে হবে।

আকাশ ডিটিএইচ কিভাবে কিনবেন

আকাশ ডিটিএইচ কেনার একাধিক উপায় রয়েছে। প্রথমত আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট থেকে কেনা যাবে এই সেবা। অর্ডার করার পর ঘরে এসেই সম্পূর্ণ বিনামূল্যে সেটাপ করে দেওয়া হবে আপনার আকাশ সেট টপ বক্স। আপনি যদি ভাড়া বাসায় থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বাড়িওয়ালা থেকে অনুমতি নেওয়ার পরামর্শ জানায় আকাশ।

৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ

ওয়েবসাইটের পাশাপাশি অথোরাইজড ডিলার এর কাছ থেকেও আকাশ ডিস লাইন সেটাপ করে নিতে পারেন।  এই লিংকে ক্লিক করে আপনার নিকটস্থ আকাশ অথোরাইড সেলার এর তথ্য খুঁজে বের করতে পারবেন। ইএমআই এর মাধ্যমে কিস্তিতেও আকাশ ডিটিএইচ কেনার সুবিধা রয়েছে।

আকাশ ডিস চ্যানেল

আকাশের বিভিন্ন প্যাকেজের উপর ভিত্তি করে চ্যানেল সংখ্যাও ভিন্ন হয়ে থাকে। আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে সাবস্ক্রাইব করলে ৪০টির অধিক এইচডি চ্যানেল ও মোট ১২০টি চ্যানেল দেখতে পারবেন। আকাশ ডিস এর উল্লেখযোগ্য চ্যানেলসমুহ হলোঃ

  • বিটিভি
  • ইন্ডিপেনডেন্ট টিভি
  • এটিএন বাংলা
  • চ্যানেল আই এইচডি
  • এনটিভি
  • এশিয়ান টিভি এইচডি
  • একাত্তর টিভি এইচডি
  • গাজী টিভি এইচডি
  • বিবিসি নিউজ এইচডি
  • দুরন্ত টিভি এইচডি
  • স্টার জলসা এইচডি
  • জি বাংলা এইচডি
  • স্টার প্লাস
  • কালার্‌স এইচডি
  • সনি ইন্ডিয়া
  • সনি সাব
  • সনি ম্যাক্স
  • পোগো টিভি
  • কারটুন নেটওয়ার্ক এইচডি
  • ডিসকভারি
  • ন্যাশনাল জিওগ্রাফি, ইত্যাদি।

আকাশ ডিটিএইচ রিচার্জ

মাসিক বিল প্রদানে অবশ্যই আগে থেকেই রিচার্জ করে রাখতে হবে। রিচার্জ করা ছাড়া মাসিক বিল দেওয়া সম্ভব নয়। একাধিক উপায়ে আকাশ ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। আকাশ ডিটিএইচ এ রিচার্জ মেথডসমুহ হলোঃ

  • নেক্সাস পে
  • বিকাশ অ্যাপ
  • বিকাশ ইউএসএসডি
  • আইপে
  • রকেট অ্যাপ
  • রকেট ইউএসএসডি
  • ইবিএল স্কাই
  • রিচার্‌জ
  • জি পে অ্যাপ
  • সিউর ক্যাশ অ্যাপ
  • সিউর ক্যাশ ইউএসএসডি
  • নগদ অ্যাপ
  • নগদ ইউএসএসডি
  • এনআরবিসি প্ল্যানেট অ্যাপ
  • ক্যাশবাবা

উল্লেখিত রিচার্জ মেথডসমুহের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট

আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার

আকাশ DTH এর হেল্পলাইন নাম্বারসমুহ হলোঃ

  • 16442
  • 09609999000

এছাড়াও ইমেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। ওয়েবসাইটে গিয়েও লিখা যাবে আকাশ ডিটিএইচ বরাবর।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *