অবশেষে মি নোট ১০ লাইট ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে রিলিজ করলো শাওমি। কোয়াড ক্যামেরার ফোনটির পাশাপাশি সবার হাতে শাওমি ফোন পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ছয়টি সার্ভিস সেন্টার চালুর ঘোষণাও দিয়েছে শাওমি।
মাত্র কিছুদিন আগেই তারা গ্লোবালি উন্মোচন করেছে পোকো এক্স৩ NFC ফোন। আর আজ বাংলাদেশে নিয়ে এলো মি সিরিজের এই লাইট মডেলটি। চলুন জেনে নেয়া যাক, মি নোট১০ লাইট ফোনটি সম্পর্কে।
ডিসপ্লে
৬.৪৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে শাওমি মি নোট ১০ লাইট ফোনটিতে। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯১.৪ শতাংশ, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটিকে প্রটেক্ট করবে সামনে পেছনে থাকা গরিলা গ্লাস ৫।
মি নোট ১০ লাইট ক্যামেরা
Mi Note 10 Lite ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। সনির আইএমক্স ৬৮৬ সেন্সর এর ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এর পাশাপাশি আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামের, ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৯৬০ এফপিএস স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং এর মত সুবিধা তো থাকছেই।
কনফিগারেশন
শাওমি মি নোট 10 লাইট ফোনটি চলবে কোয়ালমমের স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট দ্বারা। ৮ ন্যানোমিটার এই চিপসেটটির গ্রাফিক্যাল পাওয়া যোগাবে অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ। এন্ড্রয়েড ১০ চালিত ফোনটি চলবে শাওমি’র কাস্টম এন্ড্রয়েড স্কিন, মিইউআই ১১ দ্বারা।
বোনাসঃ শাওমি মি ১০ আলট্রা – 120W ফাস্ট চার্জিং, 120X জুম এবং 120Hz ডিসপ্লে
ব্যাটারি
Mi Note 10 Lite ফোনটিতে থাকছে ৫২৬০ মিলিএম্প এর ব্যাটারি, যাকে চার্জ করতে ফোনের বক্সেই দেয়া থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার। শাওমির দাবি, এই চার্জার দিয়ে ফোনটি ৬৪ মিনিটের মধ্যেই ফুল চার্জ করা যাবে।
মি নোট ১০ লাইট দাম
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়ান্টের মি নোট 10 লাইট এর দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা, যা পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক রঙে। দেশব্যাপী অথোরাইজড মি স্টোর, অনলাইন পার্টনার চ্যানেল এবং রিটেইল পার্টনার স্টোর থেকে ফোনটি কেনা যাবে ১৭ সেপ্টেম্বর থেকে।
কেমন লাগল শাওমি মি নোট 10 লাইট ফোনটি? আপনি কি একটি কিনবেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।